ট্রেন বাড়ানো হোক
তারকেশ্বর শাখার লাইন রেলের মানচিত্রে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই লাইনের ব্যাপারে কর্তৃপক্ষের বিমাতৃসুলভ আচরণ স্পষ্ট। গত কয়েক বছরে যাত্রী-সংখ্যা প্রচুর পরিমাণে বাড়লেও তারকেশ্বর লাইনে ট্রেনের সংখ্যা তেমন ভাবে বাড়েনি। প্রতিটি ট্রেন ভিড়ে উপচে পড়ে। সকাল-সন্ধ্যা অন্তত অফিস টাইমে ট্রেন বাড়ালে বহু মানুষ উপকৃত হবেন। বিষয়টির দিকে নজর দিন রেল কর্তৃপক্ষ।
কলে জল নেই
হরিপালের শ্রীপতিপুর গ্রামে জনস্বাস্থ্য কারিগরীর কল থেকে দীর্ঘ দিন ধরে জল পড়ে না। গরমে জল না পেয়ে স্থানীয় মানুষকে বহু দুর্ভোগ পোয়াতে হয়। সহকারী বাস্তুকারকে বহু বার জানিয়েও সমস্যার সুরাহা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির দিকে নজর দিন।


পাকা রাস্তা চাই
প্রধানমন্ত্রী গ্রামসড়ক যোজনায় বহু গ্রামীণ রাস্তা পাকা হয়েছে। অথচ, পাঁচলা ব্লকের গঙ্গাধরপুর লাইব্রেরি বাসস্টপ থেকে গোন্ডলপাড়া হয়ে বহরিয়া পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার রাস্তার হাল খুবই খারাপ। বিশেষত, বর্ষায় প্রাণান্তকর পরিস্থিতি তৈরি হয়। রাস্তাটি পিচমোড়ে করা খুবই দরকার। জেলা পরিষদ বিষয়টি খতিয়ে দেখুক।
শুদ্ধ জল চাই
ডানকুনি অঞ্চলের বিভিন্ন অংশে বিনামূল্যে পানীয় জল সরবরাহের ব্যবস্থা আছে। কিন্তু সরবরাহে নানা সমস্যাও আছে। একে তো এই এলাকার জলে লোহার ভাগ খুবই বেশি। প্রায়ই অপরিচ্ছন্ন জল আসে। যা পানের যোগ্য নয়। অসংখ্য সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা ভেবে পরিস্রুত পানীয় জল সরবরাহের ব্যবস্থা করুক পুরসভা।
রাস্তা সংস্কার হোক
ভদ্রেশ্বরের কেজিআরএস পথ, আরবিএস রোড, জগদ্ধাত্রীতলা রোড, লাইব্রেরি রোড এবং সিসিসি রোডের অবস্থা খুবই খারাপ। এই রাস্তাগুলি ভদ্রেশ্বর ও চাঁপদানি পুরসভার অন্তর্গত। বৃষ্টি হলে রাস্তায় জল দাঁড়িয়ে পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। রাস্তা সারানো না হলে যে কোনও মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে নজর দিন।
বাসরুট চালু হোক
ধর্মতলা থেকে জাঙ্গিপাড়া (ভায়া ফুরফুরাশরিফ) সিটিসি বাস বছর খানেক ধরে বন্ধ। অথচ, ধর্মতলা-জাঙ্গিপাড়া (ভায়া ডোমজুড়) বাসটি চালু রাখা হয়েছে। ফুরাফুরাশরিফের উপর দিয়ে বাসটি কোনও এক অজ্ঞাত কারণেই বন্ধ করে দেওয়া হল। রুটটি ফের চালু করতে পারলে বহু মানুষের উপকার হয়।
রাস্তা চওড়া হোক
হাওড়া-হুগলির সংযোগস্থল জগৎবল্লভপুর মোড়। কিন্তু এখানে রাস্তা খুবই সংকীর্ণ। যদিও গাড়ির চাপ প্রচুর। অনেক ছাত্রছাত্রীও এই এলাকা দিয়ে যাতায়াত করে। এই অংশে রাস্তাটি চওড়া করতে পারলে ভাল। দুর্ঘটনাও এড়ানো যাবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.