“কাঁধের অস্ত্রোপচারের পর আম্তর্জাতিক ক্রিকেটে ফিরেই বড় রান পাওয়াটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। ভারতের ইনিংসকে ভাল ‘স্টার্ট’ দেওয়াটাও আমার দিক থেকে খুব দরকার ছিল,” এ দিন বলেছেন সহবাগ। সঙ্গে যোগ করেছেন, “অস্ট্রেলিয়ায় মোটেও ভাল রান করতে পারিনি। সামনের কয়েক মাস আমরা প্রচুর টেস্ট আর ওয়ান ডে খেলব বিভিন্ন দেশের বিরুদ্ধে। সে জন্য প্রথম ম্যাচটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। গত পরশুর ইনিংসটা খেলে আমি যথেষ্ট খুশি।” মাত্র চার রানের জন্য সেঞ্চুরি ‘মিস’ করলেও সহবাগের আক্ষেপ নেই। বলেছেন, “নিজের সেঞ্চুরি এল কি না, তার চেয়ে আমার কাছে অনেক বেশি গুরুত্বের, দলকে ভাল ‘স্টার্ট’ দিতে পারলাম কি না। নিজের ব্যাটিং নিয়ে বলতে পারি, কালকের ম্যাচেও বড় রানের আশা করছি।”
টস নিয়ে তিনি বলছেন, “মঙ্গলবারও আমরা আগে ব্যাট করার সুযোগ পেলে তো কথাই নেই। তিনশোর ওপর রান তুলে শ্রীলঙ্কার ওপর আবার চাপ তৈরি করা যেতে পারে। তবে ফ্লাডলাইটে ব্যাট করাটাও এখানে যে তেমন সমস্যা নয় সেটা আগের ম্যাচে সঙ্গকারা ১৩৩ করে দেখিয়েছে।” সে দিন ডেথ ওভারে ভারতীয় বোলিংকে ফের আলগা দেখানো নিয়েও সহবাগ চিন্তিত নন। “এখন টি-টোয়েন্টির যুগ। ৫০ ওভারের ম্যাচেও সব দল জেনে গেছে কী ভাবে তিনশোর বেশি রান তাড়া করতে হয়। ফলে ডেথে ৮, ৯ কিংবা ১০ আস্কিংরেট তাড়া করতেও কেউ ভয় পাচ্ছে না। বরং আমাদের বোলারদের প্রশংসা প্রাপ্য যে, ওরা টার্গেটের ২১ রান আগে শ্রীলঙ্কাকে আটকে রেখেছিল।” সহবাগ বরং চিন্তিত আগের ম্যাচে ভারতের স্লো ওভার রেট নিয়ে। যার জন্য অধিনায়ক ধোনির জরিমানা করেছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। “ড্রেসিংরুমে বারবার এটা নিয়ে আলোচনা করছি। আশা করি দ্বিতীয় ম্যাচেই শুধরে নেব,” বলেছেন সহবাগ। |