টুকরো খবর
হাব হবে কুঞ্জনগরে
পিপিপি মডেলে কুঞ্জনগরে পর্যটন হাবের কাজ দ্রুত শুরু করতে চলেছে রাজ্য সরকার। বুধবার বিকালে জলদাপাড়ার হলং বাংলোর সামনে বনমন্ত্রী হিতেন বর্মনের সঙ্গে বৈঠকের পর ওই কথা জানান পর্যটন মন্ত্রী রচপাল সিংহ। আগামী দশ দিনের মধ্যে বিষয়টি নিয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে উদ্যোগীদের কাছে দরপত্র আহ্বান করা হবে বলে তিনি জানান। কয়েক মাস আগে কুঞ্জনগরে জমি মাপার কাজ করতে গিয়ে বাধা পান ভূমি রাজস্ব দফতরের কর্মীরা। কৃষি জমিতে পর্যটন হাব কিছুতে করা যাবে না দাবি করে ‘কৃষি জমি বাঁচাও কমিটি’ সেখানে গড়ে তোলা হয়। এ দিন বনমন্ত্রী বলেন, “বর্তমানে ওই জমি পর্যটন দফতরের দখলে রয়েছে। খুব শীঘ্রই হাবের কাজ শুরু করা হবে। এখানে পর্যটন শিল্পের বিকাশ হবে।” এ দিন মন্ত্রী-সহ দুই দফতরের আধিকারিকরা মিলিত ভাবে বৈঠক করেন। রাস্তাঘাটের বেহাল অবস্থা পর্যটনে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করেন পর্যটন মন্ত্রীর। বনের ভেতর পর্যটকদের যাতায়াতের জন্য সেতু, ওয়াচ টাওয়ার তৈরি এবং পুজোয় পর্যটকদের থাকার বন্দোবস্ত বাড়ানো যায় কি না তা নিয়ে আলোচনা হয়। বিযয়টি নিয়ে দ্রুত মহাকরণে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে নিয়ে বসে রূপরেখা তৈরি হবে বলে বনমন্ত্রী জানান। কুঞ্জনগর ছাড়াও গজলডোবা সহ আরও দুটি জায়গায় পর্যটন হাবের কাজ শুরু করা হবে বলে এ দিন জানানো হয়।

সুইফট, ডিজায়ার গাড়ির বুকিং বন্ধ করছে না মারুতি
কারখানার গুদামে আর কোনও সুইফট ও ডিজায়ার মজুত নেই। যা ছিল, সবটাই ডিলারদের কাছে পাঠানো হয়েছে। মানেসর কারখানা কবে চালু হবে, তা এখনও অনিশ্চিত। ফলে গাড়ি দুটির জন্য অপেক্ষার মেয়াদ বা ‘ওয়েটিং পিরিয়ড’ বেড়ে গেলেও এখনই সেগুলির বুকিং নেওয়া বন্ধ করবে না মারুতি-সুজুকি। এখনই কারখানা চালু হলেও বুকিং করা ক্রেতাদের হাতে গাড়ি তুলে দিতে ৪-৬ মাস সময় লাগবে বলে তাঁর ধারণা। অল্টো-র পরেই সংস্থার ওই গাড়ি দুটির চাহিদা সর্বাধিক। মারুতির কর্তা ময়াঙ্ক পারেখ বুধবার বলেন, “ডিলারদের পাঠানো ওই দুটি মডেলের প্রায় ১০ হাজার গাড়ি এখন রাস্তায়। আমাদের মজুত শেষ। ডিলার ও ক্রেতাদের গোটা পরিস্থিতি জানানো হচ্ছে। তবে বুকিং চলবে।” পারেখের দাবি, ওই কারখানাতেই গত বছর ধর্মঘটের সময়েও বুকিং বন্ধ না-করে তাঁরা ভাল সাড়া পেয়েছিলেন। তিনি জানান, এ পর্যন্ত সুইফট, ডিজায়ারের বুকিং রয়েছে যথাক্রমে ৫৫ হাজার ও ৬৫ হাজার। যার ৮০%-ই ডিজেলচালিত।

এয়ার ইন্ডিয়ার ক্ষতিপূরণে সায়
সময়ে ৭৮৭ ড্রিমলাইনার বিমান পাঠাতে না-পারায় বোয়িং-এর কাছ থেকে এয়ার ইন্ডিয়া (এআই) যে ক্ষতিপূরণ চেয়েছে, তাতে সায় দিল ওই সংক্রান্ত মন্ত্রিগোষ্ঠী। কেন্দ্রীয় বিমান মন্ত্রী অজিত সিংহ জানান, এ বার প্রস্তাবটি মন্ত্রিসভার আর্থিক বিষয়ক কমিটির কাছে যাবে অনুমোদনের জন্য। কমিটির বৈঠক হওয়ার কথা বৃহস্পতিবারই। প্রসঙ্গত, ২০০৫-এ বরাত দেওয়া ২৭টি ড্রিমলাইনার এআই-কে সরবরাহের কথা ছিল ২০০৮ থেকে। কিন্তু চার বছর পেরিয়ে গিয়েছে। কথা রাখেনি বোয়িং।

হুঁশিয়ারি ক্রিসিলের
চলতি ২০১২-’১৩ অর্থবর্ষে বেসরকারি লগ্নি প্রায় ৩৫% বা ৭২ হাজার কোটি টাকা কমতে পারে বলে বুধবার হুঁশিয়ারি দিল মূল্যায়ন সংস্থা ক্রিসিল। শিল্পের জমি অধিগ্রহণে সমস্যা, বিদ্যুৎ পেতে অসুবিধাই এর মূল কারণ।

ত্রৈমাসিক ফলাফল
চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) এলআইসি হাউজিং ফিনান্সের নিট মুনাফা কমেছে ১১%। দাঁড়িয়েছে ২২৭.৭৪ কোটি টাকায়। তবে মোট আয় ২৫% বেড়ে হয়েছে ১,৭৬৭.৩ কোটি টাকা। প্রথম ত্রৈমাসিকে কানাড়া ব্যাঙ্কের নিট মুনাফা প্রায় ৭% বেড়ে হয়েছে ৭৭৫.২৮ কোটি টাকা। মোট আয় ১৯% বেড়ে হয়েছে ৯,১৬৫.৪৭ কোটি টাকা। এপ্রিল-জুনে আইডিয়া সেলুলারের সামগ্রিক নিট মুনাফা বেড়েছে ৩২%। দাঁড়িয়েছে ২৩৪.১ কোটি টাকায়। সামগ্রিক মোট আয় ২১.৭৪% বেড়ে হয়েছে ৫,৫০৩.৭ কোটি টাকা। প্রথম ত্রৈমাসিকে ইন্ডিয়ান ব্যাঙ্কের নিট মুনাফা ১৩.৪% বেড়ে হয়েছে ৪৬১.৭ কোটি টাকা। মোট আয় ১৯% বেড়ে হয়েছে ৩,৫৯৬.৫ কোটি টাকা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.