আগে থেকে একটি ট্যাপ কল রয়েছে। তার পরেও ওই ট্যাপ কলের দশ ফুট দূরে আর একটি ট্যাপ কল রয়েছে। সংশ্লিষ্ট দফতরের কর্মীদের অবশ্য দাবি, ওই অতিরিক্ত ট্যাপ কল তাঁরা করেননি। আবার স্থানীয় বাসিন্দারাও দায় এড়িয়েছেন। ট্যাপ কল নিয়ে এই সমস্যা তৈরি হয়েছে মানবাজার থানার পাথরমহড়া গ্রামে। গ্রামের মোড়ে অনেক আগে থেকে একটি ট্যাপ কল আছে। সম্প্রতি ওই কলের কাছে আরও একটি কল হয়েছে। জলসরবরাহ দফতরের কর্মীদের অভিযোগ, তাঁদের অজান্তে কে বা কারা ওই কল বসিয়েছে। তাঁদের দাবি, যাঁরা এই ধরনের কাজে জড়িত তাঁদের চিহ্নিত করে আইনী ব্যবস্থা নেওয়া হোক। মানবাজারের বিডিও সায়ক দেব বলেন, “সম্প্রতি এই ধরনের একটি অভিযোগ জমা পড়েছে। ব্যবস্থা নেওয়ার জন্য জনস্বাস্থ্য কারিগরি দফতরের পুরুলিয়া অফিসে তা পাঠিয়ে দেওয়া হয়েছে।”
|
বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার, লোডশেডিং বন্ধ, গ্রামীণ বিদ্যুদয়নের কাজে গতি আনা-সহ নানা দাবিকে সামনে রেখে রবিবার পুরুলিয়ায় জেলা কনভেনশন করল অ্যাবেকার পুরুলিয়া জেলা শাখা। সংগঠনের জেলা সম্পাদক গৌতম হাটি জানান, চলতি বছরের মধ্যে জেলায় গ্রামীণ বিদ্যুদয়নের কাজ সম্পূর্ণ করার দাবিতে ভবিষ্যতে তাঁরা আন্দোলনে নামবেন। |