মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে জঞ্জালের স্তূপ। ছড়াচ্ছে দুর্গন্ধ। জরুরি বিভাগের সামনে জলকাদা ও বেআইনি দখলদারদের দৌরাত্ম্য। এ সব দেখে ক্ষোভ প্রকাশ করলেন জাতীয় শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের (এনসিপিসিআর) সদস্য বিনোদ কুমার টিকো। শুক্রবার পরিদর্শনে গিয়ে জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকদের দ্রুত মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বর পরিস্কার করে সমস্ত বেআইনি দখলদারদের উচ্ছেদ করার নির্দেশ দিয়েছেন। পরে জাতীয় শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের সদস্য বিনোদ কুমার টিকো বলেন, “মেডিক্যাল কলেজ হাসপাতাল আরও পরিচ্ছন্ন হওয়া দরকার। মানুষ রোগ সারাতে এসে অসুস্থ হয়ে বাড়িতে যাবে? মেডিক্যাল কলেজ চত্বর থেকে সমস্ত বেআইনি দোকানপাট তুলে দিন।” শুক্রবার সকাল ৯ টা নাগাদ বিনোদ কুমার টিকোর নেতৃত্বে জাতীয় শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের পাঁচ সদস্যের প্রতিনিধি মেডিক্যাল কলেজের শিশু বিভাগে যান। জেলার ভারপ্রাপ্ত মুখ্যস্বাস্থ্য আধিকারিক মনোজ সাহা কোনও মন্তব্য করতে চাননি। শিশু বিভাগ ঘুরে বিনোদ কুমার টিকো বলেন, “৬-৭ মাস আগে আমি এখানে এসেছিলাম। আমরা সেইসময় পরিকাঠামোর উন্নতির অনেককিছু সুপারিশ করেছিলাম। পরিকাঠামোর যে ধরনের উন্নতি হওয়া উচিত ছিল সেটা হয়নি। তবে আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে।” মেডিক্যাল কলেজ থেকে বেরিয়ে কমিশনের সদস্যরা গঙ্গার হামিদপুর চরে যান। সেখান থেকে ফিরে কমিশনের সদস্যরা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন।
|
আন্ত্রিক ছড়িয়েছে ডেবরা থানা এলাকায়। শালডহরি, কুচলি ও বাড়ঝিকুরিয়া এই তিনটি গ্রামে আন্ত্রিকের প্রকোপ দেখা দিয়েছে। আক্রান্ত ৮০ জনেরও বেশি। ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে গ্রামেই। এ ক্ষেত্রে স্বাস্থ্য দফতর কিছুটা উদাসীন বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল বিধায়ক রাধাকান্ত মাইতি বলেন, “স্বাস্থ্য দফতরের আরও সক্রিয় হওয়া উচিত। যাতে দ্রুত আন্ত্রিক প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয় তা জানিয়েছি।” ডেবরার বিএমওএইচ রজত পালের অবশ্য বক্তব্য, “গ্রামে চিকিৎসক পাঠানো হয়েছে। হাসপাতালেও চিকিৎসা চলছে। কেন আন্ত্রিক ছড়াল তা জানতে নমুনা-সংগ্রহ শুরু হয়েছে।” মঙ্গলবার প্রথম আন্ত্রিক ছড়ায় শালডহরি গ্রামে। তারপর কুচলিতেও রোগের প্রকোশ দেখা দেয়। শুক্রবার সকাল থেকে বাড়ঝিকুরিয়াতেও আন্ত্রিক দেখা দিয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। এ দিন ওই গ্রামের ১১ জন অসুস্থ হয়ে পড়েন।
|
ফের অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল কৃষ্ণনগর জেলা হাসপাতাল। আগুনে পুড়ে আহতদের হাসপাতালের যে ওয়ার্ডে রাখা হয়, সেই বার্ন ওয়ার্ডে আগুন লাগে বৃহস্পতিবার গভীর রাতে। ওয়ার্ডে তখন এক জন রোগী ছিলেন। তিনিই দেখতে পান ঘরের বাতানুকূল যন্ত্র থেকে আগুন দেখা যাচ্ছে। তাঁর চিৎকারেই ছুটে আসেন হাসপাতাল কর্মীরা। আগুন নেভানো হয়। কিছু দিন আগে সদর হাসপাতালে সদ্যোজাত অসুস্থ শিশুদের বিশেষ পরিচর্যা কেন্দ্রেও আগুন লাগে। সুপার কাজল মণ্ডল বলেন, “আগুন লাগার সঙ্গে সঙ্গেই তা নিভিয়ে ফেলা হয়। নজরদারিও বাড়াচ্ছি।”
|
স্থানীয় বিধায়ক অনুপ ঘোষালের এলাকা উন্নয়ন তহবিলের টাকা থেকে একটি ভ্রাম্যমাণ চিকিৎসা-যান দেওয়া হল ভদ্রকালীর সংগঠন ‘কোরাস ওয়েলফেয়ার অর্গানাইজেশন’কে। সম্প্রতি উত্তরপাড়া জয়কৃষ্ণ সাধারণ গ্রন্থাগারের সেমিনার হলে এক অনুষ্ঠানে ওই ভ্রাম্যমাণ চিকিৎসাযানের উদ্বোধন করেন অনুপবাবু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক শ্রুতিনাথ প্রহরাজ, জাগলার অভয় মিত্র প্রমুখ। |