আত্মমূল্যায়নের ব্যবস্থা চালু আছে অনেক ক্ষেত্রেই। আত্মসমীক্ষা সব ক্ষেত্রে সব সময়েই হতে পারে। কিন্তু এ বার একেবারে খোদ অভিযুক্তকে দিয়েই অভিযোগের তদন্ত!
প্রায় বেনজির এই ঘটনাটি ঘটিয়ে ফেলেছে কল্যাণীর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতি। ওই প্রতিষ্ঠানে যাঁদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে, তাঁদেরই এক জনকে নিয়ে বিশেষ তদন্ত কমিটি তৈরি করেছে তারা। বুধবার সল্টলেকে ওই পরিচালন সমিতির এক বৈঠকে বিশ্ববিদ্যালয়ে আর্থিক দুর্নীতির তদন্তে সাত সদস্যের একটি কমিটি গড়া হয়েছে।
বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সম্প্রতি ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। মূল অভিযোগ যাঁদের বিরুদ্ধে, তাঁদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজকুমার সান্যাল এবং রেজিস্ট্রার অশোক বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন। তা সত্ত্বেও পরিচালন সমিতি অভিযুক্ত অশোকবাবুকে বিশেষ তদন্ত কমিটির সদস্য করায় প্রশ্ন উঠছে। ওই কমিটির চেয়ারম্যান করা হয়েছে এলাকার তৃণমূল বিধায়ক রমেন্দ্রনাথ বিশ্বাসকে।
অন্যতম অভিযুক্ত উপাচার্যকে অবশ্য তদন্ত কমিটিতে রাখা হয়নি। বরং পরিচালন সমিতি সিদ্ধান্ত নিয়েছে, তদন্তের স্বার্থেই উপাচার্যকে দু’মাসের ছুটিতে যেতে হবে। সমিতির বুধবারের বৈঠকে উপাচার্য উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের আর্থিক দুর্নীতি নিয়ে নানান প্রশ্নের উত্তর দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আর্থিক দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের টাকাপয়সা লেনদেন করার দায়িত্ব উপাচার্যর হাত থেকে কেড়ে নিয়েছে। আপাতত ওই দায়িত্ব দেওয়া হয়েছে কল্যাণীর মহকুমাশাসককে। এ বিষয়ে তদন্তও করছেন মহকুমাশাসক। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজি-ও আগামী ১৩ অগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ওই দুর্নীতির অভিযোগের তদন্ত করবে বলে বিশ্ববিদ্যালয়কে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তার আগেই কেন নতুন করে বিশেষ তদন্ত কমিটি গড়া হল, সেই প্রশ্ন উঠেছে বিশ্ববিদ্যালয়ের অন্দরেই। যাঁর বিরুদ্ধে অভিযোগ, তাঁকেই বিশেষ তদন্ত কমিটিতে রাখার বিরুদ্ধে সবর হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মীদের একাংশ।
অভিযুক্তকে নিয়ে তদন্ত কমিটি কেন? বিশেষ তদন্ত কমিটির চেয়ারম্যান, বিধায়ক রমেন্দ্রনাথবাবু বলেন, “বিশ্ববিদ্যালয়কে আবার সুস্থ করার চেষ্টা হচ্ছে। তদন্তের সময় ফাইলপত্র যাতে ঠিকমতো পাওয়া যায়, সেই জন্যই রেজিস্ট্রারকে ওই তদন্ত কমিটিতে রাখা হয়েছে।” |