|
|
|
|
|
|
তিনি বলেন
|
সম্ভ্রমের সঙ্গে সকলের বাঁচার
অধিকারটুকুই হল শেষ কথা। |
লক্ষ্মীনারায়ণ ত্রিপাঠী |
প্রসঙ্গ যৌনকর্মীদের স্বাধীনতা |
|
|
|
|
|
আজ জন্মদিন হলে
পুলকরঞ্জন দেব |
শুভ সংখ্যা: ১, ৪, ৬ ও ৮।
শুভ দিন: রবি, সোম ও শনি।
শুভ রং: সাদা, ধূসর, মেরুন ও আকাশি নীল।
শুভ রত্ন: হিরে, মুক্তো, রক্তপ্রবাল ও গোমেদ।
স্বাস্থ্য মোটামুটি ভালই থাকবে। শারীরিক স্থূলতা বিষয়ে সচেতন হবেন। কর্মক্ষেত্রে প্রতিকূলতার মধ্যে সাফল্য। নৈরাশ্য থেকে মুক্তি ও দক্ষতার স্বীকৃতি লাভ। আয় ভাল হলেও ব্যয়াধিক্যে সঞ্চয় তেমন হবে না। আবেগের বশে কোনও কাজ করবেন না। ব্যবসায় কষ্টসাধ্য সাফল্য। ব্যবসায়ীরা ঋণ শোধ না-করার জন্য আইনি সঙ্কটে পড়তে পারেন। জনহিতৈষী কাজে যশ ও সম্মান বাড়বে। দাম্পত্য জীবনে ব্যক্তিত্বের সংঘাতে যাবেন না। |
|
|
|
সতর্ক থাকুন |
|
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়ে দিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে। |
|
|
|
|
|
৫০ বছর আগে
|
দীর্ঘ প্রতীক্ষা
এদিকে ওদিকে উদ্বিগ্ন মানুষের জটলা। এনকোয়ারির সামনে, প্ল্যাটফর্মের বড় ঘড়ির নীচে, এমনকি হাওড়া স্টেশনের সামনের বাস স্ট্যান্ডে। তাঁদের অধিকাংশ পাঞ্জাবী। উদ্বেগ ও অশান্ত ব্যাকুলতায় নিমগ্নকণ্ঠ। তাঁরা অমৃতসর-হাওড়া মেলের হতভাগ্য যাত্রীদের পরিজনবৃন্দ। খবর চাই। এনকোয়ারির টেলিফোন ঝন ঝন করে উঠছে একই প্রশ্নে। অমৃতসর-হাওড়া মেল কখন পৌঁছবে? কতজন মারা গেছে? এই নামে কেউ নিহতদের তালিকায় আছে?
— আনন্দবাজার পত্রিকা, ২৩ জুলাই ১৯৬২। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|