টুকরো খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আপত্তি শিক্ষক সংগঠনের
রাজ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় খোলার প্রতিবাদ করল পশ্চিমবঙ্গ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (ওয়েবকুটা), কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বভারতীয় সংগঠন (এআইফুকটো), রাজ্য সরকারি কলেজ শিক্ষক সমিতি-সহ বেশ কিছু শিক্ষক সংগঠন। রাজ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার অনুমতি দিচ্ছে বর্তমান সরকার। প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়টি খুলবে টেকনো ইন্ডিয়া গ্রুপ। সেই বিল সম্প্রতি বিধানসভায় পাশ হয়েছে। শিক্ষক সংগঠনগুলির অভিযোগ, এর ফলে শিক্ষার মানের অবনমন ঘটবে। ওয়েবকুটা-র সাধারণ সম্পাদক তথা এআইফুকটো-র সভাপতি তরুণ পাত্র শুক্রবার এক সাংবাদিক বৈঠকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের বেতন-কাঠামোর ব্যাপারে রাজ্য সরকার কিছু বলবে না। আচার্য, উপাচার্যের শিক্ষাগত যোগ্যতা কী হবে, তা নিয়েও বিলে কিছু বলা নেই। আমরা এই বিলের তীব্র বিরোধিতা করছি।” শিক্ষকদের অবসরের বয়ঃসীমার সঙ্গে বর্ধিত বেতনের বকেয়ার কোনও সম্পর্ক নেই বলে কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নেওয়ার পরে এ বার অবসরের বয়ঃসীমা বাড়ানোর দাবি জানিয়েছে শিক্ষক সংগঠনগুলি। শিক্ষক সংগঠন আবুটা-র দাবি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি অবসরের বয়স ৬৫ করার সুপারিশ করেছে। কেন্দ্রীয় সরকারকে সেই সুপারিশ মানতে হবে বলে দাবি জানিয়েছে বিভিন্ন শিক্ষক সংগঠন।

গোঘাটের গ্রামে আক্রান্ত তৃণমূল
দলের ‘শহিদ দিবস’-এর সমর্থনে পথসভা চলাকালীন গোঘাটের নকুণ্ডা গ্রামে শুক্রবার তৃণমূল নেতা-কর্মীদের উপরে ধারাল অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। মূলত মহিলাদের ওই হামলায় তাঁদের ১২ জন জখম হন বলে দাবি তৃণমূলের। সিপিএমের অভিযোগ, সকালে তৃণমূলের মিছিল থেকে তাদের দলীয় কর্মী-সমর্থকদের বাড়িতে ঢুকে হামলা করা হয়। তাদের তিন নেতা-কর্মী আহত হন। এর পরেই গ্রামবাসীরা উত্তেজিত হয়ে পড়েন। ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রতিবন্ধী কার্ড দিতে শিবির ১ অগস্ট থেকে
ব্লকে ব্লকে শিবির গড়ে প্রতিবন্ধীদের কার্ড বিলি করবে সরকার। শুক্রবার মহাকরণে এ কথা জানিয়ে ক্রীড়ামন্ত্রী মদন মিত্র বলেন, “প্রতিবন্ধীদের কার্ড পেতে অনেক সময়েই সরকারের বিভিন্ন দফতরে দৌড়োদৌড়ি করতে হয়। তাই এই ব্যবস্থা।” স্বাস্থ্য, সমাজকল্যাণ ও ক্রীড়া দফতর যৌথ ভাবে এই শিবির করবে। এক-একটি ব্লকে প্রয়োজনে একাধিক দিন ধরে চলবে শিবির। তার আগে ব্লক জুড়ে প্রচার-অভিযান চালাবে সরকার। শিবিরে চিকিৎসক দিয়ে প্রয়োজনীয় পরীক্ষা করিয়ে সমাজকল্যাণ দফতর সঙ্গে সঙ্গেই সচিত্র ওই পরিচয়পত্র দিয়ে দেবে আবেদনকারীদের। ১ অগস্ট ঠাকুরপুকুর-মহেশতলা থেকে এই শিবির শুরু হবে।

দৃষ্টিহীনদের বাড়তি সময় এসএসসিতে
স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি-র পরীক্ষায় দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য দু’ভাগে ২০ মিনিট করে অতিরিক্ত সময় দেওয়া হবে। শুক্রবার এ কথা জানান কমিশনের চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। ওই পরীক্ষা হবে ২৯ জুলাই। আজ, শনিবার বিকেল ৪টের পরে কমিশনের ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। চিত্তবাবু জানান, বাস ধর্মঘটের জন্য আপস-বদলির কাউন্সেলিং ৩১ জুলাইয়ের বদলে ১ অগস্ট শুরু হবে, চলবে ৪ অগস্ট পর্যন্ত।

ছাত্রাবাস হবে সব মাদ্রাসায়
রাজ্যের সব মাদ্রাসায় ছাত্রাবাস তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। দু’বছরের মধ্যে ছাত্রাবাসের কাজ শেষ করা হবে বলে শুক্রবার জানান সংখ্যালঘু উন্নয়নয়ন সচিব বিক্রম সেন। রাজ্যে ৬১১টি মাদ্রাসা রয়েছে। সচিব জানান, সংখ্যালঘুদের বহুমুখী উন্নয়ন প্রকল্পের আওতায় ছাত্রাবাস, নতুন আইটিআই, সংখ্যালঘু এলাকায় বাজার তৈরির পরিকল্পনা রয়েছে। কেন্দ্র অতিরিক্ত ৩০০ কোটি টাকা বরাদ্দ করেছে। সেই অতিরিক্ত বরাদ্দ থেকেই মাদ্রাসার পড়ুয়াদের জন্য ছাত্রাবাস গড়া হবে।

পাটের সহায়ক মূল্য বৃদ্ধির দাবি
পাটের সহায়ক মূল্য বাড়ানো ও কৃষি উপকরণ জোগাড়ে কালোবাজারি বন্ধ করার দাবিতে শুক্রবার ছয় সদস্যের এক বাম প্রতিনিধিদল কৃষিমন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে দেখা করে। তাদের বক্তব্য, এক কুইন্টাল পাট উৎপাদনে সহায়ক মূল্য হিসেবে কেন্দ্র যে-টাকা নির্দিষ্ট করেছে, তার চেয়ে অনেক বেশি খরচ হচ্ছে চাষিদের। সেই কারণে অবিলম্বে পাট কিনতে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়াকে মাঠে নামানোর দাবি জানান বাম প্রতিনিধিরা। পরে কৃষিমন্ত্রী বলেন, “সহায়ক মূল্য বাড়ানোর দাবি যথার্থ হলেও তা রাজ্যের হাতে নেই। কেন্দ্র ওটা ঠিক করে। গত বছরেও একই পরিস্থিতি হয়েছিল। রাজ্য সরকার তখন প্রতি কুইন্টালে ১০০ টাকা ভর্তুকি দিয়েছিল। এ বার পাট কেনাবেচা সবে শুরু হয়েছে। সরকার অবস্থা বুঝে ব্যবস্থা নেবে।”

শিশুর অধিকার রক্ষায় কমিশন
রাজ্য মহিলা কমিশনের আদলে তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশন। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদনের জন্য পেশ হবে। শিশুদের অধিকার নিশ্চিত করতে কেন্দ্র ইতিমধ্যেই একটি আইন করেছে। শিশুদের অধিকার যাতে খর্ব না-হয়, তার জন্য জাতীয় ও রাজ্য স্তরে শিশু কমিশন গঠন করতে বলা হয়েছে সেই আইনেই।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.