পাড়ুই থানার কেন্দ্রডাঙালে মহিলার দেহ উদ্ধারের ঘটনায় ধৃত ইঞ্জিনিয়ারকে চার দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিল সিউড়ি আদালত। সরকারি আইনজীবী কুন্তল চট্টোপাধ্যায় বলেন, “ধৃত ইঞ্জিনিয়ার জিন্নাতুল আহসানকে শুক্রবার সিউড়ি সিজেএম আদালতে হাজির করানো হয়েছিল। ভারপ্রাপ্ত সিজেএম সৌরভ জানা রায় ধৃতকে চার দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। আগামী ২৪ জুলাই তাকে ফের আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছেন।” প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর পাড়ুইয়ের কেন্দ্রডাঙালে একটি পরিত্যক্ত বাড়ির সামনে থেকে অজ্ঞাতপরিচয় মধ্যবয়স্ক এক মহিলার দেহ উদ্ধার হয়েছিল। দেহের পাশে মোবাইল ও একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছিল। পরে পাড়ুই থানার পুলিশ তদন্ত করে জানতে পারে উদ্ধার হওয়া দেহটি সুপর্ণা সাউ-র (৪১)। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। গত মার্চ মাসে সুপর্ণাদেবীর ভাই সুদীপ সাউ থানায় অভিযোগ করেছিলেন। তদন্তে নেমে পুলিশ গুড়গাঁও থেকে জিন্নাতুল আহসানকে গ্রেফতার করে।
|
নিয়মিত মিটার দেখতে হবে, ভুয়ো বিল সংশোধন করা, ঠিক মতো গ্রাহক পরিষেবা দেওয়া-সহ ৯ দফা দাবিতে শুক্রবার রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির সাঁইথিয়া অফিসে বিক্ষোভ দেখাল সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি। বিক্ষোভ দেখানোর পাশাপাশি তারা স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি দেওয়া হয়। স্টেশন ম্যানেজার বিশ্বজিৎ মণ্ডল বলেন, “স্থানীয় দাবিগুলি এখানে মেটানোর চেষ্টা করা হবে। বাকি দাবিগুলি কর্তৃপক্ষকে জানানো হবে।”
|
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বধূর। পুলিশ জানায়, মৃতার নাম পম্পা বিশ্বাস (২৬)। বাড়ি মুরারই থানার নতুনগ্রাম এলাকায়। বৃহস্পতিবার ওই বধূর মৃতদেহ উদ্ধার হয়। বধূর বাপেরবাড়ির লোকজন জামাই, শ্বশুর, শাশুড়ি, ননদের নামে অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়, অভিযুক্তরা পলাতক।
|
সব্জি, মাছ-মাংসও অন্যান্য জিনিসের বাজার দর নিয়ন্ত্রণে রয়েছে কি না, বা পাইকারি ও খুচরো ব্যবসায়ীরা যে দাম নিচ্ছেন তার মধ্যে সামঞ্জস্য আছে কি না তা খতিয়ে দেখতে শুক্রবার দুবরাজপুর বাজার ঘুরলেন বিভিন্ন আধিকারিকেরা। ছিলেন দুবরাজপুরের বিডিও গোবিন্দ দত্ত, দুবরাজপুরের পুরপুরধান পীযূষ পাণ্ডে ও দুবরাজপুর থানার এক পুলিশ আধিকারিক। বিডিও জানান, দু-একটি সব্জি ছাড়া নিয়ন্ত্রণে রয়েছে বাজার দর। |