কলকাতার ডুবে যাওয়া জাহাজ থেকে রুপো উদ্ধার
সংবাদসংস্থা • লন্ডন |
এসএস গেয়ারসোপ্পা থেকে উদ্ধার হওয়া রুপোর বাট। ছবি: এএফপি |
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে যাওয়া ব্রিটিশ জাহাজ এসএস গেয়ারসোপ্পা থেকে প্রায় ৪৪ টন রুপো উদ্ধার হল। এর অর্থমূল্য প্রায় তিন কোটি সত্তর লক্ষ ডলার। তৎকালীন ব্রিটিশ যুদ্ধ পরিবহণ মন্ত্রকের জাহাজ এসএস গেয়ারসোপ্পা ১৯৪১ সালে কলকাতা বন্দর থেকে রওনা দেয়। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই আয়ারল্যান্ড উপকূলের ৩০০ মাইল দূরে জার্মান হামলায় ডুবে যায় সেটি। উত্তর অতলান্তিকের প্রায় পনেরো হাজার ফুট নীচে গত বছর জাহাজটির ধ্বংসাবশেষ উদ্ধার করে একটি মার্কিন সংস্থা। তখনই জানা যায়, প্রচুর রুপোর বাট রয়েছে জাহাজটিতে। সংস্থার সঙ্গে চুক্তি করে তাদের ওই রুপো তুলে আনার বরাত দেয় ব্রিটিশ সরকার। চুক্তি অনুযায়ী, উদ্ধার হওয়া রুপোর অর্থমূল্যের ৮০% পাবে সংস্থা, ২০% ব্রিটিশ সরকার। সেই কাজে নেমেই মিলেছে এই ‘সাফল্য।’ এখনও পর্যন্ত প্রায় ১২০০টি রুপোর বাট তোলা হয়েছে, যার মূল্য তিন কোটি সত্তর লক্ষ ডলার। মার্কিন সংস্থাটির দাবি, কোনও জাহাজের ধ্বংসাবশেষ থেকে দামি ধাতু উদ্ধারের এটাই সব থেকে বড় ঘটনা।
|
মারা গেলেন সিরিয়ার আহত নিরাপত্তাপ্রধান
সংবাদসংস্থা • দামাস্কাস |
সিরিয়ার নিরাপত্তা দফতরে হামলায় আহত, জাতীয় নিরাপত্তা প্রধান হিসাম ইখতিয়ারের মৃত্যু হল আজ। বুধবারের হামলায় আহত হন তিনি। এই নিয়ে আসাদ-সরকারের ৪ শীর্ষ কর্তা নিহত হলেন। সিরিয়ায় সেনা ও বিদ্রোহীদের সংঘর্ষ অব্যাহত। সেনাবাহিনীর দাবি রাজধানীর মিদান এলাকা বিদ্রোহী-মুক্ত করা সম্ভব হয়েছে। তবে বহু সীমান্ত এলাকা এখনও বিদ্রোহীদেরই দখলে। ফ্রান্সে রাশিয়ার এক প্রতিনিধি দল জানিয়েছে, সিরিয়ায় গৃহযুদ্ধ রুখতে পদ ছাড়তে রাজি হয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। যদিও সিরিয়া এই দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। |