রঞ্জি ম্যাচ পেতে পারে কল্যাণী
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আসন্ন রঞ্জি মরসুমে এই প্রথম বার ম্যাচ হতে পারে কল্যাণীর সিএবি-র ক্রিকেট অ্যাকাডেমিতে। ইডেনে এ বার ভরা আন্তর্জাতিক ক্রিকেট। ইংল্যান্ডের সঙ্গে টেস্ট ছাড়াও রয়েছে পাকিস্তানের সঙ্গে এক দিনের ম্যাচ। সেই ম্যাচ ইডেনে ২৭ বা ২৯ ডিসেম্বর হওয়ার সম্ভাবনা। ইডেনের উপর চাপ কমাতে জেলায় রঞ্জির ম্যাচ করার কথা আগেই ভাবা হয়েছিল। সেই ভাবনার ফলশ্রুতি হিসেবে এ বার কল্যাণীর নবনির্মিত অ্যাকাডেমি সম্ভবত রঞ্জি ম্যাচ পেতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে কার্যকরী সমিতির উপর। সিএবি-র অত্যাধুনিক গেস্টহাউস থাকায় ক্রিকেটারদের থাকা নিয়ে কোনও অসুবিধা হবে না। সিএবি-র যুগ্ম-সচিব বিশ্বরূপ দে এ দিন বললেন, “এ রকম ভাবনা আমাদের আছে। ইডেন ছাড়া রঞ্জি হয় সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। কল্যাণী এখন পুরোপুরি তৈরি। উইকেট ভাল। ওরা ম্যাচ পেতেই পারে।” প্রসঙ্গত, এ বার চারটে হোম ম্যাচ বাংলার। ২-৫ নভেম্বর (রাজস্থান), ১৭-২০ নভেম্বর (গুজরাত), ১৫-১৮ ডিসেম্বর (হায়দরাবাদ), ২৯ ডিসেম্বর-১ জানুয়ারি (রেলওয়েজ)।
এ দিকে, রাজকোটে ২৯ সেপ্টেম্বর-২ অক্টোবর হবে এ বারের চ্যালেঞ্জার ট্রফি। বিজয় হাজারে ট্রফি জেতার জন্য বাংলা এই প্রথম এই টুর্নামেন্টে খেলবে। বাকি দুটি দল ইন্ডিয়া এ ও ইন্ডিয়া বি।
|
ভুটানের ছাত্রদলকে দাঁড়াতেই দিল না জুনিয়র ইস্টবেঙ্গল। যাদের স্পনসর ব্লু চিপ। বুধবার নিজেদের মাঠে প্রদর্শনী ম্যাচে ইস্টবেঙ্গল ১০-০ হারাল রয়্যাল ভূটান বিশ্ববিদ্যালয়কে। |