টুকরো খবর
রাজ্য ক্রীড়া ও যুবকল্যাণ দফতর এবং জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় স্কুলপ্রাঙ্গণে দু’দিনের এক বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করেছিল জগদীশপুর হাইস্কুল। নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্ররা পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, গণিত ও ভূগোল এই পাঁচটি বিষয়ের উপরে বিভিন্ন মডেলের প্রদর্শন করে। এ ছাড়া অডিও ভিস্যুয়ালে বিজ্ঞানের নানা বিষয় দেখানো হয়। ছিল ক্যুইজ শো-ও। প্রদর্শনীর সূচনা করেন বেলুড় মঠ বিএড কলেজের অধ্যক্ষ স্বামী তত্ত্বসারানন্দ। ছিলেন লেখিকা সুনন্দা শিকদার, বালি-জগাছা পঞ্চায়েত সমিতির সভাপতি চৈতালী দেবনাথ, হাওড়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি শঙ্কর সান্যাল প্রমুখ।

সম্প্রতি গিরিশ মঞ্চে এক অনুষ্ঠানে মাধ্যমিক পাশ করা আর্থিক ভাবে দুর্বল মেধাবী ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হল উচ্চ মাধ্যমিকের পাঠ্যপুস্তক। প্রায় দেড়শো ছাত্রছাত্রী অনুষ্ঠানে উপস্থিত হয়। ছিলেন মণিলাল নাগ, এভারেস্ট-জয়ী দেবাশিস বিশ্বাস। এ বারের উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী সৌরভ দাসের হাতে তুলে দেওয়া হয় চিকিৎসাবিদ্যার বই। আয়োজনে ছিল ‘হিউম্যানেটরিয়ন ওয়েলফেয়ার ভিশন’।

ছোটদের আঁকা ছবির প্রদর্শনী ‘কালার্স অফ চাইল্ডহুড’ সম্প্রতি অনুষ্ঠিত হল পূর্বাঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্রে। ছিলেন বারাসত রামকৃষ্ণ মঠের স্বামী রঘুত্তমানন্দ। আয়োজনে ছিল ‘লোপামুদ্রা আর্ট সেন্টার’।


প্রয়াত অমিতাভ বাগচীর রবীন্দ্র-আবৃত্তির সঙ্কলন ‘ছিন্নকুসুম’-এর সিডি প্রকাশ অনুষ্ঠানে
বাঁ দিক থেকে পার্থ ঘোষ, প্রণতি ঠাকুর, অপূর্ব বিশ্বাস, ব্রততী বন্দ্যোপাধ্যায় ও গৌরী ঘোষ।
ছিলেন জগন্নাথ বসু, ঊর্মিমালা বসু প্রমুখ। সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে।
‘পুরনো দিনের মরমী গান’ শীর্ষক অনুষ্ঠানে এক অন্তরঙ্গ মুহূর্তে বাঁ দিক থেকে
দীপঙ্কর আচার্য, অমর পাল, দ্বিজেন মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র ও সুধীন সরকার।
সম্প্রতি পূর্বাঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্রে। ছবি: শুভাশিস ভট্টাচার্য

‘লাল পাহাড়ির দেশে যা’ গানটির চল্লিশ বছর পূর্তি উপলক্ষে সহজিয়া ফাউন্ডেশন
আয়োজিত অনুষ্ঠান। সম্প্রতি রবীন্দ্রসদনে। —নিজস্ব চিত্র।

কালীঘাটে ‘সঙ্ঘশ্রী’র খুঁটিপুজো। ছিলেন সাংসদ সুব্রত বক্সী এবং
মণ্ডপ ও প্রতিমাশিল্পী সোমনাথ মুখোপাধ্যায়। —নিজস্ব চিত্র।




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.