টুকরো খবর
মহিলা-নিগ্রহে ধৃত আরও ২
ভবানীপুরে মহিলা-নিগ্রহের অভিযোগে গ্রেফতার হয়ে জামিনে মুক্তি পেলেন আরও দুই অভিযুক্ত। ধৃতদের নাম পারুল মণ্ডল ও চঞ্চল নায়েক। দু’জনেরই বাড়ি বেলতলার পেয়ারাবাগান বস্তিতে। পুলিশ জানায়, রবিবার তাঁরা ভবানীপুর থানায় আত্মসমর্পণ করেন। পরে তাঁদের গ্রেফতার করে আদালতে পাঠানো হলে বিচারক তাঁদের জামিনে মুক্তি দেন। বৃহস্পতিবার শরৎ বসু রোডে গাড়িতে ধাক্কা লাগা নিয়ে এক দম্পতির সঙ্গে বচসায় জড়ান বিকাশ শাহ নামে এক অটোচালক। ওই দম্পতির অভিযোগ, বিকাশ ও তাঁর কিছু সঙ্গী মিলে তাঁদের মারধর করেন। পুলিশ অটোটি আটক করলেও বিকাশকে ধরতে পারেনি। শুক্রবার সরাসরি আদালতে আত্মসমর্পণ করে জামিনে মুক্তি পান বিকাশ। দম্পতির অভিযোগ, বিকাশের সঙ্গে পারুল ও চঞ্চলও তাঁদের মারধর করে। এত দিন ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হল না কেন? পুলিশ জানিয়েছে, ওই দম্পতির অভিযোগে নির্দিষ্ট কোনও নাম ছিল না। পারুল ও চঞ্চল ওই ঘটনায় জড়িত হিসেবে নিজেরাই ধরা দেন।

কাল উত্তম স্মরণ এগোল এক ঘণ্টা
মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে প্রণব মুখোপাধ্যায়ের রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যেতে হবে। সেই কারণে রাজ্য সরকার আয়োজিত উত্তমকুমারের স্মরণে চলচ্চিত্র শিল্পে পুরস্কার প্রদানের অনুষ্ঠানের সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। মঙ্গলবার উত্তমকুমারের প্রয়াণ দিবসে সায়েন্স সিটি অডিটোরিয়ামে এই অনুষ্ঠান সন্ধ্যা ৬টার পরিবর্তে বিকেল ৫টায় হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রথম চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত শিল্পী, কলাকুশলীদের পুরস্কৃত করা হবে। মুখ্যমন্ত্রীই অনুষ্ঠানে প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেবেন। কিন্তু ওই দিন রাতেই মুখ্যমন্ত্রীকে দিল্লি চলে যেতে হবে বলে অনুষ্ঠানের শুরুর সময় এক ঘণ্টা এ গিয়ে আনতে হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। আগামী বুধবার দিল্লিতে রাষ্ট্রপতি পদে প্রণববাবু শপথ নেবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন প্রণববাবু। রবিবার বিকালে প্রণববাবু নিজে কালীঘাটে ফোন করেছিলেন মমতাকে। প্রণববাবুর আমন্ত্রণ পেয়েই অরূপ ও চলচ্চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তীকে অনুষ্ঠানের সময় এগিয়ে আনার ব্যবস্থা করতে বলেন মুখ্যমন্ত্রী। পরে হরনাথবাবু জানান, সংশ্লিষ্ট সকলকেই অনুষ্ঠানের সময় পরিবর্তনের বিষয় জানিয়ে দেওয়া হচ্ছে। উল্লেখ্য, এ বারই প্রথম রাজ্য সরকারের পক্ষ থেকে উত্তমকুমারের প্রয়াণ দিবসে শিল্পী ও কলাকুশলীদের পুরস্কৃত করা হবে। সারা জীবনের কাজের স্বীকৃতি হিসাবে সৌমিত্র চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যয় ও সুপ্রিয়া চৌধুরীকে পুরস্কৃত করা হবে। অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তীকে দেওয়া হবে ‘মহানায়ক ২০১২’ সম্মান। এ ছাড়া অনুষ্ঠানে আরও আরও ৪৩ জন চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীকেও সম্মান জানানো হবে।

থানা ঘেরাও, বিক্ষোভ
নিমতা থানা ঘেরাও করে রবিবার এক ঘণ্টা অবরোধ-বিক্ষোভ করলেন কংগ্রেস কর্মী-সমর্থকেরা। অভিযোগ, এ দিন স্থানীয় কংগ্রেস নেতা শক্তি মৈত্র নিমতা থানার লক-আপে এক যুবকের সঙ্গে কথা বলার সময়ে আইসি তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। খবর পেয়ে প্রায় শ’খানেক কর্মী-সমর্থক থানা ঘেরাও করেন। ঘটনাস্থলে পৌঁছন বেলঘরিয়ার সহকারী পুলিশ কমিশনার (২) মৌমিতা বিশ্বাস। শক্তিবাবুর অভিযোগ, “থানায় এক অফিসারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ধৃত যুবক আমার পরিচিত। তাঁর সঙ্গে কথা বলার সময়ে আইসি আমাকে ঘাড়ধাক্কা দিয়ে বার করে দেওয়ার হুমকি দেন।” পুলিশের অবশ্য দাবি, অনুমতি ছাড়া লক-আপে কারওর সঙ্গে কথা বলা বেআইনি। আইসি ওই নেতাকে বারণ করায় তিনি শক্তি প্রদর্শনের হুমকি দেন।

মারধরের অভিযোগ
পূর্ব যাদবপুরে সিপিএম কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। পুলিশের কাছে অভিযোগে সিপিএম জানায়, শনিবার একটি ক্লাবের সামনে ২১ জুলাই উপলক্ষে বেদী গড়ছিলেন তৃণমূল সমর্থকেরা। রাস্তার ধারে সেটি তৈরিতে আপত্তি করা হয়। অভিযোগ, তারই জেরে ধর্মতলায় সমাবেশের পরে ফিরে তৃণমূল কর্মী-সমর্থকেরা সিপিএম সমর্থকদের উপরে চড়াও হন। যাদবপুরের সিপিএম-এর লোকাল কমিটি সদস্য মানস দাশগুপ্ত মারধরে জখম হন। অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল যুব সভাপতি পিনাকী দেব বলেন, “বেদী বসাতে বাধা দেন সিপিএম সমর্থকেরা। তা নিয়ে স্থানীয়দের সঙ্গে ওঁদের ঝামেলা হয়।”

সেনারা কামরায় ওঠায় বিক্ষোভ
ট্রেনের সাধারণ কামরায় কয়েক জন ফৌজি উঠে পড়ায় রবিবার রাতে শিয়ালদহ স্টেশনে এক দল যাত্রী বিক্ষোভ দেখান। রেল পুলিশ সূত্রের খবর, ৯এ প্ল্যাটফর্মে পদাতিক এক্সপ্রেসের সাধারণ কামরায় ওঠার জন্য যাত্রীদের লাইন ছিল। তাঁদের অনেকেই ২১ জুলাইয়ের মিছিলফেরত তৃণমূল-সমর্থক। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেই এক দল ফৌজি সাধারণ কামরায় ওঠায় কিছু যাত্রী ক্ষুব্ধ হন। তৃণমূল-সমর্থক বলে পরিচয় দিয়ে স্লোগান দিতে থাকেন তাঁরা। দাবি ওঠে, ফৌজিদের সরাতে হবে। ট্রেনটি ছাড়ার কথা ছিল রাত ১০টা ৫৫ মিনিটে। কিন্তু বিক্ষোভে আটকে থাকে। দলীয় সমর্থকদের ঘরে ফেরানোর তদারকিতে ব্যস্ত তৃণমূল নেতা অলক দাস ফৌজিদের জন্য অন্য কামরায় জায়গার ব্যবস্থা করেন। ১১টা ৩৮ মিনিট নাগাদ ট্রেনটি ছাড়ে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.