পঁচিশ শতাংশ ছুঁইছুঁই বেকারত্বের হার ও সরকারি ব্যয় সঙ্কোচের বিরুদ্ধে আম- জনতার উত্তাল প্রতিবাদের মধ্যে সামান্য হলেও স্বস্তি পেল স্পেন। কারণ, ধুঁকতে থাকা স্পেনীয় ব্যাঙ্কগুলিকে অর্থ জোগানোর বিষয়ে অবশেষে ঐকমত্যে পৌঁছলেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর ১৭টি দেশের অর্থমন্ত্রীরা।
তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী, স্পেনের ডুবতে বসা ব্যাঙ্কগুলিকে মূলধন জোগাতে ১২,২০০ কোটি ডলার (৬ লক্ষ ৭১ হাজার কোটি টাকা) পর্যন্ত অর্থ দেওয়া হবে। এই আপৎকালীন ঋণের অঙ্ক ঠিক কত হবে, ব্যাঙ্কগুলির অডিটের পরে তা ঠিক করা হবে সেপ্টেম্বরের মধ্যেই। প্রয়োজন হলে অন্তত প্রথম কিস্তির ৩ হাজার কোটি ডলার চলতি মাসেই জোগানোর পথ খুলে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট মহলের দাবি।
লুক্সেমবুর্গের প্রধানমন্ত্রী তথা ইউরো গ্রুপের প্রেসিডেন্ট জাঁ ক্লদ জাঙ্কার জানান, “শুধু স্পেনের অর্থনীতি নয়, সমগ্র ইউরো-জোনের কথা মাথায় রেখেই স্পেনীয় ব্যাঙ্কগুলিকে মূলধন জোগানোর এই সিদ্ধান্ত।” সরকারি ব্যয় সঙ্কোচের সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই বিক্ষোভে ফুটছে স্পেন। এই মুহূর্তে সে দেশের ব্যাঙ্ক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে দেউলিয়া ঘোষণা করলে, একেবারে বিপর্যস্ত হয়ে পড়বে তার অর্থনীতি। প্রবল রাজনৈতিক সঙ্কটও তৈরি হবে। আর এই দু’য়ের সুনামিই আছড়ে পড়বে টালমাটাল ইউরোপীয় অর্থনীতির উপর। তাই সেই ঝুঁকি এড়াতেই ইউরোপীয় দেশগুলির অর্থমন্ত্রীরা এই সিদ্ধান্ত নিলেন বলে বিশেষজ্ঞদের ধারণা। |