এক বৃদ্ধাকে আছাড় মেরে, পিষে মারল বুনো হাতি। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া থানার উপরবান্ধা গ্রামে। মৃত বৃদ্ধার নাম জ্ঞানদা গরাই (৭৫)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লোকালয়ে ঢুকে পড়া তিনটি বুনো হাতি তাড়াচ্ছিলেন গ্রামবাসীরা। তখনই একটি হাতির সামনে পড়ে যাওয়া জ্ঞানদাদেবী শুঁড়ে করে তুলে আছাড় মারে হাতিটি। বৃহস্পতিবার রাতে বড়জোড়া থানার শীতলা গ্রামে একটি প্রাথমিক স্কুলে মিড-ডে মিলের রান্নাঘর ভেঙে চালের বস্তা বের করে খায় একটি দাঁতাল। ওই গ্রামেই দু’টি দোকান ও একটি বাড়িতেও ভাঙচুর করে হাতিটি। বাঁকুড়ার (উত্তর) ডিএফও এস কুলন ডেইভাল বলেন, “দলমার ২০টি হাতির দল বেশ কিছু দিন হল আমাদের এলাকায় রয়েছে। দলেরই কয়েকটি হাতি বিচ্ছিন্ন হয়ে এমন হামলা করছে। শনিবার থেকেই দলটিকে তাড়ানোয় উদ্যোগী হব।”
|
শিল্পশহর হলদিয়ায় অরণ্য সপ্তাহ পালন করলেন বন্দর কর্তৃপক্ষ। গত ১৪ জুলাই বিভিন্ন জায়গায় চারাগাছ লাগিয়ে যে অনুষ্ঠানের সূচনা হয়েছিল হলদিয়ায়, শুক্রবার ছিল তার শেষ দিন। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী, বন্দরের ডেপুটি চেয়ারম্যান মনীশ জৈন, জেনারেল ম্যানেজার বাসব রায়চৌধুরী, হলদিয়া উন্নয়ন পর্ষদের মুখ্য নির্বাহী আধিকারিক পি উলগানাথন প্রমুখ। সকালবেলা চিরঞ্জীবপুর, বন্দর এলাকা ও রানিচকে চারাগাছ রোপণ করা হয়। অরণ্য সপ্তাহে মেহগনি, বকুল-সহ ৫ হাজার চারাগাছ রোপণের পরিকল্পনা নিয়েছিলেন বন্দর কর্তৃপক্ষ। এ জন্য খরচ হয়েছে প্রায় ৫ লাখ টাকা। বন্দরের ডেপুটি চেয়ারম্যান মনীশ জৈন বলেন, “পরিবেশ রক্ষার্থে আমরা প্রতি বছরই গাছ লাগাই। এ বার হলদিয়ার পাশাপাশি নয়াচরেও গাছ লাগানো হয়েছে।” |