টুকরো খবর
খুনের নালিশ, গ্রেফতার ২
এক মহিলাকে খুনের অভিযোগ উঠল তাঁর শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। মৃতারহ নাম বাসন্তী ঘোষ (২০)। মঙ্গলবার বিকেলে কালীগঞ্জের বাসিন্দা বাসন্তী মারা যান। বুধবার তাঁর বাবা বিশ্বনাথ ঘোষ পুলিশের কাছে মেয়েকে খুনের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ বাসন্তীর শ্বশুর নারায়ণ ঘোষ, শাশুড়ি মায়া ঘোষকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, মৃতার স্বামী ও ননদ পলাতক। পেশায় কৃষক বিশ্বনাথবাবু বলেন, “বছর খানেক আগে মেয়ের সঙ্গে দেবগ্রামের সুশান্ত ঘোষের বিয়ে দিই। বিয়ের সময়ে ওদের দাবি মতো নগদ টাকা ও সোনার গয়না দিয়েছিলাম। তার পরে ওরা আরও এক লক্ষ টাকা দাবি করে। মেয়েকে ওর শ্বশুর, শাশুড়ি, ননদ মিলে বিষ খাইয়ে খুন করেছে।”

ব্যবসায়ী খুনে গ্রেফতার তিন
ব্যবসায়ী খুনের ঘটনায় মঙ্গলবার রাতে ঝাড়খণ্ডের রাজমহল থেকে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৩১ মে রাতে ফরাক্কার খয়রাকান্দিতে গাড়ি চুরি করতে এসে মানব সাহা (৪৪) নামে এক ব্যবসায়ীকে গাড়ির চাকায় পিষে খুন করে দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আনসার শেখ, জিতু শেখ ও আসিরুদ্দিন শেখ। আনসার ও জিতুর বাড়ি রাজমহলের ফুলবেড়িয়ায়। আসিরুদ্দিন নিকিওটোলার বাসিন্দা। জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “৬ জনের এক দুষ্কৃতীদল সে দিন গাড়ি চুরি করতে এসেছিল বলে আমরা জানতে পেরেছিলাম। ওয়াজে মানববাবুর ঘুম ভেঙে গেলে তিনি বাধা দিতে যান। ইচ্ছাকৃত ভাবে ওই দুষ্কৃতীরা তাঁকে খুন করে।” পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, ধৃতদের বাড়ি থেকে ধানবাদের একটি চোরাই গাড়ি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত বাকি তিনজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

দুর্ব্যবহারের অভিযোগ
তদন্ত করতে এসে বাড়ির মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে পুলিশ। এমনই অভিযোগ তুলে বুধবার দুপুরে শান্তিপুর থানায় বিক্ষোভ দেখায় ভোলাডাঙা গ্রামের বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, ভোলাডাঙা গ্রামের বাসিন্দা ইফাজুল শেখের পারিবারিক বিবাদের অভিযোগের তদন্ত করতে মঙ্গলবার রাতে সেখানে যায় পুলিশ। গ্রামবাসীদের দাবি, পুলিশ বাড়িতে গিয়ে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করে। এ দিন থানায় গিয়ে দোষী পুলিশ কর্মীদের শাস্তির দাবি করেন গ্রামবাসীরা। শান্তিপুর থানার পুলিশ অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। জেলা পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্র বলেন, “ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।”

রেলের শূন্যপদ পূরণের দাবি
রেলের সমস্ত শূন্যপদ পূরণের দাবি জানাল অল ইন্ডিয়া রেলওয়েজ মেনস্ ইউনিয়ন। মঙ্গলবার কল্যানীর একটি কনভেনশনে এসে সংগঠনের সাধারণ সম্পাদক শিউগোপাল মিশ্র বলেন, “কর্মী নিয়োগ না হওয়ায় ব্যহত হচ্ছে রেলের পরিষেবা। এ ছাড়াও চতুর্থ শ্রেণির কর্মীদের পদোন্নতি ও সঠিক পদ্ধতিতে ঠিকাদার নিয়োদ করা না হলে আমরা আন্দোলনে নামব।”

লরির ধাক্কায় মৃত্যু
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের। মৃতের নাম নবি শেখ (৫২)। বাড়ি বহরমপুরের মহুলার চণ্ডীপুর গ্রামে। পেশায় দিনমজুর ওই ব্যক্তি বুধবার সকালে সাইকেলে চড়ে যাচ্ছিলেন। সেই সময়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে পিছন থেকে লরি ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

জাল নোট উদ্ধার, ধৃত ৫
লক্ষাধিক টাকার জাল নোট-সহ পাঁচ জনকে গ্রেফতার করল সামশেরগঞ্জ ও ফরাক্কার পুলিশ। বুধবার ধুলিয়ানের সদরঘাট থেকে ২ লক্ষ ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করে সামশেরগঞ্জ থানার পুলিশ। ধরা পড়ে বৈষ্ণবপুরের বাসিন্দা আনোয়ার হোসেন, আলম শেখ ও দেওনাপুরের বাসিন্দা সাদ্দাম শেখ। এ দিনই দুপুরে ফরাক্কার আঁকুড়া থেকে ডালিম শেখ ও আবুল শেখ নামে দু’জনকে ৯০ হাজার টাকার জাল নোট-সহ গ্রেফতার করে পুলিশ।

তৃণমূলে যোগ
তৃণমূলে এলেন ৪১ জন নির্মাণ সহায়ক। বুধবার কান্দির ৫০টি পঞ্চায়েতের ওই নির্মাণ সহায়কেরা বামফ্রন্টের ইঞ্জিনিয়ার সমিতি ছেড়ে তৃণমূল পরিচালিত পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নির্মাণ অ্যাসোসিয়েশনে যোগ দেন।

ত্রয়োদশ রাষ্ট্রপতি পদে বুধবার শপথ নিলেন প্রণব মুখোপাধ্যায়। এই
ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ভিড় কৃষ্ণনগর পুরসভায়। —নিজস্ব চিত্র।

সচিত্র পরিচয়পত্র চাই। দাবি জানালেন তফশিলি জাতির শংসাপত্র-রেশন
কার্ডেরও। এমনই একাধিক দাবি নিয়ে কৃষ্ণনগর শহর জুড়ে বুধবার আইন
অমান্য করেন কৃষ্ণনগর তফশিলি জাতি আদিবাসী সমাজ কল্যাণ সমিতির
সদস্য-সমর্থকেরা। ছবিটি তুলেছেন সুদীপ ভট্টাচার্য।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.