|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
ফুটে ওঠে মনের যন্ত্রণা |
মৃণাল ঘোষ |
সম্প্রতি অ্যাকাডেমিতে সান্ত্বনা দত্তের তৃতীয় একক প্রদর্শনী হল। তাঁর প্রথম একক হয়েছিল ১৯৯৮ সালে। তাঁর কোনও প্রাতিষ্ঠানিক শিল্পশিক্ষা নেই। তাই হয়তো প্রথাগত নিয়ম না মেনে ‘রূপ’-কে নিজের মতো ভাঙতে পারেন। মানুষ বা অন্য প্রাণী সমস্ত অবয়বকে নিংড়ে তিনি যেন ভিতরের যন্ত্রণাকে বের করে আনতে চান। ‘চেয়ারে বসা মানুষ’, ‘পাখির সঙ্গে নারী’, ‘একলা একটি মেয়ে’, ‘কুকুর’ বা ‘ছাগল’ বিচ্ছিন্ন টুকরো টুকরো রেখায় বা পুঞ্জ পুঞ্জ তমসালগ্ন ছায়াতপে তাদের ভিতর থেকে অন্ধকারটাকে বের করে আনেন। |
|
প্রদর্শনী চলছে
সিমা: ‘সামার শো’ ১ সেপ্টেম্বর পর্যন্ত।
অ্যাকাডেমি: নবেন্দু রায়, সঞ্জয় বেরা প্রমুখ ২৪ জুলাই পর্যন্ত।
সুতপা দাস, সিদ্ধার্থ দে প্রমুখ ২৪ জুলাই পর্যন্ত।
গ্যাঞ্জেস: শেখর রায়, সুনীল দাস, যোগেন চৌধুরী প্রমুখ ২৩ অগস্ট পর্যন্ত। |
|
|
|
|
|