আজ সিএবি-র বার্ষিক অনুষ্ঠান
রঞ্জিজয়ীদের সংবর্ধনা দিয়ে লক্ষ্মীদের উদ্বুদ্ধ করার চেষ্টা’
দু’বছরে তিনটে জাতীয় ট্রফি ঘরে তোলার পরে এ বার রঞ্জি জেতার লক্ষ্যে অভিনব পদক্ষেপ নিল সিএবি। নতুন মরসুম শুরুর আগে বাংলার ক্রিকেটারদের উদ্বুদ্ধ করতে তাঁদের সামনে নিয়ে আসা হচ্ছে ১৯৮৯-’৯০ রঞ্জি জয়ী দলকে। আজ রবিবার, সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।
বাংলার রঞ্জি চ্যাম্পিয়ন দলের অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়-সহ আমন্ত্রণ জানানো হয়েছে দলের বাকি সদস্যদের। এঁরা হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, অরুণলাল, প্রণব রায়, ইন্দুভূষণ রায়, রাজা বেঙ্কট, অশোক মলহোত্র, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, শরদিন্দু মুখোপাধ্যায়, উৎপল চট্টোপাধ্যায়, অরূপ ভট্টাচার্য, অনুপ দাস, দত্তাত্রেয় মুখোপাধ্যায়, রাজীব শেঠ, সাগরময় সেনশর্মা, গৌতম সোম (জুনিয়র), দীপ্তেশ পাকড়াশি এবং সৈকত মুখোপাধ্যায়। পাশাপাশি রঞ্জিজয়ী টিমের কোচ পলাশ নন্দী এবং ম্যানেজার স্বপন মুখোপাধ্যায়কেও সংবর্ধনা দেওয়া হবে। ক্রিকেটারদের মধ্যে অরুণলাল শ্রীলঙ্কা সফরে ধারাভাষ্য দিচ্ছেন বলে আসতে পারবেন না। অশোক মলহোত্র দিল্লিতে। সৌরভ-স্নেহাশিসের বাবা অসুস্থ বলে তাঁদের মধ্যে যে কোনও একজন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।
সিএবি-র এই পদক্ষেপে বাংলার তরুণ প্রজন্মের উন্নতি হবে বলে মনে করছেন রঞ্জিজয়ী অধিনায়ক সম্বরণ। তাঁর কথায়, “২৩ বছর আগে চ্যাম্পিয়ন হয়েছিলাম আমরা। এখনকার অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৬ ক্রিকেটাররা তো সে সব কথা জানেই না। ওদের সামনে বাংলা ক্রিকেটের ইতিহাস তুলে ধরতে পারলে খুব ভাল হবে।” কিন্তু রঞ্জি ট্রফি কি এ বার বাংলায় আসবে? “এই বাংলা দলের কাছে রঞ্জি জেতাটা স্রেফ সময়ের অপেক্ষা। আমি তো বলব প্রতিভার বিচারে এখনকার দলটা আমাদের চ্যাম্পিয়ন দলের থেকে এগিয়ে,” জবাব সম্বরণের।
সম্বরণ-সৌরভদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি রবিবার সম্মানিত করা হবে বিজয় হাজারে এবং দলীপ ট্রফি জয়ীদেরও। ক্রিকেটারদের এক লক্ষ টাকা করে দেওয়া হবে। দলের সাপোর্ট স্টাফরা পাবেন ৫০ হাজার টাকা। সংবর্ধনা দেওয়া হবে বিশ্বের প্রথম মেয়ে ক্রিকেটার হিসেবে দু’শো আন্তর্জাতিক উইকেট নেওয়া ঝুলন গোস্বামীকেও।
এ দিকে, রঞ্জি ট্রফিতে প্রথম ম্যাচেই গত বারের চ্যাম্পিয়ন রাজস্থানের সামনে পড়ল বাংলা। মনোজদের রঞ্জি অভিযান শুরু ২ নভেম্বর, ইডেনে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.