ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে সাংবাদিক এবং সমাজসেবীদের নিয়ে এক প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বসিরহাটের সংগ্রামপুরের সাহিত্য সংঘের মাঠে। রবিবার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার মিহির বসু, প্রখ্যাত ফুটবলার তপন বসু, বসিরহাটের এসডিপিও আনন্দ সরকার, আইসি শুভাশিষ বনিক, চিত্রশিল্পী সুধীর সরকার, চলচিত্র ও দুরদর্শন শিল্পী রাজা চট্টোপাধ্যায়, সোমা চক্রবর্ত্তি, শর্মিষ্টা পাল, সোমা গুপ্ত প্রমুখ। |
এ দিনের খেলায় দু’পক্ষের খেলোষাড়দের মধ্যে জয়ের জন্য রীতিমত লড়াই করতে দেখে উপস্থিত মাঠ ভর্তি দর্শক তাঁদের উৎসাহিত করেন। খেলার প্রথমার্ধে সাংবাদিকদের পক্ষে বিমল বসু এবং প্রবীর মন্ডল গোল করে দলকে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে দেন। খেলার দ্বিতীয়ার্ধে শেষ লগ্নে সমাজসেবী দলের পক্ষে গোল দুটি শোধ করেন শেখর পালিত ও উদয় মন্ডল। ২-২ হয়ে যাওয়ার পর খেলাটি টাইব্রেকার পর্যন্ত গড়ায়। টাইব্রেকারে ৪-১ গোলের ব্যবধানে সমাজসেবী দল জয়ী হয়। সেরা খেলোয়াড় হিসাবে উভয় দলের বিমল বসু এবং শেখর পালিত সহ খেলায় অংশগ্রহণকারী উভয়দলের খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। দুই দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিরা। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন সুকমল বসু, সুশান্ত ভট্টাচার্য, স্বপন মন্ডল, নারান ঘটক। উদ্যেক্তাদের পক্ষে বিশ্বনাথ সানা, সুরেশ মন্ডল বলেন,“সাংবাদিকরা সব সময়ে বিভিন্ন সংবাদ পরিবেশন করে আমাদের সমৃদ্ধ করেন। তাঁদের সঙ্গে সমাজের বিভিন্ন পেশায় যুক্ত বিশিষ্টদের নিয়ে খেলা আসলে সকলকে আনন্দ দিতে এবং ফুটবলকে জনপ্রিয় করতে আমাদের এই আয়োজন। প্রতি বছর যাতে এমন খেলার আয়োজন করা যায় তার চেষ্টা করা হবে।” |