কোথাও পিচ উঠে গিয়েছে। কোথাও আবার পিচ-বোল্ডার কিছুই নেই। রাস্তাজুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত বাঁকুড়ার ইন্দাসের খোসবাগ-শান্তাশ্রম রাস্তার এমনই দশা। রাস্তা বেহালের কারণে ওই রুটে বাস চলাচল বন্ধ হতে বসেছে। ফলে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। অবিলম্বে ওই রাস্তা সংস্কারের দাবিতে সরব হয়েছেন তাঁরা।
ইন্দাসের খোসবাগ মোড় থেকে আউসনাড়া, শ্রীপুর, বেলবাঁধি, পাহাড়পুর হয়ে শান্তাশ্রম পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা। স্থানীয় সূত্রের খবর, ইন্দাস ব্লকের আমরুল, ভগবানবাটি, কেনেটি, রসুলপুর, বাগমারি, আব্দুলপুর, করিশুন্ডা, পাত্রগাঁতি-সহ আশেপাশের প্রায় ২০টি গ্রামের ৩০ হাজারের বেশি মানুষ প্রতিদিন নানা প্রয়োজনে এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করেন। |
গত দু’বছর ধরে বেহাল হয়ে পড়েছে এই রাস্তা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার অনেক স্থানে বড় বড় গর্ত হয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরে সেই গর্ত মেরামতি না করায় তা বিপজ্জনক আকার ধারণ করেছে। তবু রাস্তা সংস্কারে কোনও হুঁশ নেই প্রশাসনের। ভগবানবাটি গ্রামের বাসিন্দা ধীরেনচন্দ্র দাস, কেনেটি-রসুলপুর গ্রামের বাসিন্দা অসিতবরণ দে বললেন, “শান্তাশ্রম থেকে এই রাস্তায় আগে বর্ধমান, বিষ্ণুপুর যাওয়ার ৬-৭টি বাস চলত। বৃষ্টিতে রাস্তার অনেক স্থানে বড় বড় গর্ত হয়েছে। পিচ, বোল্ডার সব উঠে গিয়েছে। এই অবস্থায় প্রায় সব বাস চলাচল বন্ধ হতে বসেছে। এখন মাত্র দু’টি বাস সারাদিনে যাতায়াত করছে।” ভগবানবাটি গ্রামের বাসিন্দা, ইন্দাস কলেজের ছাত্র প্রবীরকুমার মেদ্যার ক্ষোভ, “বাস চলাচল অনিয়মিত হয়ে পড়ায় কলেজ ও টিউশনি পড়তে যেতে ভীষণ অসুবিধা হচ্ছে।” এলাকার মানুষের দাবি, অবিলম্বে রাস্তাটির সম্পূর্ণ ভাবে সংস্কার হোক। ইন্দাসের বিডিও চয়নকুমার সাহা বলেন, “খোসবাগ মোড় থেকে শান্তাশ্রম পর্যন্ত রাস্তাটির মাঝে মাঝে কিছু গর্ত হয়েছে। তা মেরামতির জন্য পঞ্চায়েত সমিতির তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে। কাজের ওয়ার্ক অর্ডার হয়ে গিয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে।” |