সুন্দরবনের নদীতে মাছ ধরতে গিয়ে বাঘের হানায় প্রাণ হারালেন এক মৎস্যজীবী। বুধবার বিকেলে সুন্দরবনের বড়দ্বীপ জঙ্গলের কাছে পাখিরালা নদীর শিরখাল চরের ঘটনা। মৃতের নাম নারায়ণ নস্কর (২৬)। বাড়ি রায়দিঘির দমকল গ্রামের হালদারপাড়ায়। তাঁর সঙ্গীরা ভুটভুটির তক্তা খুলে বাঘটিকে তাড়িয়ে নারায়ণকে উদ্ধার করলেও প্রাণে বাঁচাতে পারেননি। এ দিকে, বৃহস্পতিবার সুন্দরবনের নেতিধোপানি থেকে একটি ‘দুর্বল’ বাঘকে চিকিৎসার জন্য কলকাতা চিড়িয়াখানায় পাঠায় বন দফতর।
বন দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে নারায়ণ-সহ দমকল গ্রাম থেকে ৬ জন ভুটভুটি নিয়ে মাছ ধরতে যান। বিকেল সাড়ে ৪টে নাগাদ ওই ঘটনা। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টা নাগাদ নারায়ণের মৃতদেহ নিয়ে বাকি পাঁচ মৎস্যজীবী ফিরে আসেন। |
নেতিধোপানি থেকে আনা সেই বাঘ। —নিজস্ব চিত্র। |
ওই ভুটভুটির মাঝি সুকুমার সর্দার বলেন, “নারায়ণ-সহ চার জন জলে নেমে জাল টানছিলেন। আমরা দু’জন ভুটভুটিতে ছিলাম। বাঘটি পিছন থেকে এসে সরাসরি নারায়ণের ঘাড় কামড়ে ধরে টেনে নিয়ে যেতে থাকে। জলে থাকা তিন জন ভয় পেয়ে যান। আমি এবং বুদ্ধেশ্বর হালদার ভুটভুটি থেকে তক্তা খুলে জলে নেমে বাঘটিকে তাড়া করি। বাঘ পালায়। কিন্তু নারায়ণকে বাঁচাতে পারলাম না।”
অন্য মৎস্যজীবীরা জানান, বাঘটির থাবার ঘায়ে নারায়ণের মাথা থেঁতলে যায়। ঘাড় ভেঙে যায়। বাঘটি প্রায় ২০ ফুট টেনে নিয়ে গিয়েছিল নারায়ণকে। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করার পরেও চিকিৎসার ব্যবস্থা করতে পারেননি তাঁরা। কেননা, তাড়াহুড়োয় ভুটভুটির তক্তা খুলতে গিয়ে জ্বালানি তেল উল্টে পড়ে যায়। দাঁড় টেনে তাঁরা ফেরেন।
দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত বনাধিকারিক সমীর পাল বলেন, “বাঘের হানায় এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। তাঁর সুন্দরবনের নদীতে মাছ ধরার বৈধ কাগজপত্র থাকলে পরিবারকে নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।”
এ দিকে, এ দিনই সুন্দরবনের নেতিধোপানি থেকে একটি ‘দুর্বল’ বাঘকে চিকিৎসার জন্য পাঠানো হয় কলকাতা চিড়িয়াখানায়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার টহলদারির সময়ে বনকর্মীরা নেতিধোপানি জঙ্গলের ধারে বাঘটিকে দেখেন। তাঁদের বাঘটিকে ‘দুর্বল’ বলে মনে হয়। তাকে ধরার জন্য খাঁচা পাতে বন দফতর। কিন্তু সে খাঁচায় ঢোকেনি। বৃহস্পতিবার সকালে ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাঘটিকে ধরা হয়।
সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর সুব্রত মুখোপাধ্যায় বলেন, “বাঘটিকে দুর্বল বলে মনে হওয়ায় তাকে চিকিৎসার জন্য আলিপুর চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।” |