বাস উল্টে জখম ২৫
নিজস্ব সংবাদদাতা • ইলামবাজার |
সরানো হচ্ছে দুর্ঘটনাগ্রস্ত বাস। ছবি: দয়াল সেনগুপ্ত। |
নিয়ন্ত্রণ হরিয়ে রাস্তার পাশে ধান খেতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস। জখম হলেন জনা পঁচিশ যাত্রী। বুধবার বিকাল সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে ইলামবাজার থানা এলাকার সালকা মোড়ে, পানাগড়-দুবরাজপুর ১৪ নম্বর রাজ্য সড়কে। দুর্ঘটনায় জখম বেশির ভাগ যাত্রীকে উদ্ধার করে দুবরাজপুর গ্রমীণ হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েক জনকে সিউড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র অনুযায়ী, বাঁকুড়া-সিউড়ি রুটের একটি বেসরকারী বাস এ দিন সিউড়ির দিকে যাচ্ছিল। সালকা মোড়ের কাছে এসে হঠাৎ গাড়ির সামনের চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধান খেতে উল্টে যায় গাড়িটি। সেই সময় মাঠে অনেকে কাজ করছিলেন। প্রত্যক্ষদর্শী সন্তোষ গড়াই, দিলীপ দাসরা বলেন, “বাসটিতে অধিকাংশই দুবরাজপুর থেকে ইলামবাজারের বিভিন্ন জায়গায় চাষের কাজে যাওয়া মহিলা শ্রমিক ছিলেন।” দুর্ঘটনায় জখম দুবরাজপুর গ্রমীণ হাসপাতালে চিকিৎসাধীন তাপসী বাগদি ও বন্দনা বাগদিরা জানালেন, এখানে সে ভাবে চাষ শুরু না হওয়ায় দুবরাজপুর পুরসভা এলাকা থেকে তাঁরা অনেকে ইলামবাজারের ঘুরিষা ধান পুঁততে গিয়েছিলেন। কাজ সেরে বাসে ওঠার পরেই বাসটি উল্টে যায়। |
অনাস্থা নিয়ে জটিলতা
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা নিয়ে জটিলতা তৈরি হল। নলহাটি পঞ্চায়েত সমিতির বড়লা পঞ্চায়েতে বুধবার ওই অনাস্থার প্রস্তাবে ভোটাভুটি ছিল। নলহাটি ১ বিডিও তাপস বিশ্বাস বলেন, “অনাস্থা প্রক্রিয়া যথারীতি কার্যকর হয়েছে। তবে প্রধান অপসারিত হলেন কি না তা এই মুহূর্তে বলতে পারবো না। কারণ, প্রধান দীনবন্ধু মাল আদালতের দ্বারস্থ হয়েছেন। আমরা তাঁর আইনজীবীর চিঠি পেয়েছি।” তাই এ দিন আইনী জটিলতা তৈরি হওয়ায় অনাস্থা ভোটাভুটির ফল ঘোষণা করা হয়নি। এ দিন নলহাটি ১ ব্লকের পঞ্চায়েত উন্নয়ন আধিকারিক অসীম হালদারের উপস্থিতিতে ওই ভোটগ্রহণ হয়। দীনবন্ধুবাবু উপস্থিত না থাকলেও পঞ্চায়েতের বাকি ১১ জন সদস্যই ভোটাভুটিতে যোগ দেন। সম্প্রতি প্রধানের বিরুদ্ধে দুর্নীতি ও দলবদলের (কংগ্রেস ছেড়ে তৃণমূলে) অভিযোগ তুলে কংগ্রেসের ৩, সোস্যালিস্ট পার্টির ৩, সিপিএমের ২ এবং বিজেপির ২ সদস্য মিলে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিলেন। প্রধানের অবশ্য দাবি, “অনাস্থা প্রস্তাব নিয়ে আসা এবং ভোটাভুটি দু’টি ক্ষেত্রেই নিয়ম মানা হয়নি। তাই আদালতের দ্বারস্থ হয়েছি।” |
গ্রেফতার স্বামী-সহ ৩
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
কন্যা সন্তান হওয়ার অপরাধে শিশুকন্যাকে মেরে ফেলার চেষ্টা এবং স্ত্রীকে নির্যাতনের অভিযোগে পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করল। বুধবার রামপুরহাটের দাদপুর গ্রাম থেকে সজল শেখ নামে ওই যুবককে গ্রেফতার করে। ঘটনায় ওই বধূর শ্বশুর বাবু শেখ ও ননদ সুনেতা বিবিকেও গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবারই রামপুরহাট থানায় সজল শেখের স্ত্রী মাম্পি বিবি অভিযোগ জানিয়েছিলেন। আরও দুই অভিযুক্ত পলাতক। |
নয় দফা দাবিতে বুধবার নলহাটি থানার করুমগ্রাম পঞ্চায়েতে স্মারকলিপি দিল সিপিআই(এমএল)-এর নলহাটি লোকাল কমিটি। প্রধান বাবর আলি দাবিগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। |