আজ, শুক্রবার ‘নানুর দিবসে’র কর্মসূচিতে আগে থেকে ঠিক না থাকলেও যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুকে নিজের পেজে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি শুক্রবার সকালে নানুরে থাকছেন। এর আগে জেলা প্রশাসন সূত্রে বলা হয়েছিল, নিরাপত্তাজনিত কারণে মুখ্যমন্ত্রী ‘নানুর দিবসে’র কর্মসূচিতে নাও থাকতে পারেন।
২০০০ সালের ২৭ জুলাই নানুরের সূচপুরে নিহত হয়েছিলেন ১১ জন খেতমজুর। তাঁদের স্মরণে নানুর দিবস পালন করে আসছে তৃণমূল। এ বারই মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম নানুর দিবসের কর্মসূচিতে যোগ দেবেন।
একাধিক সরকারি কর্মসূচি ও প্রকল্পের অবস্থা পর্যালোচনা করতে দ্বিতীয় বারের জন্য জেলা সফরে বৃহস্পতিবার রাতেই বোলপুরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। উঠেছেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের বাংলোয়।
এ দিকে বোলপুরের মহকুমাশাসক প্রবালকান্তি মাইতি বলেন, “বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি রয়েছে তাঁর। পলিটেকনিক প্রতিষ্ঠান, একলব্য বিদ্যালয়, শিবপুর মৌজায় আইটি হাব এবং তফসিলি জাতি ও উপজাতিদের জন্য আশ্রম আবাসের মতো প্রকল্পের শুভ সূচনা ও শিল্যান্যাসও করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।” এ ছাড়া মহকুমাশাসকের দফতরে জেলার পুলিশ ও প্রশাসনের নীচু থেকে উপর সমস্ত স্তরের আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠকও করবেন বলে জানা গিয়েছে। শুক্রবারই বোলপুরে রেলের গীতাঞ্জলি প্রদর্শশালার উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সমীর গোস্বামী বলেন, “শুক্রবার বোলপুর ডাকবাংলো পাড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গীতাঞ্জলি প্রদর্শশালাটির উদ্বোধন করবেন।” |