টুকরো খবর
অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মারকলিপি
ছবি: সাসমুল হুদা।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের স্থায়ীকরণ-১০ দপা দাবিতে বাসন্তী সুসংহত শিশুবিকাশ প্রকল্পের দফতরে সোমবার স্মারকলিপি দিল সারা বাংলা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সমিতি। এ দিন হাজার খানেক কর্মী, সহায়িকা বিক্ষোভ দেখান। বিক্ষোভসভায় ছিলেন বাসন্তীর আরএসপি বিধায়ক সুভাষ নস্কর, আরএসপি-র রাজ্য কমিটির সদস্য চন্দ্রশেখর দেবনাথ, লোকমান মোল্লা। বিক্ষোভকারীদের দাবি, অনুন্নত সুন্দরবন এলাকায় ৩০০ জন জনসংখ্যার ভিত্তিতে বিভিন্ন এলাকায় অতিরিক্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি ও শূন্যপদে কর্মী নিয়োগ করতে হবে। পাশাপাশি মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে তাঁদের মাসিক সাম্মানিক বাড়াতে হবে। বাজার মূল্যের সঙ্গে সমতা রেখে ডিম, সব জি, জ্বালানির দাম নির্ধারণ করতে হবে। প্রকল্প আধিকারিক শ্যামল মণ্ডল বলেন, “স্মারকলিপি পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।”

ধৃত বিএসএফ জওয়ান
বধূ নিযার্তন ও অপহরণের অভিযোগে এক বিএসএফ জওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার সেকাঠি গ্রামে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অনুপকুমার দাস। বাড়িও ওই এলাকায়। তিনি জম্মুতে কর্মরত। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ২০১০ সালের অক্টোবর মাসে অনুপের সঙ্গে বিয়ে হয় বুলবুলি দাসের। অভিযোগ, ২০১১ সালের সেপ্টেম্বর মাসে অনুপবাবু সস্ত্রীক পুরী বেড়াতে যান। তার পর থেকে বুলবুলিদেবী নিখোঁজ। বুলবুলিদেবীর বাবা জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বুলবুলিদেবীর অবশ্য খোঁজ মেলেনি।

জয়ী তৃণমূল
উত্তর ২৪ পরগনার বাগদা হাইস্কুলে পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল কংগ্রেস। রবিবার নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু অন্য কোনও দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি। ফলে তৃণমূলের ৬ জন প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.