রাস্তা সংস্কারের কাজ দ্রুত শুরু করা-সহ বেশ কয়েকটি দাবিতে সোমবার ডেবরার বালিচকে মিছিল করল কংগ্রেস। এ দিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি স্বপন দুবে, সাধারণ সম্পাদক বিকাশ ভুঁইয়া প্রমুখ। মিছিল থেকে বালিচকে প্রস্তাবিত উড়ালপুল তৈরির কাজ দ্রুত শুরু করার দাবিও জানানো হয়। ডেবরা থেকে সবং রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল হয়ে পড়ে রয়েছে। খানাখন্দে ভরা রাস্তার উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলে যানবাহন। মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটে। সব মিলিয়ে এলাকাবাসীর দুর্ভোগের অন্ত নেই। সব মিলিয়ে রাস্তাটির দূরত্ব ২৬.৮ কিলোমিটার। এ বার এই রাস্তা সংস্কারে উদ্যোগী হয়েছে সরকার। নতুন করে রাস্তা তৈরির পাশাপাশি তিনটি নতুন সেতুও তৈরি হবে। সংস্কার করা হবে একটি সেতু। তার জন্য কেন্দ্রীয় সরকার ১০৪ কোটি টাকা মঞ্জুর করেছে। জেলা প্রশাসন সূত্রে খবর, বর্ষার পরেই রাস্তা সংস্কারের কাজ শুরু হয়ে যাবে। কেন্দ্রের বিআরজিএফ প্রকল্পেও কয়েকটি রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। এই সব কাজ দ্রুত শুরু করার দাবিতেই এদিন মিছিল করে কংগ্রেস।
|
খড়্গপুর স্টেশন সংলগ্ন বোগদা থেকে অস্ত্র-সহ ভেনেল সম্মুখা রাও নামে এক যুবককে গ্রেফতার করেছিল খড়্গপুর জিআরপি। তাকে জিজ্ঞাসাবাদ করে কে রাজেশ নামে আরও এক যুবককে গ্রেফতার করা হয়েছে। জিআরপি’র দাবি, জেরায় সম্মুখা জানিয়েছে রাজেশই তাঁকে অস্ত্র দিয়েছিল। এদের সঙ্গে দুষ্টচক্রের যোগ রয়েছে কি না, খতিয়ে দেখছে রেল পুলিশ। শনিবার সন্ধ্যায় বোগদায় উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করছিল সম্মুখা। তাকে দেখে সন্দেহ হয়ে রেল পুলিশ কর্মীদের। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। রবিবার আদালতে হাজির করানো হলে তাকে ৩ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ হয়। ওই যুবককে সঙ্গে নিয়ে এদিন সন্ধ্যা থেকেই কয়েকটি এলাকায় হানা দিয়েছে রেল পুলিশ। ধৃতকে জেরা করে জানা যায়, তার কাছে যে পিস্তল ছিল, তা কে রাকেশ নামে এক যুবক দিয়েছে। এর পরই তল্লাশি চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে রেল পুলিশ।
|
রবিবার খড়্গপুর গ্রামীণ থানার পূর্ব পাথরিতে শেষ হল দু’দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা। শনিবার সুন্দর বয়েজ ক্লাব আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন হিজলি হাইস্কুলের প্রধান শিক্ষক রবিশঙ্কর চট্টোপাধ্যায়। মোট ১৮টি দল এই খেলায় যোগদান করে। রবিবার ফাইনাল খেলায় বিষ্ণুপুরের ইভেনগাওতা ক্লাব, খড়্গপুরের নেতাজি ব্যায়ামাগার ক্লাবকে হারিয়ে জয়ী হয়। ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন জয়ী দলের বীরচাঁদ মাণ্ডি। সুদীপ বেরার পরিচালনায় এ দিনের পুরস্কার বিতরণ সভায় ৫০ জন দুঃস্থ ছাত্রছাত্রীকে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন জহর পাল, সৌরভ বসু, জয়দীপ কুইল্যা, নির্মল টুডু, শিবপ্রসাদ চৌধুরী প্রমুখ।
|
ফের নাবালিকার বিয়ে রুখল প্রশাসন |
গোপন সূত্রে খবর পেয়ে এক নাবালিকার বিয়ে বন্ধ করল পুলিশ-প্রশাসন। সোমবার ঘটনাটি ঘটেছে গোয়ালতোড় ব্লকের শিংলা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই নাবালিকা স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। শালবনি ব্লকের পালুইবনি গ্রামে তার বিয়ে ঠিক হয়েছিল। গোয়ালতোড় ব্লকের বিডিও বিক্রম চট্টোপাধ্যায় ও গোয়ালতোড় থানার আইসি হিরণ্ময় হোড় গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই বিয়ে বন্ধ করেন।
|
রবিবার খড়্গপুর শহরের গেটবাজারে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে সভা করল খড়্গপুর চেম্বার অফ কমার্স। সভায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার পাশাপাশি আগামী দিনে গেটবাজারে চেম্বার অফ কমার্সের নতুন শাখা গঠনের সিদ্ধান্ত হয়। |