২১ অগস্ট থেকে ধর্মঘটে নামছে লরি |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ট্যাক্সি ধর্মঘটের পরে বাস ধর্মঘটের ডাক দেওয়া আছে ৩১ জুলাই। তারও পরে লরি ধর্মঘটের ডাক দেওয়া হল রাজ্যে। ২১ অগস্ট থেকে লাগাতার লরি ধর্মঘট হবে বলে বুধবার জানিয়ে দেন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনসের সাধারণ সম্পাদক সত্যজিৎ মজুমদার। তাঁর অভিযোগ, লরিতে বেশি মালপত্র তোলা হচ্ছে বলে জানিয়ে আইনবিরুদ্ধ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিবহণ দফতর ও পুলিশের একাংশ লরির উপরে স্বেচ্ছাচারিতা চালাচ্ছে। এ-সবের প্রতিবাদেই টানা লরি ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাঁরা অবিলম্বে রাস্তা সারানোরও দাবি তুলেছেন বলে জানান সত্যজিৎবাবু।
পরিবহণমন্ত্রী মদন মিত্র অবশ্য রাস্তার বেহাল দশার জন্য লরি-মালিকদেরই দায়ী করেছেন। তিনি বলেন, “যে-সব লরির ১৬ টন পণ্য নেওয়ার অনুমোদন রয়েছে, বহু ক্ষেত্রে তারা ২৫ টন মালপত্র নিচ্ছে।” গত জানুয়ারিতে পরিবহণমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে মদনবাবু বলেছিলেন, ‘ওভারলোডিং’ অর্থাৎ লরির বাড়তি পণ্য বহন নিয়ন্ত্রণ করতে রাজ্যে ১৪টি ‘ওয়েব্রিজ’ গড়ে তোলা হবে। কিন্তু এখনও সেগুলো তৈরি হয়নি। কেন? পরিবহণমন্ত্রীর উত্তর, “সিপিএম সব জট পাকিয়ে গিয়েছে। কয়েক মাসের মধ্যে ওয়েব্রিজ তৈরি হয়ে যাবে।” |