|
|
|
|
|
আপনার মনের কথা ফোন জানে?
একখান জুতসই ফোন থাকলেই জীবন ম্যানেজ,
আর এখন তো ভুলভাল প্রেমও! |
|
প্রথম প্রেম হয়তো, বা সিরিজ প্রেমের কোনও একটা, বিকেল বিকেল আলো পড়ে আসছে, হৃদয়ে ধুকপুক, প্রস্পেকটিভ প্রেমিক/কা হবে কেমন? হয়তো দেখেননি আগে কখনও, শুধু ফোনে ফোনে আর মনে মনে এঁকে নিয়েছেন তার মুখ। আজই সেই বহু অপেক্ষার প্রথম দেখা। ওই তো সে আসছে সে আসছে...
আর এ বারই দুমদাম দড়াম। হায় আল্লা, এ যে দেখি ঘোর মিস্টেক! এমন প্রেম তো আমি চাইনি। সহজ ভাবে বলতে গেলে, ‘ডেট’-এ বেরিয়ে দেখলেন, না জমবে না, বেকার সময় নষ্ট। যে করেই হোক কেটে পড়তে হবে। কিন্তু তেল পুড়িয়ে এতটা এসেছেন, প্লাস ভদ্রতা বলেও তো একটা ব্যাপার আছে, ফলে অমন হট করে চলে যাওয়া যায় নাকি? তা হলে? মুখ তেতো করে ক্রিজ-এ টিকে থাকতে হবে? দায় যেন আমার! |
|
ডেটিং ওয়েবসাইট ই-হারমোনি’র ডিরেক্টর অব প্রডাক্ট ম্যানেজমেন্ট অরবিন্দ মিশ্র, বলছেন ‘মোটেই না, দায় হতে যাবে কেন? ওখান থেকে আপনাকে বের করার দায়িত্ব আমাদের।’ সম্প্রতি অ্যাপেল-এর আই ফোন-এর জন্যে একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম করেছে এই সংস্থা। নাম ‘ব্যাড ডেট রেসকিউ।’
আপনার ফোনে যেমন ক্যালকুলেটর বা অ্যালার্ম ক্লক, ঠিক তেমনি এই ‘ব্যাড ডেট রেসকিউ।’ ডেট-এ যাওয়ার আগেই আপনি এটি চালু করে যেতে পারেন, বলা তো যায় না। আর মোক্ষম সময়ে এই অ্যাপ্লিকেশন আপনাকে বাঁচাবে। কী রকম? এই ধরুন, ঠিক ওই সময়ই আপনাকে হয়তো আপনার মা বা বন্ধু বা পড়শির ফোন থেকে কেউ এক জন ফোন করল। বলল, জলদি আয়, জলের পাইপ ফেটে গেছে বা দিদি’র এই মাত্র লেবার পেন উঠেছে। ব্যস, আর কী, আপনি হইহই করে বাড়ি ছুটবেন। সহজ মুক্তি। কিন্তু একটা চাপ যদি বিপদের দিনে সেও আপনার সঙ্গে আসতে চায়, তখন? |
|
|
|
|
|