টুকরো খবর
ঘরের মাঠে ইনিংসে হার এক নম্বরের
বিধ্বংসী স্টেইন। সোমবার ওভালে। ছবি:রয়টার্স।
টেস্টে বিশ্বের এক বনাম দুইয়ের লড়াইয়ে এক নম্বর ঘরের মাঠে ইনিংস ও ১২ রানে হেরে গেল। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে দক্ষিণ আফ্রিকা শুধু ১-০ এগিয়েই থাকল না, অ্যান্ড্রু স্ট্রসের দলের কাছ থেকে বিশ্বসেরার শিরোপা কেড়ে নেওয়ার দিকেও এগিয়ে গেল। লন্ডন অলিম্পিকের প্রাক্কালে গত চার বছরের খতিয়ান নিলে ইংল্যান্ডের এটা শেষ ২৫ টেস্টে মাত্র তৃতীয় হার। স্ট্রসরা এর মধ্যে ১৭টা টেস্টই জিতেছেন। ঘরের মাঠে ২০০৮ থেকে টানা ৭ সিরিজে জয়ী। ওভালে সব কীর্তি জলাঞ্জলি গেল গ্রেম স্মিথের দলের দাপটের সামনে। আজকের আগে ঘরের মাঠে ইংল্যান্ড টেস্টে শেষ হেরেছিল ২০১০-এ পাকিস্তানের কাছে, ওভালেই। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক স্মিথের এটা শততম টেস্ট ছিল। ব্যাটে তিনি এবং কালিস-আমলা জুটি যেমন নিজেদের দলের শক্ত ভিত গড়েছেন সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে। তেমনই বল হাতে বিপক্ষকে ভাঙলেন ডেল স্টেইন, মর্নি মর্কেলরা। প্রথম ইনিংসে মর্কেল চার উইকেট নিয়ে থাকলে দ্বিতীয় ইনিংসে স্টেইন (৫-৫৬) ভয়ঙ্কর হয়ে উঠে একাই ইংল্যান্ডের মিডল অর্ডার গুঁড়িয়ে দেন আজ। আগের দিনের ১০২-৪ থেকে শুরু করে পঞ্চম দিন চা-বিরতির আগেই ইংল্যান্ড ফুরিয়ে গেল ২৪০ রানে। ইয়ান বেল (৫৫) এবং কিছুটা ম্যাট প্রায়র (৪০) পালটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সেটা ইনিংস হার থেকে বাঁচার ক্ষেত্রে যথেষ্ট ছিল না। এক নম্বর দলের ব্যাটিং বিপর্যয়ের ছবিটাকে আরও করুণ করে তুলেছে বিপক্ষের দেওয়া অতিরিক্ত ৩৯ রান। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ‘অতিরিক্ত’ই তৃতীয় সর্বোচ্চ স্কোর! বিশ্বের এক নম্বর ফাস্ট বোলার স্টেইনের পরেই আজ সফল দক্ষিণ আফ্রিকার পাক-জাত লেগস্পিনার ইমরান তাহির (৩-৬৩)। দ্বিতীয় টেস্ট লিডসে ২ অগস্ট থেকে। যে মাঠেই কিনা ইংল্যান্ডের গত চার বছরে মাত্র তিনটি টেস্ট হারের একটি ঘটেছিল। ২০০৯-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইনিংস ও ৮০ রানে পরাজয়!

রাষ্ট্রপতি প্রণবকে আমন্ত্রণ জানাবে সিএবি
আগামী ডিসেম্বরে ইডেনে ভারত-পাকিস্তান ওয়ান ডে ম্যাচের সময় দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে আমন্ত্রণ জানানোর কথা ভাবছে সিএবি। ২০০৪ সালে সিএবি-র বার্ষিক অনুষ্ঠানে প্রণববাবু উপস্থিত ছিলেন। বরাবর ক্রীড়াপ্রেমী হিসেবে পরিচিত নতুন রাষ্ট্রপতিকে সিএবি চাইছে, গুরুত্বপূর্ণ কোনও ম্যাচে নিয়ে আসার। তাঁকে সেখানে সংবর্ধনাও দেওয়া হবে। সিএবি-র যুগ্ম-সচিব বিশ্বরূপ দে বললেন, “এ রকম একটা ভাবনা আছে। উনি এলে আমরা সম্মানিত হব।” এ দিকে, বার্ষিক অনুষ্ঠানে ক্রিকেটারদের পোশাক নিয়ে ফের বিতর্ক এড়াতেও উদ্যোগী হচ্ছে সিএবি। আগামী মরসুম থেকে ক্রিকেটারদের জন্য চালু হতে যাচ্ছে পোশাক-বিধি। সিএবি-র বার্ষিক অনুষ্ঠানে যা পরে আসতে হবে। রবিবার সিএবি-র অনুষ্ঠানের ক্রিকেটারদের পোশাক নিয়ে প্রশ্ন তুলে দেন প্রধান অতিথি বিষেণ সিংহ বেদী। সিএবি কর্তারাও মনে করছেন, বেদী ভুল কিছু বলেননি। গত বছর থেকে ব্যক্তিগত বিভাগে পোশাক-বিধি চালু করেছে সিএবি। কিন্তু টিমের ক্ষেত্রে হয়নি। আগামী বছর থেকে যা চালু হচ্ছে।

বিকল্প লিগে আটটি দল গড়তে চায় রিলায়ান্স
রিলায়ান্স নিজেরাই আটটি ফ্র্যাঞ্চাইজি ক্লাব বানিয়ে আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে বিকল্প ফুটবল লিগ চালু করে দিতে পারে। অবশ্যই এ আই এফ এফের উদ্যোগে। দীর্ঘদিন ধরে নতুন লিগ টানাপোড়েনের পরে আই এম জি আজ মুম্বইয়ে এ নিয়ে আলোচনায় বসছে ফুটবল কর্তাদের সঙ্গে। প্রথম দফায় রিলায়েন্সই ৮টি ক্লাব তৈরি করে ভারতের ‘চ্যাম্পিয়ন্স’ লিগ শুরুর কথা ভাবছে। প্রতিটি ক্লাবের সঙ্গে একটি ভারতীয় শহর ও বিদেশি ক্লাবের নাম যুক্ত করার কথা ভাবা হচ্ছে। পরের বছর রিলায়ান্স ওই ক্লাবগুলোকে বিক্রি করতে পারে। তার জন্য আই লিগ বন্ধ থাকতে পারে। এ দিকে ফেডারেশন ক্লাবগুলোকে অনুরোধ করেছে, ফেডারেশনের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে নেহরু কাপের শিবিরে ১ অগস্ট থেকে ফুটবলার ছাড়তে। চিঠির ভাষায় নরম ক্লাবগুলো রাজি হতে পারে বলে খবর। নতুন লিগ নিয়ে তারা এ আই এফ এফের সঙ্গে আলোচনায় বসছে ৫ অগস্ট। সেখানেই জানা যাবে ক্লাবগুলো কী চায়।

টেস্টেও ফিরছেন গেইল
ক্যারিবিয়ান বোর্ডের সঙ্গে মিটমাটের পরে ওয়েস্ট ইন্ডিজের এক দিনের ও টি-টোয়েন্টি দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ ক্রিস গেইল টেস্ট দলেও ঢুকে পড়লেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠের টেস্ট সিরিজে গেইল খেলবেন। টেস্টে জোড়া ট্রিপল সেঞ্চুরি করা গেইল শেষ টেস্ট খেলেছেন ২০১০-এ শ্রীলঙ্কায়।

সুব্রত সাদার্নে কি না সিদ্ধান্ত আজ
সুব্রত ভট্টাচার্য সাদার্ন সমিতির কোচ হবেন কি না তার সিদ্ধান্ত নেবেন আজ। তাঁর শর্ত, ফুটবলার দেখে পছন্দ হলে তবেই তিনি কোচিংয়ের দায়িত্ব নেবেন। সোমবার কল্যাণীতে ফুটবলারদের দেখে তিনি সন্তুষ্ট নন। সুব্রত-র বক্তব্য, “ভাল বিদেশি না আনলে কোচিং করাব না।” আজ, মঙ্গলবার আর এক বার তিনি ফুটবলারদের দেখবেন। তার পর জানাবেন চূড়ান্ত সিদ্ধান্ত।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.