প্রাক্তন কংগ্রেস জেলা সভাপতি নীহার দত্ত-র চতুর্থ মৃত্যু বার্ষিকী পালন করল নীহার দত্ত মেমোরিয়াল সোসাইটি। সাঁইথিয়ার কামদাকিঙ্কর স্টেডিয়ামে বৃহস্পতিবার সকালে নীহার দত্ত-র মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সাঁইথিয়া গ্রামীণ হাসপাতালে রোগীদের ফল বিতরণ করা হয়। এ দিন অনুষ্ঠান উপলক্ষে সাঁইথিয়া কংগ্রেস কার্যালয়ে একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। সংস্থার সভাপতি শম্ভুনাথ চট্টোপাধ্যায় বলেন, “রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন নীহারদা। প্রতি বছরের মতো এ বছরও আমরা নীহারদার মৃত্যবার্ষিকী মর্যাদার সঙ্গে পালন করছি।” এ দিন বিকেলে সাঁইথিয়া স্পোর্টস্ অ্যাসোসিয়েশন একাদশ বনাম সাঁইথিয়া পুরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচও খেলা হয়।
|
আজ, শুক্রবার বীরভূম সফরে এসে বোলপুরে রেলের গীতাঞ্জলি প্রদর্শশালার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতল ওই প্রদর্শশালায় থাকছে দেবেন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে জমি কেনার দলিল থেকে রবীন্দ্রনাথ ও ঠাকুর পরিবারের নানা দলিল-দস্তাবেজের প্রতিলিপি ও দুষ্প্রাপ্য ছবি। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সমীর গোস্বামী বলেন, “মৃত্যুর আগে চিকিৎসার জন্য রেলের যে বিশেষ কোচে রবীন্দ্রনাথ ঠাকুরকে শেষ বার শান্তিনিকেতন থেকে কলকাতা নিয়ে যাওয়া হয়েছিল, সেই কোচটি এই প্রদর্শশালার বিশেষ আকর্ষণ।”
|
(তথ্য: মহেন্দ্র জেনা, ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী)
|
সাঁইথিয়া অভেদানন্দ মহাবিদ্যালয়ের কলা বিভাগে আসন সংখ্যা বাড়ানোর দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছিল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদ। বুধবার কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের ওই দাবি মেনে নেওয়ার কথা ঘোষণা করেছেন। কলেজ পরিচালন সমিতির সভাপতি দেবাশিস সাহা বলেন, “বৈঠকে ৪০০ ছাত্রছাত্রীকে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।” |