সোমবার আসছেন ইচে, স্ট্যানলি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
চূড়ান্ত রায় ঘোষণার আগে টোলগে এবং ইস্টবেঙ্গলের কিছু বলার থাকলে তা জানানোর সুযোগ দেবে আই এফ এ। শুক্রবার এ ব্যাপারে চিঠি পাঠানো হল দু’পক্ষকেই। সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, “আমরা কাউকে ডাকছি না। আই এফ এ-তে জমা দেওয়া চিঠির বাইরে যদি কারও কিছু বলার থাকে তা জানাতে আসতে পারেন।” টোলগে মহাবিতর্কের রায় দিতে সোমবার বিকেল সাড়ে পাঁচটায় প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সভা ডেকেছে আই এফ এ। তার এক ঘণ্টা আগে হবে কোর গ্রুপের সভা। সেখানেই টোলগে বা ইস্টবেঙ্গলের প্রতিনিধিরা ইচ্ছে করলে নিজের কথা জানাতে পারে। এ দিকে, ২৯ জুলাই মোহনবাগান দিবস হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। জার্নেল সিংহের হয়ে মোহনবাগান রত্ন নিতে আসবেন তাঁর মেয়ে। ক্রিকেট ও চ্যাম্পিয়ন নার্সারি দলকে সংবর্ধনা দেওয়া হবে। ওই দিনই নতুন মরসুমের ফুটবলার তালিকা প্রকাশ করবেন ক্লাব কর্তারা। সোমবার বিদেশি ফুটবলার ইচে এবং স্ট্যানলি দুর্গাপুরের আবাসিক শিবিরে যোগ দেবেন। দু’জনেই ভিসা পেয়ে গিয়েছেন।
|
রঞ্জি ট্রফিতে রাজস্থান, মুম্বইয়ের গ্রুপে বাংলা
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
আসন্ন রঞ্জি ট্রফিতে গত বারের চ্যাম্পিয়ন রাজস্থান এবং ৩৯ বারের রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বইয়ের সঙ্গে গ্রুপ ‘এ’-তে পড়ল বাংলা। তবে গ্রুপ ‘বি’-র চেয়ে বাংলার গ্রুপকেই সহজ মনে করা হচ্ছে। গ্রুপ ‘এ’-তে বাংলা, রাজস্থান এবং মুম্বই ছাড়া রয়েছে হায়দরাবাদ, সৌরাষ্ট্র, মধ্যপ্রদেশ, রেলওয়েজ, পঞ্জাব এবং গুজরাত। গ্রুপ ‘বি’-তে রয়েছে তামিলনাড়ু, দিল্লি, উত্তরপ্রদেশ, কর্নাটক, বরোদা, গত বারের সেমিফাইনালিস্ট হরিয়ানা, মহারাষ্ট্র, ওড়িশা এবং বিদর্ভ। এদের মধ্যে প্লেট গ্রুপ থেকে উঠেছে মহারাষ্ট্র এবং বিদর্ভ। রঞ্জির নতুন নিয়ম অনুযায়ী গ্রুপ ‘সি’-তে রয়েছে প্লেট গ্রুপের বাকি দলগুলোহিমাচল প্রদেশ, কেরল, অন্ধ্রপ্রদেশ, সার্ভিসেস, ত্রিপুরা, গোয়া, ঝাড়খণ্ড, জম্মু ও কাশ্মীর এবং অসম। গ্রুপ ‘এ’ এবং ‘বি’ থেকে তিনটে করে দল ও গ্রুপ ‘সি’ থেকে দুটো দল নকআউট পর্বে উঠবে। মরসুম শুরু ২১ সেপ্টেম্বর, ইরানি ট্রফি দিয়ে।
|
নিউজিল্যান্ড কোচ হলেন হেসন
সংবাদসংস্থা • ওয়েলিংটন |
নিউজিল্যান্ডের নতুন জাতীয় কোচ হচ্ছেন মাইক হেসন। কয়েক দিন আগেই কেনিয়া দলের কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি। চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষে বর্তমান কোচ জন রাইটের উত্তরসূরি হিসেবে দেখা যাবে ৩৭ বছরের কিউয়িকে। “দলে একটা তাজা ভাব আনবে হেসন। ২০১৫ বিশ্বকাপের জন্য দলকে তৈরি করার যথেষ্ট ক্ষমতা আছে ওর,” এ দিন বলেছেন নিউজিল্যান্ড ক্রিকেট ডিরেক্টর জন বুকানন। নিউজিল্যান্ড ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে সফল হেসন। ২০১১ সালে কেনিয়ার সঙ্গে তিনি দু’বছরের চুক্তি করেন। কিন্তু নিরাপত্তার কারণে কোচিংয়ের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন তিনি।
|
খেতাব ঋতুপর্ণার
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বিহারের মধুবনিতে অল ইন্ডিয়া জুনিয়র র্যাঙ্কিং ব্যাডমিন্টনে অনূর্ধ্ব ১৭ বিভাগে খেতাব জিতেছে বাংলার ঋতুপর্ণা দাস। শুক্রবারের ফাইনালে সে ২১-১১, ২১-১৭ পয়েন্টে হারিয়ে দেয় অন্ধ্রপ্রদেশের জি রুদ্রিকা শিবানিকে।
|
লা মার্টিনিয়ের সেরা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দেবাঞ্জন সেন ফাউন্ডেশন আয়োজিত কেভেন্টার্স কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হল লা মার্টিনিয়ের ফর বয়েজ। ফাইনালে তারা আকাশ দাভের গোলে ১-০ হারাল সেন্ট জেমস স্কুলকে। ম্যাচের সেরা ও সর্বোচ্চ গোলদাতা আকাশ।
|
সচিনদের ক্ষতিপূরণ বোর্ডের |
জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পেয়ে যে সব ক্রিকেটার আইপিএল বা চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির ম্যাচ খেলতে না পারায় আর্থিক ক্ষতি হয়েছে, তাঁদের ক্ষতিপূরণ দিতে চলেছে ভারতীয় বোর্ড। এই তালিকায় রয়েছেন সচিন তেন্ডুলকর, জাহির খান, রোহিত শর্মা, মুনাফ পটেল এবং আশিস নেহরা। এর জন্য সব মিলিয়ে বোর্ডের খরচ হবে সাত কোটি টাকা।
|
• জিতল বিবেকানন্দ সুইমিং ও সেন্ট্রাল সুইমিং ক্লাব। দু’দলই এক ডজন করে গোল করে। শুক্রবার ক্যালকাটা ডিস্ট্রিক্ট সিনিয়র ওয়াটারপোলো চ্যাম্পিয়নশিপে।
• বাগুইআটি স্পোর্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ফুটবল লিগের ফাইনালে নির্ভীক সঙ্ঘ ৪-৩ গোলে হারায় শিবকালী স্পোর্টিংকে।
• ভবানীপুর ব্যায়াম সঙ্ঘ ও পাঠাগার তাদের নবনির্মিত টেবল টেনিস কমপ্লেক্সের উদ্বোধন করছে সোমবার সন্ধ্যায়। উপস্থিত থাকবেন পৌলমী ঘটক, সৌম্যদীপ রায়। |