টুকরো খবর |
ব্যাঙ্কে কর্মচ্যুতদের সংসদ অভিযান আগামী অগস্টে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বেকারদের কর্মসংস্থানের সঙ্গে সঙ্গেই কর্মহারাদের পুনর্নিয়োগের দাবিকে তাদের আন্দোলনের অন্তর্ভুক্ত করতে চাইছে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। কাজে পুনর্নিয়োগের দাবিতে স্টেট ব্যাঙ্কের ফেসিলিটেটর’দের সংগঠন এআইবিএফইউ আগামী অগস্টে যে সংসদ অভিযানের ডাক দিয়েছে, তাকে সমর্থন জানাচ্ছে তারা। গত মে মাসে নির্দেশিকা জারি করে ব্যাঙ্ক ফেসিলিটেটর’দের ছাঁটাই করা হয়েছে এবং তার পরে কর্তৃপক্ষের কাছে বারবার দরবার করেও সুরাহা হয়নি বলে এআইবিএফইউ-এর অভিযোগ। কলকাতায় ‘সমৃদ্ধি ভবনে’র সামনে শুক্রবার ওই ইউনিয়নের জমায়েতে হাজির ছিলেন ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাপস সিংহ। ওই জমায়েত থেকে ফেসিলিটেটর’দের পুনর্নিয়োগের দাবিতে সংসদ অভিযান-সহ ভবিষ্যতে আন্দোলন আরও তীব্র করার কথা বলেছেন সিটু, এআইটিইউসি, ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন (বিইএফআই)-সহ নানা সংগঠনের নেতারা। প্রসঙ্গত, গোটা দেশে প্রায় ৬০ হাজার ফেসিলিটেটর এখন কর্মহীন। তাঁদের সমস্যার প্রতি ‘সহমর্মিতা’ জানাতে জুন মাসে দিল্লিতে কনভেনশনের ব্যবস্থা করেছিল ডিওয়াইএফআই। বাম সূত্রের ব্যাখ্যা, চাকরি সংক্রান্ত সমস্যায় সমাজের বিভিন্ন অংশের যে সব মানুষ জেরবার, তাঁদের পাশে দাঁড়িয়ে ‘জনভিত্তি’ বাড়ানোর চেষ্টা করছে সিপিএমের যুবরা।
|
গুয়াহাটিতে তরুণী নিগ্রহে গ্রেফতার সাংবাদিকই
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
রাজপথে শ্লীলতাহানির ঘটনা ক্যামেরাবন্দি করা সাংবাদিক গৌরবজ্যাতি নেওগকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার জেরে সংশ্লিষ্ট চ্যানেলের প্রধান সম্পাদক অতনু ভুঁইঞা আগেই ইস্তফা দেন। তার আগে গৌরবও ইস্তফা দিয়েছিলেন। হাইকোর্টে তাঁর আগাম জামিনের আবেদনও নাকচ হয়ে গিয়েছে। শ্লীলতাহানির ঘটনার সঙ্গে ওই সাংবাদিকের জড়িত থাকার অভিযোগ প্রথম তোলেন তথ্য-অধিকার কর্মী অখিল গগৈ। আজ সন্ধ্যায় গৌরবকে ভাঙানগর থানায় ডেকে গ্রেফতার করে পুলিশ।
অখিল পুলিশের হাতে ওই দিনের ঘটনার ফুটেজ তুলে দিয়ে অভিযোগ করেছিলেন, গৌরবের উস্কানিতেই তরুণীটি নিগ্রহের শিকার হয়েছেন। সে দিন কেন তিনি বাধা দেননি, সেই প্রশ্নও তোলা হয়। ঘটনাস্থলে থাকার কথা স্বীকার করে নিয়ে গৌরব বলেছিলেন, পেশাগত কারণেই তিনি বাধা দেওয়ার পরিবর্তে ঘটনার ছবি তোলার দায়িত্ব পালন করেছিলেন। তাঁর ছবি দেশের সব সংবাদ-চ্যানেলে প্রচার হওয়ায় অসমের ভাবমূর্তি নষ্ট হয়েছে, এই অভিযোগ করে রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ থেকে শাসক কংগ্রেসের তাবড় নেতারা গৌরবের বিরুদ্ধে খড়গহস্ত হন। এর পরে আজ গ্রেফতার করা হল তাঁকে।
|
পুলিশ হেফাজত থেকে ফেরার জঙ্গি
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
ডিমাসা ন্যাশনাল রেভিলিউশনারি ফোর্স (ডি এন আর এফ) জঙ্গিদের ধরতে পুলিশ যখন হিমশিম খাচ্ছে, ঠিক সেই সময় পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেল সংগঠনের স্বঘোষিত উপ-সভাপতি থাইরিং ডিমাসা ওরফে সুজি থাকমোসা। ৪ জুলাই তাকে গুয়াহাটি থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয়েছিল। সঙ্গে ধরা পড়েছিল স্বঘোষিত উপ-সেনাধ্যক্ষ মেনস ডিমাসা। নুনমাটি থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের ডিমা হাসাও জেলার লাংটিং থানায় পাঠানো হয়। পুলিশ সুপার মুগ্ধজ্যোতি মহন্ত জানান, কাল রাতে পেটে ব্যথার জন্য থাইরিংকে লাংটিং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থাতেই আজ সকাল সাড়ে আটটা নাগাদ হাতকড়া খুলে সে আচমকা পালিয়ে যায়। তাকে ফের ধরে আনার জন্য অভিযান চলছে। পুলিশ সুপারের বক্তব্য, এমন এক জঙ্গিনেতা কী ভাবে পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেল তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের যে সব কর্মী সে সময় হাসপাতালে কর্মরত ছিলেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। এ দিকে, আজ পুলিশ ও অসম রাইফেলসের যৌথ অভিযানে ডিএনআরএফ-এর দুই কট্টর সদস্য ধরা পড়েছে। হাফলং থানার জাটিঙ্গায়, রেললাইনের কাছ থেকে তাদের আটক করা হয়। ধৃতদের নাম গুপ্তরাজ হাফলংবার ও অশোককুমার হাফলংবার। পুলিশ সুপার জানান, মোট ১৩ জনের একটি দল হাফলঙে রয়েছে বলে জেরায় তারা স্বীকার করেছে। তাদের মূল লক্ষ্য, সংগঠনের জন্য তহবিল বৃদ্ধি করা। লক্ষ্য পূরণে তারা অপহরণও করছে বলে পুলিশের দাবি।
|
ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদে আজ শিবসাগরে বিক্ষোভ দেখাল ২২টি সংগঠন। ঘটনার জেরে জেলা জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়। গ্রেফতার করা হয় ওই জওয়ানকে। গত ১৩ জুলাই শিবসাগরের ডলপাতে এক কলেজ ছাত্রীর শ্লীলতাহানি করে এক সেনা-জওয়ান। ঘটনাটি নিয়ে ১৮ জুলাই ১২ ঘণ্টা শিবসাগর বন্ধের ডাক দেয় বৃহত্তর অসমীয় যুব মঞ্চ, টিএমপিকে, আটাসু, শিবসাগর মহিলা সমিতি। শিবসাগরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অনিলকুমার সেনা আদালতে ওই জওয়ানের কোর্ট মার্শালের নির্দেশ দেন। মঙ্গলবার ওই ছাত্রীকে রংঘর সদর দফতরে নিয়ে আসে সেনাবাহিনী। সকাল ১১টা থেকে বিকাল ৫টা অবধি তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হয়। জওয়ানরা মেয়েটিকে বয়ান পরিবর্তনে চাপ দিচ্ছে বলে অভিযোগ তুলে ফের প্রতিবাদ শুরু হয়। সেনাবাহিনীর তরফে বলা হয়, দ্রুত বিচারপর্ব চলছে। সেনা জওয়ানের অপরাধ প্রমাণ হলেই তাঁকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। গত কাল সন্ধ্যায় রাজ্য সরকারের তরফেও জেলার অতিরিক্ত জেলাশাসক পূরবী গগৈয়ের নেতৃত্বে তদন্তের নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে ওই ঘটনায় নিতাইপুখুরি থানার ওসি প্রীতম দাসের ভূমিকা নিয়েও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে তারপরেও বিক্ষোভ কমছে না। আজ ২৭টি সংগঠন এক জোট হয়ে পথ অবরোধে নামে। জেলাশাসকের দফতর ঘেরাও করা হয়। অবরোধকারীরা বেশ কিছু গাড়িও ভাঙচুর করে। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ চলে। জেলাশাসকের দফতরের তিনটি প্রবেশপথই আটকে দেয় পুলিশ বাহিনী। অন্য দিকে, গদাপাণি পাঠক হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বেশ কিছু কোচ-রাজবংশী যুবককে গ্রেফতার করার প্রতিবাদে আজ ২৪ ঘণ্টা বন্ধের ডাক দেয় আক্রাসু। বঙ্গাইগাঁও, চিরাং, গোয়ালপাড়া, কোকরাঝাড়, ধুবুরিতে বন্ধের ব্যাপক প্রভাব পড়েছে।
|
জয়েন্টের খাতা দেখতে কমিটি
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
ত্রিপুরার জয়েন্ট এন্ট্রান্স বোর্ড-এর ফলাফল নিয়ে পরীক্ষার্থীদের একাংশ আদালতে যে ‘রিট পিটিশন’ দাখিল করেছিল, সে বিষয়ে গুয়াহাটি হাইকোর্টের আগরতলা সার্কিট বেঞ্চে ফের শুনানি হল আজ। বিচারপতি স্বপনচন্দ্র দাসের এজলাসে এই শুনানি শুরু হয়। শুনানির শেষে বিচাপতি এ বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত আজ না জানালেও কয়েকটি নির্দেশ দিয়েছেন। পরীক্ষার্থীদের ‘রিট পিটিশন’-এর হয়ে আজ সওয়াল করলেন আইনজীবী দীপক বিশ্বাস। তিনি জানান, আবেদনকারী ছাত্র-ছাত্রীদের উত্তরপত্রের মূল্যায়ণ বোর্ডের নির্দেশিকা অর্থাৎ ‘মডেল অ্যান্সার কিট’ অনুযায়ী ঠিক হয়েছে কি না, তা দেখার জন্য আদালত আজ নির্দেশ দিয়েছে। এর জন্য একটি কমিটি তৈরি হবে। সেখানে থাকবেন সরকার এবং আবেদনকারীদের তরফের আইনজীবীরা, জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান বা তাঁর প্রতিনিধি, আদালতের তরফে ডেপুটি রেজিস্ট্রার এবং তাঁর সহযোগী, এবং আদালত-নিযুক্ত একজন আইনজীবী। এই কমিটি এ বিষয়ে ২৬ জুলাই তাদের রিপোর্ট আদালতে জানাবে। আদালত তার পরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। উল্লেখ্য, ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের বিরুদ্ধে নম্বর কম দেওয়ার অভিযোগ জানিয়ে এখনও পর্যন্ত মোট ২৮ জন ওই আবেদনের ‘শরিক’ হয়েছেন।
|
গণপ্রহারে মৃত দুই প্রাক্তন জঙ্গি
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
ঝাড়খণ্ডের গুমলা জেলায় তোলা আদায় করতে গিয়ে গণপ্রহারে মৃত্যু হয়েছে একটি উগ্রপন্থী সংগঠনের প্রাক্তন দুই সদস্যের। পুলিশ জানিয়েছে, নিহতদের নাম রমেশ ওঁরাও এবং ইন্দ্রজিৎ ওঁরাও। দু’জনেরই বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে। পুলিশ জানায়, গণপিটুনির ঘটনা ঘটেছে গুমলার সিসাই থানার সিনাং গ্রামে। গত কাল সন্ধ্যায় তোলা আদায় করতে এসে প্রতিরোধের মুখে পড়ে তারা। শেষ পর্যন্ত ওই দুই যুবক আগ্নেয়াস্ত্র উঁচিয়ে গ্রামেরই এক যুবকের কাছে থেকে মোটরবাইক ছিনিয়ে নেয়। বাইকে চেপে পালাতে গেলে গ্রামবাসীরা তাদের ঘিরে ধরে। তোলাবাজদের হাত থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে গণধোলাই শুরু করে গ্রামবাসীরা। বাঁশ দিয়ে এলোপাথাড়ি পেটানো হয় তাদের। ভারী কিছু দিয়ে মেরে মাথা থেঁতলে দেওয়া হয়। পুলিশ পৌঁছনোর আগেই দেহ দু’টি ফেলে রেখে মারমুখী জনতা গা-ঢাকা দেয়।
|
ঘুষ নিতে গিয়ে গ্রেফতার প্রধান
নিজস্ব সংবাদদাতা • পটনা |
ঘুষ নেওয়ার সময় এক পঞ্চায়েত প্রধানকে ভিজিল্যান্সের অফিসাররা গ্রেফতার করতে গিয়ে নিগৃহীত হলেন বিহারের সীতামঢ়ীতে। এই ঘটনায় ২ জন পুলিশকর্মী ঘায়েলও হয়েছেন। আজ সকালে সীতামঢ়ীর পরিহার ব্লকের রাজগদর পঞ্চায়েত অফিসে ঘটনাটি ঘটেছে। ভিজিল্যান্স দফতর থেকে জানানো হয়েছে, দীনেশ পূর্বে নামে এক পঞ্চায়েত প্রধান উর্দু প্রাথমিক স্কুলের শিক্ষিকা পাকিজা খাতুনের ৪২ মাসের বকেয়া বেতন পাইয়ে দেওয়ার বিনিময়ে ৩৫ হাজার টাকা ঘুষ চান। খবর পেয়ে ভিজিল্যান্স অফিসাররা সেখানে হাজির হয়ে ওই প্রধানকে হাতেনাতে ধরে ফেলেন। দুই পুলিশ কর্মী জখম হয়।
|
দুষ্কৃতীদের হাতে যুবক খুন
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
মাওবাদী প্রভাবিত লাতেহারের চাঁদুয়া থানা এলাকায় গত কাল রাতে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন এক যুবক। হত্যাকাণ্ডটি ঘটেছে চাঁদুয়া থানার আলুডিয়া গ্রামে। লাতেহার জেলার পুলিশ সুপার ক্রান্তিকুমার ঘরদেশি জানিয়েছেন, নিহত যুবকের নাম অসিত সিংহ (৩০)। দুষ্কৃতীরা ওই যুবককে খুব কাছ থেকে গুলি করেছে। তদন্ত শুরু হলেও খুনের কোনও সূত্র মেলেনি বলে জানিয়েছেন জেলা পুলিশের কর্তারা। হত্যাকাণ্ডের পিছনে ব্যক্তিগত রেষারেষি, সমাজ বিরোধীদের গোষ্ঠী বিরোধ কিংবা রাজনীতির কোনও যোগসূত্র থাকার সন্দেহ-সহ সম্ভাব্য সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
|
ধেমাজিতে ধৃত মাওবাদী নেত্রী
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
পুলিশের হাতে ধরা পড়লেন এক মাওবাদী নেত্রী। ঘটনাটি ঘটেছে উত্তর লখিমপুরে। পুলিশ জানায়, ধেমাজির বাসিন্দা গীতাঞ্জলি দিহিঙিয়া বেশ কিছুদিন ধরে মাওবাদী আদর্শ প্রচার করছিলেন। পুলিশ খবর পেয়ে তাঁর উপরে নজর রাখছিল। আজ সকালে তাঁকে গ্রেফতার করা হয়। গীতাঞ্জলিদেবীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। উত্তর-পূর্বে সক্রিয় মাওবাদীদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ জানায়।
|
বিস্ফোরণ, জখম ৩
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বিস্ফোরণে জখম হলেন দুই মহিলা-সহ তিনজন। গত রাতে মণিপুরের উখরুলে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, রাত ৮টা নাগাদ মায়োটাং শহরে, টি এস বুনসনের বাড়িতে বিস্ফোরণ হয়। তিনি উখরুলের বিডিওর অফিসের কর্মী। বিস্ফোরণে জখম হন বুনসনের মা রুথ, দাদা টেরেক ও বৌদি চইনি। আহতদের প্রথমে উখরুল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তিন জনকেই ইম্ফলে পাঠানো হয়েছে। কারা, কেন বিস্ফোরণ ঘটালো তা তদন্ত করে দেখা হচ্ছে।
|
স্ত্রী’কে খুন, নালিশ
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি |
পণের দাবিতে এক গৃহবধূকে খুন করার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। শুক্রবার বিকালে ঘটনাটি ঘটে ধুবুরির দক্ষিণ শালমারা থানার আড়াইমারি গ্রামে। পুলিশ জানায়, মৃতার নাম রসিদা খাতুন (২৫)। তাঁর বাড়ি ওই গ্রামেই। তাঁর পরিবারের অভিযোগ, ওই গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করেছে তাঁর স্বামী সায়েদ আলি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১১ সালের এপ্রিল মাসে দু’জনের বিয়ে হয়। তার পর থেকে পণের দাবিতে রসিদার উপরে তাঁর স্বামী শারীরিক এবং মানসিক নির্যাতন করতেন বলে অভিযোগ।
|
মণিপুরে বিস্ফোরণ, মহিলা-সহ জখম ৩
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বিস্ফোরণে জখম হলেন দুই মহিলা-সহ তিনজন। গত রাতে মণিপুরের উখরুলে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, রাত ৮টা নাগাদ মায়োটাং শহরে, টি এস বুনসনের বাড়িতে বিস্ফোরণ হয়। তিনি উখরুলের বিডিওর অফিসের কর্মী। বিস্ফোরণে জখম হন বুনসনের মা রুথ, দাদা টেরেক ও বৌদি চইনি। আহতদের প্রথমে উখরুল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তিন জনকেই ইম্ফলে পাঠানো হয়েছে। কারা, কেন বিস্ফোরণ ঘটালো তার তদন্ত হচ্ছে।
|
অ্যাঞ্জিওপ্লাস্টি উদ্ধবের, রাজ ফের ‘পাশে’ই
সংবাদসংস্থা • মুম্বই |
অ্যাঞ্জিওপ্লাস্টি হল শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের। আজ সকালে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন ৫২ বছর বয়সী উদ্ধব। দু’ঘণ্টা ধরে চলে অ্যাঞ্জিওপ্লাস্টি। এই সময়ে হাসপাতালে উপস্থিত ছিলেন উদ্ধবের খুড়তুতো ভাই এবং মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) প্রধান রাজ ঠাকরে এবং তাঁর স্ত্রী। ১৬ জুলাই বুকে ব্যথা নিয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি হন উদ্ধব। পরে হয় অ্যাঞ্জিওগ্রাফি। সে দিনও তাঁকে হাসপাতালে নিয়ে যান রাজই। পরে উদ্ধবকে বাড়ি পৌঁছে দিয়ে সেখানেও প্রায় আধ ঘণ্টা সময় কাটান রাজ। সে দিনই জল্পনা শুরু হয়, তবে কি ফের একজোট হতে চলেছে দুই পরিবার? রাজ জানান, এই ‘নৈকট্য’ নিতান্তই ব্যক্তিগত।
|
গুলিতে খুন সংস্থার কর্তা
সংবাদসংস্থা • গাজিয়াবাদ |
গাজিয়াবাদে একটি সংস্থার উচ্চপদস্থ কর্তাকে গুলি করে মারল দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। নিহত নিতিন শর্মা সংস্থার ডেপুটি জেনারেল ম্যানেজার ছিলেন। পুলিশ জানিয়েছে, সকালে মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফিরছিলেন নিতিন। বাড়ির সামনে গাড়ি থেকে নামতেই মোটর সাইকেলে দুই যুবক তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। দুটি গুলি লাগে নিতিনের মাথায়। আটটি বুকে। পালিয়ে যায় দুষ্কৃতীরা। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা নিতিনকে মৃত বলে ঘোষণা করেন।
|
উইপ্রোয় কর্মবিরতি
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
উইপ্রোর পাঁচ কর্মীকে মারধর করার অভিযোগ উঠল ট্যাক্সিচালকদের বিরুদ্ধে। প্রতিবাদে আজ কিছু ক্ষণের জন্য কাজ বন্ধ দিলেন গ্রেটার নয়ডার উইপ্রো শাখার কর্মীরা। কর্মীদের অভিযোগ, সংস্থার ভাড়া করা ২০টি ট্যাক্সির চালক অফিস চত্বরের বাইরে পাঁচ কর্মীকে মারধর করেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে প্রায় ৩০০ কর্মী কাজ বন্ধ করে দেন। তবে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করার পর কাজ শুরু হয়।
|
গ্রেফতার রামদেবের সহযোগী বালকৃষ্ণ
সংবাদসংস্থা • দেরাদুন |
গ্রেফতার হলেন যোগগুরু রামদেবের সহযোগী বালকৃষ্ণ। দুর্নীতির বিরুদ্ধে আগামী ৯ অগস্ট থেকে ফের আন্দোলনে বসতে চলেছেন রামদেব। ঘটনাচক্রে তার আগে নথি জাল করার অভিযোগে সিবিআই গ্রেফতার করল রামদেবের এই ঘনিষ্ঠ সহযোগীকে। বিশেষ আদালত বালকৃষ্ণের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে কিছু দিন আগে। তার পরই আজ হরিদ্বারের আশ্রম থেকে তাঁকে গ্রেফতার করা হয়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, পাসপোর্ট তৈরির জন্য উত্তর প্রদেশের এক কলেজের প্রিন্সিপালের সঙ্গে ষড়যন্ত্র করে জাল মার্কশিট বানান বালকৃষ্ণ। সেই অভিযোগের ভিত্তিতে গত জুলাই থেকে তাঁর বিরুদ্ধে মামলা চলছে। |
|