টুকরো খবর |
সৈকতে নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ
নিজস্ব সংবাদসাতা • কাঁথি |
দিঘা-মন্দারমণিতে সমুদ্র-স্নানের সময়ে পর্যটকদের তলিয়ে যাওয়া, মৃত্যু-রোধে অবশেষে উদ্যোগী হল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সৈকতে নিরাপত্তা বাড়াতে প্রশিক্ষিত নুলিয়া মোতায়নের সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দিঘায় মৎস্য দফতরের অতিথিশালায় জেলা প্রশাসনের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। জেলাশাসক পারভেজ আহমেদ সিদ্দিকির পৌরোহিত্যে এই বৈঠকে পুলিশ-প্রশাসনের আধিকারিকরা ছাড়াও দিঘা, মন্দারমণি ও তাজপুরের হোটেল-মালিক সংগঠনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সমুদ্র-স্নানে নেমে পর্যটকদের মৃত্যু ক্রমে বাড়তে থাকায় সবাই উদ্বেগ প্রকাশ করেন বৈঠকে। ঠিক হয়, প্রশিক্ষিত নুলিয়া মোতায়েন করা হবে সৈকতে। এ জন্য দক্ষ নুলিয়ার নামের তালিকা তৈরির জন্য রামনগর ১ ও ২ পঞ্চায়েত সমিতিকে নির্দেশ দিয়েছেন জেলাশাসক। প্রশাসনই তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে। উপকূলে আরও বেশি সংখ্যায় স্পিড-বোটের ব্যবস্থা করারও সিদ্ধান্ত হয়েছে।
|
বাড়িওয়ালা ভাড়াটে বিবাদ
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
বাড়িওয়ালা-ভাড়াটে বিবাদে বাড়িওয়ালার তরফে দুষ্কৃতীরা ভাড়াটে-পরিবারের মহিলাদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠল। ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরের তিন নম্বর ওয়ার্ডের উত্তর দারুয়া। দুষ্কৃতীরা মঙ্গলবার গভীররাতে ভাড়াটের ঘরে হামলা চালায় এবং মহিলাদের মারধর করে ঘর থেকে বের করে দেয় বলে অভিযোগ। ভাড়াটে পরিবারের এক বৃদ্ধা এবং দুই নাবালিকা কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। যদিও হাসপাতালে চিকিৎসাধীনরা পুলিশের কাছে বয়ান দিতে অস্বীকার করেছেন বলে দাবি থানার। ভাড়াটে-পরিবার আবার পুলিশি ‘অসহযোগিতা’র অভিযোগ তুলে সরাসরি আদালতে মামলা করার কথা জানিয়েছেন। আদালতে এমনিতেও বাড়িওয়ালা-ভাড়াটের মধ্যে একটি মামলা চলছে।
|
অস্ত্র-সহ ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
একটি অপহরণের মামলায় অভিযুক্ত এবং আপাতত জামিনে মুক্ত দুই যুবককে এ বার আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে কোলাঘাট থানার শরৎ-সেতুর নীচ থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। স্থানীয় যোগীবেড় এলাকার বাসিন্দা প্রসেনজিৎ সাঁতরা ও হাওড়ার শিবপুরের বিপ্লব দাস একটি মোটরবাইক নিয়ে ওই এলাকায় উদ্দেশ্যহীন ভাবে ঘুরছে বলে খবর যায় থানায়। পুলিশ গিয়ে তাদের আটক করলে উদ্ধার হয় একটি পিস্তল ও দু’রাউন্ড গুলি। বাজেয়াপ্ত করা হয় মোটরবাইকটিও। পুলিশের দাবি, এই দু’জনের বিরুদ্ধে আগে থেকেই একটি অপহরণের মামলা রয়েছে। তিন মাস জেলবন্দিও ছিল। জামিনে মুক্তি পেয়ে ফের দুষ্কর্ম শুরু করে। বৃহস্পতিবার ধৃতদের ৪ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে তমলুক আদালত।
|
প্রয়াত সমাজকর্মী
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
মারা গেলেন খেজুরির সমাজকর্মী মুকুলবিকাশ মাইতি। বৃহস্পতিবার সকালে খেজুরির কলাগেছিয়ার বাড়িতেই মারা যান মুকুলবাবু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। অকৃতদার মানুষটি ছিলেন ‘খেজুরি নেতাজি পাঠচক্রে’র প্রতিষ্ঠাতা। তাঁর বাড়িতে এক সময়ে এসেছেন সদ্য রাষ্ট্রপতি নির্বাচিত প্রণব মুখোপাধ্যায় থেকে শুরু করে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায়, প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী আভা মাইতি, ফুলরেণু গুহের মতো ব্যক্তিত্বরা। বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন মুকুলবাবু। |
|