এক ঝলকে...
পৃথিবী
দামাস্কাস ইসলামাবাদ অরোরা কাবুল কায়রো
এ বার দামাস্কাসের বুকের উপর হিংসার তাণ্ডব। গত ছয় দিন একনাগাড়ে বোমা গুলি রক্তক্ষয় চলছে বিদ্রোহী বনাম সিরীয় সেনাবাহিনীর মধ্যে। শহরের কেন্দ্রস্থল দাউদাউ করে জ্বলছে। (ছবিটি টিভি-র সম্প্রচার থেকে) মানুষ পালাচ্ছেন যে দিকে সম্ভব। প্রতিরক্ষা-মন্ত্রীকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হল। এ দিকে রাষ্ট্রপুঞ্জে নিরাপত্তা পরিষদে প্রেসিডেন্ট আসাদের ত্রাণকর্তা রাশিয়া ও চিন সিরিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রস্তাবে আবার ভেটো দিল। অগত্যা রাষ্ট্রপুঞ্জ সিরিয়া অবজার্ভার মিশনের মেয়াদই খানিক বাড়াল।

• “আমি ভাবছি লোকটি বাজি ফাটাচ্ছে। নিজে বুলেটবিদ্ধ হওয়ার আগে অবধি এটাই ভেবে গিয়েছি,” বললেন অন্যতম আহত ব্যক্তি। কলোরাডো প্রদেশের অরোরা শহরে সিনেমাহলের ট্র্যাজেডির প্রত্যক্ষদর্শীরাও নিজেদের চোখ-কানকে বিশ্বাস করতে পারছেন না। ১২ জন নিহত, জনা-চল্লিশ মৃত্যুর সঙ্গে লড়ছেন।

• ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্যামেরন, পাক প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরফ, আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই বৈঠক করলেন কাবুলে। নতুন পাক প্রধানমন্ত্রীর প্রাথমিক ‘সামাজিকতা’, যাকে বলে ‘পি আর’। ক্যামেরন মনে করিয়ে দিলেন, তাঁদের তিন জনের সামনে ‘একই শত্রু’।

• প্যালেস্তাইনের প্রতি নতুন মিশরের দায়বদ্ধতার বার্তা দিতে নতুন প্রেসিডেন্ট মহম্মদ মুর্সি ও হামাস-এর বৈঠক। এত বছরের নিরপেক্ষতার পর নতুন ভূমিকায় মিশর।

• রাজনীতিক হতে গেলে দুমুখো হওয়াটা খুবই জরুরি! পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বিচক্ষণ রাজনীতিক। তাই ভারত বিষয়ে গত সপ্তাহে একই সঙ্গে দুই বার্তা তাঁর দুই মুখে। বার্তা এক: ভারত-পাক ক্রিকেট সিরিজ অত্যন্ত শুভ, দুই দেশের মৈত্রীর জন্যে। বার্তা দুই: সিয়াচেন থেকে পাকসেনা সরানোর প্রশ্নই নেই, ভারতের উপর লাগাতার চাপ রাখার প্রয়োজনে।
জোহানেসবার্গ
সমকাম-কে অপরাধ হিসেবে চিহ্নিত করা ভুল। বললেন আর্চবিশপ ডেসমন্ড টুটু। খ্রিস্টধর্মের অভ্যন্তর থেকে এমন বার্তা অতি তাৎপর্যপূর্ণ। কথাটা এসেছিল এইচ আই ভি প্রসঙ্গে। সমকামী পুরুষদের মধ্যে এইচ আই ভি আক্রান্ত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। তার একটা বড় কারণ, বহু দেশে যেহেতু এখনও সমকামকে অপরাধ হিসেবে দেখা হয়, সমকামীরা নিজেদের যৌনতা প্রকাশ করতে ভয় পান। ফলে, এডস-এর বিরুদ্ধে যে প্রতিরোধ ব্যবস্থা অত্যন্ত সহজলভ্য, যেমন কন্ডোম, লুব্রিক্যান্ট সেগুলোও তাঁদের ধরাছোঁওয়ার বাইরে থেকে যায়। তাঁরা রোগ পরীক্ষা করাতেও পারেন না। সমকামকে স্বাভাবিত যৌনতা হিসেবে স্বীকার করে নিলে এঁদের চিকিৎসার মূলধারায় নিয়ে আসা সম্ভব হবে। এডস-এর বিরুদ্ধে লড়াইও অনেক সহজ হবে।
বেজিং
চেন গুয়াংচেং পেরেছেন, আই ওয়াইওয়াই কি পারবেন? চিনের একচ্ছত্রবাদী কমিউনিস্ট শাসনের সমালোচক হিসেবে এই চিনা শিল্পী বিশ্বখ্যাত। তাঁর ওপর সরকারের রোষদৃষ্টিও চিরস্থায়ী। গত বছর তাঁর বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ করে কর্তৃপক্ষ, ২৪ লক্ষ ডলার জরিমানা ধার্য হয়। তার বিরুদ্ধে মামলা করেছিলেন শিল্পী। আদালত তাঁর আবেদন খারিজ করে দিয়েছে। সেই মামলার রায় শোনার জন্য বেজিংয়ে যাওয়ার ছাড়পত্রও পাননি ওয়াইওয়াই। শিল্পী জানিয়েছেন, ফের আবেদন করবেন তিনি। তবে, প্রবল পরাক্রম সরকারের সঙ্গে পেরে উঠতে যে শক্তির প্রয়োজন, তা তাঁর আছে কি?
মায়ামি
এক দশক কেটে গেছে, খোঁজ মেলেনি। এত দিনে হদিশ মিলল ফরাসি চিত্রশিল্পী মাতিস-এর ছবি “ওদালিস্ক আ লা কুলোত রুজ” (ওদালিস্ক ইন রেড প্যান্টস)। অসম্ভব বর্ণময়, সাহসিক ছবিটি ভেনেজুয়েলার মিউজিয়াম থেকে উধাও হয়ে গিয়েছিল দশ বছরেরও বেশি আগে। এ বার ফ্লোরিডা রাজধানী মায়ামির একটি হোটেলে এক মহিলা ও এক পুরুষ ছবিটি বিক্রি করার চেষ্টা করতে পুলিশ তাদের ধরে ফেলে, অমূল্য ছবিটিও পুনরুদ্ধার হয়। ছবিটির মূল্য নাকি কমপক্ষে ত্রিশ লক্ষ মার্কিন ডলার। আঁরি মাতিস-এর ছবি নাকি ছবিচোরদের বিশেষ প্রিয়, এবং চুরি-হওয়া ছবির অধিকাংশ আজও বেপাত্তা। এই মুহূর্তে এফ বি আই-এর তদন্ত-তালিকায় আছে মাতিস-এর আরও পাঁচটি অ্যালবাম, যার মধ্যে আছে বাষট্টিটি ‘স্কেচ’-এর সংগ্রহ।
রাদারফোর্ড কাউন্টি, টেনেসি
মসজিদটি তৈরি হয়ে পড়ে ছিল, তাতে ঢুকতে পারছিলেন না স্থানীয় মুসলিমরা। কাউন্টি প্রশাসন দু’দফায় মামলা করে এর বিরুদ্ধে। প্রথম মামলার দাবি: ইসলাম নাকি কোনও প্রকৃত ধর্মই নয়, এর একমাত্র উদ্দেশ্য মার্কিন সংবিধানের ধ্বংস, ইসলামি আইন প্রতিষ্ঠা। আদালতে সেই মামলা বাতিল হতে আবার নতুন মামলা মসজিদটি নাকি বে-আইনি ভাবে তৈরি। শেষ রক্ষা হল না। আদালতের রায়, মসজিদটি খুলে দিতে হবে।
শেষ পাত
টেট মডার্ন-এ নামছে অন্ধকার। আক্ষরিক অর্থেই। আধুনিক এই শিল্প-সংগ্রহশালায় অন্ধকারে শিল্পদর্শনের ব্যবস্থা হচ্ছে। অবশ্য একেবারে অন্ধকারে নয়। বৈদ্যুতিক আলো নিবে গেলে সৌরশক্তিচালিত লণ্ঠনের আলোয় ছবি দেখবেন দর্শকরা। বিশ্বে প্রায় ১৬০ কোটি মানুষের কাছে এখনও বিদ্যুৎ পৌঁছোয়নি। তাদের জন্যই এই সৌর-লণ্ঠন। এই মুহূর্তে চিনে তৈরি হচ্ছে কোটি কোটি লণ্ঠন। এই প্রকল্পটিকে স্মরণীয় করে রাখার জন্যই টেট মডার্নে অন্ধকার নেমে আসছে। তবে, কলকাতার যুবভারতী হলে অত কষ্ট করতে হত না। হাজার হাজার দর্শকের সামনে অন্ধকার নামিয়ে আনার অভ্যেস তার বিলক্ষণ আছে!


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.