‘অন্বেষণ’ নামের মধ্যেই লুকিয়ে রয়েছে খোঁজা শব্দটি। সিউড়ির ওই সাংস্কৃতিক সংস্থাটি বাস্তবিক খুঁজে বেড়ায় বীরভূম জেলার উঠতি প্রতিভাদের। গত ১৭ বছর ধরে বহু নতুন সঙ্গীত শিল্পীকে ওই সংস্থা পরিচিতি দিয়েছে নানা গানের অনুষ্ঠানের মাধ্যমে। গত ১৫ জুলাই স্থানীয় ডিআরডিসি হলে ওই সংস্থা আয়োজন করেছিল পুরনো হিন্দি গানের রিমেক অনুষ্ঠানের। সেখানে সিউড়ির সাওড়াকুড়ি গ্রামের চতুর্থ শ্রেণির ছাত্রী সুমনা মণ্ডলের গান শ্রোতাদের মনে ধরে। সিউড়িরই সদ্য তরুণ প্রণয় ভট্টাচার্য ও তাঁর মা প্রীতিকণা ভটাচার্যের ‘ডুয়েট’ গানও শ্রোতাদের মন জয় করে নেয়।
|
সিউড়ির আলোক ঘোষদস্তিদার গত ১৭ বছর ধরে নানা ধরনের নৃত্যের প্রশিক্ষণ দিয়ে আসছেন। বর্তমানে ১৮০ জন বিভিন্ন বয়সের ছাত্রছাত্রী প্রশিক্ষণ নিচ্ছেন। তবে ইতিপূর্বে তাঁর প্রশিক্ষিত ছাত্র-ছাত্রীর সংখ্যা কয়েকশো ছাড়িয়েছে। তাঁরা অনেকেই এখন বিভিন্ন জায়গায় নৃত্যের প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। আলোকবাবু আদতে কত্থক শিল্পী। তিনি ব্রজেন মুখোপাধ্যায় ও পারমিতা মৈত্রের কাছে প্রথমে তালিম নিয়েছেন। তাঁর নৃত্যের কোরিওগ্রাফি যথেষ্ট দৃষ্টিনন্দন। ছাত্রছাত্রীদের নিয়ে রবীন্দ্রনাথের ভানুসিংহের পদাবলী, চণ্ডালিকা- অন্য মাত্রায় উপস্থাপন করেছেন। এ ছাড়াও বিভিন্ন বিষয়ের উপর বেশ কিছু নৃত্য নাট্য ও নাচের অনুষ্ঠান করেছেন।
|
• বাউল গানের মাধ্যমে জেলার বিভিন্ন গ্রামে সচেতনতা প্রচার করার কর্মসূচি নিয়েছে স্বাস্থ্য দফতর। সম্প্রতি শান্তিনিকেতনের পারুলডাঙ্গার বাউল শিল্পীদের একটি দল পুরুলিয়ার চাষমোড়, গোলামারা, গাড়াফুসড়-সহ বিভিন্ন গ্রামে আন্ত্রিক, এড্স, ম্যালেরিয়া রুখতে কী কী সচেতনতা নিতে হবে, প্রসূতি ও শিশুর যত্ন কেমন ভাবে নিতে হবে তা গানে গানে গ্রামবাসীদের কাছে উপস্থাপন করেছেন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক স্বপনকুমার ঝরিয়াত জানান, রোগ প্রতিরোধে মানুষের সচেতনতা বেশি করে প্রয়োজন। শিল্পের মাধ্যমে মানুষজনের কাছে এই বার্তা সহজে পৌঁছবে বলেই তাঁরা মনে করছেন।
|
• বাঁকুড়া শিল্পী সংসদের পরিচালনায় গত ১৫ জুলাই রবীন্দ্র ভবনে এক নৃত্যানুষ্ঠান হয়ে গেল। বিভিন্ন বয়সের অনেক শিল্পী তাঁদের নাচ মঞ্চস্থ করেন। রবীন্দ্র ও নজরুল নৃত্য পরিবেশিত হয়। |