শততম টেস্টে স্মিথের সেঞ্চুরি
সংবাদসংস্থা • লন্ডন |
নিজের শততম টেস্টে সেঞ্চুরি করার বিরল নজির গড়লেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক গ্রেম স্মিথ। ওভালে প্রথম টেস্টে ইংল্যান্ডের ৩৮৫ রানের জবাবে স্মিথ (১৩১) ও হাসিম আমলার (১৮৩ ব্যাটিং) জোড়া সেঞ্চুরির দাপটে দক্ষিণ আফ্রিকা তৃতীয় দিনের শেষে ৪০৩-২। আমলার সঙ্গে ক্রিজে জাক কালিস (৮২ ব্যাটিং)। স্মিথ ছুঁলেন কাউড্রে, মিয়াদাঁদ, গ্রিনিজ, স্টুয়ার্ট, ইনজামাম, পন্টিংয়ের (দু’ইনিংসেই সেঞ্চুরি) শততম টেস্টে সেঞ্চুরি করার নজিরকে।
|
সুনীল খেললেন, টিমও জিতল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পর্তুগালে খেলতে গিয়ে প্রথম একটি টুর্নামেন্টে খেলার সুযোগ পেলেন সুনীল ছেত্রী। তবে তা ‘বি’ টিমের হয়ে। গোল করতে পারেননি। স্পোর্টিং ক্লুব দ্য পর্তুগালের ‘বি’ টিমের হয়ে বিরতির পর পুরো সময় খেললেন ভারত অধিনায়ক। মধ্য পর্তুগালের ভিসেউ শহরের একটি টুর্নামেন্ট ‘ফুটবল সামার কাপ’-এর প্রথম ম্যাচে সুনীলের দল জিতল ৪-১ গোলে। প্রতিপক্ষ ছিল অ্যাসোসিয়েকাও অ্যাকাডেমিকা দে কোয়েম্ব্রার বিরুদ্ধে। বিরতির সময় সুনীলের দল এগিয়েছিল ২-০ গোলে। প্রথম পর্বে এগিয়ে থাকার পর স্পোর্টিং ক্লুবের কোচ আন্দ্রাদে দ্য ক্রুজ পুরো দলই বদলে দেন। সেই দলের নামার সুযোগ পান সুনীল। ক্লুব কোচ বললেন, “প্রস্তুতি হিসাবে এই টুর্নামেন্ট আমাদের কাছে গুরুত্বপূর্ণ।” এ দিকে আই লিগ ক্লাব জোটের সঙ্গে ফেডারেশনের সভা পিছিয়ে গেল। প্রাথমিক ভাবে ঠিক ছিল ২৪ জুলাই সভা হবে। কিন্তু ক্লাবগুলির দাবির ব্যাপারে কী উত্তর দেওয়া হবে তা এখনও ঠিক করতে পারেনি লিগের স্পনসর আই এম জি। ফলে সভা হবে ৬ অগস্ট। তার আগে জাতীয় শিবিরে অবশ্য ফুটবলার ছাড়বে না ক্লাবগুলি।
|
নেইমারদের সহজ জয়
সংবাদসংস্থা • লন্ডন |
প্রথম অলিম্পিক সোনার সন্ধানে ব্রাজিলের প্রস্তুতি যে ঠিকঠাক-ই এগোচ্ছে তা নেইমাররা বোঝালেন শুক্রবার রাতে। প্রস্তুতি ম্যাচে গ্রেট ব্রিটেনকে ২-০ হারাল ব্রাজিল। গোল করলেন সান্দ্রো এবং পেনাল্টি থেকে নেইমার। দু’টি গোলই প্রথমার্ধে। দামিয়াও-নেইমাররা আরও সুযোগ পেয়েছিলেন গোল করার। গ্রেট ব্রিটেন তেমন একটা সুযোগ পায়নি।
|
নজির গড়লেন জীব, অনির্বাণ
সংবাদসংস্থা • লিথাম সেন্ট অ্যানস |
অলিম্পিকের মরসুম হলেও ব্রিটেনের মাটিতে আপাতত নজর কাড়ছেন ভারতীয় গল্ফাররা। ব্রিটিশ ওপেন গল্ফে প্রথম বার কাট পেয়ে জীব মিলখা সিংহ তো একটা ব্যক্তিগত নজিরই গড়ে ফেললেন। জীবই একমাত্র ভারতীয় গল্ফার যিনি চারটি মেজর টুর্নামেন্টেই কাট পেলেন। অন্য দিকে, ব্রিটিশ ওপেনে স্বপ্নের অভিষেক চলছে অনির্বাণ লাহিড়ীর। প্রথম চেষ্টায় তিনি শুধু কাট-ই পাননি, শনিবার হোল-ইন-ওয়ান করে রীতিমতো সাড়া ফেলেছেন।
|
ধোনিকে সতর্ক করলেন আজহার
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
মহেন্দ্র সিংহ ধোনিকে সতর্ক করে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। আজহার মনে করছেন, সতীর্থদের সম্পর্কে ধোনি খুব বেশি বেফাঁস মন্তব্য করে ফেললে সেটা ড্রেসিংরুমের সুস্থ পরিবেশকে নষ্ট করে দিতে পারে। শনিবার এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন ভারত অধিনায়ক আজহার বলেছেন, “বুঝেশুনে কথা বলা উচিত ধোনির। এই ভারতীয় দলে প্রচুর ক্রিকেটার আছে যারা কুড়ি বছরেরও বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। ওর একটা বিতর্কিত মন্তব্যের জের বেশ খারাপ দিকে ঘুরে যেতে পারে।”
|
চ্যাম্পিয়ন ঋতুপর্ণা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
অনূর্ধ্ব ১৭ অল ইন্ডিয়া জুনিয়র মেজর র্যাঙ্কিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল বাংলার ঋতুপর্ণা দাস। মধুবনিতে ফাইনালে তিনি ২১-১১, ২১-১৬ হারান রুতভিকা শিবানীকে।
|
• আজ রবিবার শুরু দু’দিনের কলকাতা জেলা সাঁতার প্রতিযোগিতা। পদ্মপুকুরে। আয়োজক কলকাতা ডিস্ট্রিক্ট সুইমিং অ্যাসোসিয়েশন।
• ভেটেরান্স ক্লাবের জুনিয়র ক্যাম্পের জন্য ৮-১২ বয়সী ফুটবলারদের ট্রায়াল ২৮-২৯ জুলাই সকালে নিজেদের মাঠে। |