মেদিনীপুর শহরের অরবিন্দনগরের মাঠে জবরদখল উচ্ছেদে পদক্ষেপ শুরু করল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। সোমবার এক নোটিস জারি করে প্রশাসন জানিয়েছে, চলতি মাসের ২৭ তারিখের মধ্যে সরকারি জায়গার দখল ছেড়ে দিতে হবে। নচেৎ আইনি পদক্ষেপ করা হবে। মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক সুরজিৎ রায় বলেন, “২৭ জুলাইয়ের মধ্যে সরকারি জায়গা খালি করে দেওয়া না-হলে আইনি পদক্ষেপ করা হবে।” অরবিন্দনগরে একটি খেলার মাঠ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত ২-৩ বছর ধরে মাঠের একাংশ বেআইনি ভাবে দখল করা হচ্ছে। ইতিমধ্যে মাঠের একটা বড় অংশই দখল হয়ে গিয়েছে। সেখানে বসতি গড়ে তোলা হয়েছে। শুরু থেকেই বিষয়টি নিয়ে স্থানীয়রা সোচ্চার হয়েছিলেন। তবে প্রশাসন সে ভাবে পদক্ষেপ করেনি বলে অভিযোগ। স্থানীয়দের বক্তব্য, বাম-আমলে শাসক ফ্রন্টের শরিক ফরওয়ার্ড ব্লকের মদতেই খেলার মাঠ বেআইনি ভাবে দখল করা হয়েছে। চলতি বছরের মে মাস থেকে মাঠ দখলমুক্ত করতে ফের আন্দোলনে নামেন স্থানীয়রা। গত ১৯ মে শহরে ৬ ঘণ্টার বন্ধেরও ডাক দেওয়া হয়। যে এলাকার বিষয় নিয়ে স্থানীয় মানুষ বন্ধের ডাক দিয়েছিলেন, সেই অরবিন্দনগর ও তার আশপাশে বন্ধের ভাল প্রভাবও পড়েছিল। তার আগে মাঠের পরিস্থিতি নিয়ে গত ১৫ মে মেদিনীপুরে এক সর্বদল বৈঠক হয়। জেলা প্রশাসন সূত্রে খবর, সরকারি জায়গা জবরদখল করে যাঁরা রয়েছেন, তাঁদের আগেই নোটিস দেওয়া হয়েছিল। শুনানিতেও ডাকা হয়েছিল। তবে কেউই সেখানে এসে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি। এর পরেই উচ্ছেদের জন্য পদক্ষেপ শুরু করে প্রশাসন। সোমবার দখলদারদের কাছে নোটিস পাঠিয়ে চলতি মাসের ২৭ তারিখের মধ্যে জায়গা খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। |