এক্সপ্রেস বাসগুলিকে থামতে হবে আখড়া বাসস্ট্যান্ডে। এই দাবিতে প্রায় ৪ ঘন্টা এসটিকেকে রোড (সপ্তগ্রাম-ত্রিবেণী-কালনা-কাটোয়া রোড) অবরোধ করলেন কাটোয়ার আখড়া ও বিষ্ণুপুর গ্রামের বাসিন্দারা। সোমবার সকাল ১০টা থেকে ২টো অবধি অবরোধ করেন তাঁরা। বেলা ২টোর পর পুলিশ ও কাটোয়া ২ ব্লকের বিডিও স্বপনকুমার পাত্র ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের আশ্বাস দেন, বিষয়টি নিয়ে কাটোয়া মহকুমা বাসমালিক সমিতি ও বর্ধমান জেলা আঞ্চলিক পরিবহন দফতরের সঙ্গে কথা বলবে প্রশাসন। এর পরেই অবরোধ উঠে যায়। স্বপনবাবু জানান, “মহকুমাশাসকের কাছে একটি দাবিপত্র জমা দেওয়া হয়েছে।” অবরোধের জেরে সমস্যায় পড়েন যাত্রীরা। প্রচুর মালবাহী গাড়িও ওই অবরোধে আটকে হবে। |
গ্রামবাসীদের অভিযোগ, এত দিন ওই বাসস্ট্যান্ডে এক্সপ্রেস বাস দাঁড়াতো। কিন্তু দু’তিন দিন ধরে বাস দাঁড়াচ্ছে না। কন্ডাক্টর ও বাসচালককে এ ব্যাপারে জিজ্ঞাসা করলেও কোনও সদুত্তর পাওয়া যায়নি। গ্রামবাসীরা জানান, ওই বাসস্টপেজ থেকে দশ-বারোটি গ্রামের বাসিন্দা যাতায়াত করেন। তাঁদের অভিযোগ, সম্ভবত কাটোয়া বাসমালিক সমিতির ‘চাপে’ এক্সপ্রেসগুলি আর দাঁড়াতে চাইছে না। যদিও বাসমালিক সমিতির দাবি, বিষয়টি আঞ্চলিক পরিবহন দফতরের অধীন। কোথায় বাস দাঁড়াবে বা দাঁড়াবে না তা বাসমালিক সমিতি ঠিক করে না। সমিতি সূত্রে জানা যায়, নদিয়া, বর্ধমান, হুগলি, বীরভূম ও মুর্শিদাবাদের মধ্যে সংযোগকারী হল ওই রাস্তাটি। প্রতিদিন লোকাল ও এক্সপ্রেস মিলিয়ে ৬০ থেকে ৬৫ টি বাস যাতায়াত করে ওই রাস্তা দিয়ে। সমিতির নেতা নারায়ণচন্দ্র সেনের ক্ষোভ, “কোনও সমস্যা থাকলে আমাদের জানাতে পারতেন গ্রামবাসীরাা। এ ভাবে যাত্রীদের সমস্যায় ফেলার কোনও মানে হয় না।” |