টুকরো খবর |
ছিনতাইয়ের অভিযোগে ধৃত
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ভুয়ো কাস্টম অফিসার পরিচয় দিয়ে ট্রেন থেকে সোনা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল অন্ডাল জিআরপি। ধৃতের নাম মহম্মদ হুসেন। শুক্রবার আসানসোল আদালতে তোলা হলে বিচারক তাকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৭ জুলাই আপ হাওড়া দানাপুর এক্সপ্রেসে যাচ্ছিলেন সোনার দোকানের কর্মচারী সত্যেন্দ্র কুমার। তখনই চারজন ব্যক্তি নিজেদের কাস্টম অফিসার পরিচয় দিয়ে সত্যেন্দ্রবাবুর কাছ থেকে কিছু কাঁচা সোনা ও তাঁর মোবাইলটি ছিনিয়ে নেয়। এরপরেই উধাও হয়ে যায় তারা। সত্যেন্দ্রবাবু অন্ডাল জিআরপিতে একটি ডায়েরি করেছিলেন। তার ভিত্তিতেই তদন্তে নেমে পুলিশ একে গ্রেফতার করেছে।
|
বিদ্যুৎ বণ্টন দফতরে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
লোডশেডিংয়ের প্রতিবাদে ও স্পট বিলিং-এর স্বচ্ছতা দাবি করে বিক্ষোভ দেখাল সিপিএমের কুলটি জোনাল কমিটি। শুক্রবার রাজ্য বিদ্যুৎ বণ্টন দফতরের বরাকর কার্যালয়ের সামনে দলের কয়েক’শো সদস্য সমর্থক মিলে একটি মিছিল করে এসে এই বিক্ষোভ দেখান। পরে জোনাল সম্পাদক সাগর মুখোপাধ্যায়ের নেতৃত্বে আট জনের একটি প্রতিনিধি দল স্টেশন ম্যানেজারের কাছে স্মারকলিপিও জমা দেন। তাদের অভিযোগ, গত দেড় মাস ধরে কুলটির বিস্তীর্ণ এলাকায় প্রায়শই লোডশেডিং হচ্ছে। দিনে পাঁচ থেকে সাত ঘন্টার বেশি বিদ্যুৎ থাকছে না। ফলে বিপাকে পড়ছেন গ্রাহকরা। বিশেষত, বয়স্ক নাগরিক ও পড়ুয়ারা। এছাড়াও স্পট বিলিংয়ের ক্ষেত্রেও এমন কিছু হিসেব দেওয়া হচ্ছে যা গ্রাহকদের বুঝতে অসুবিধে হচ্ছে। এমনকী পর্ষদ কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা বুঝিয়ে দিচ্ছেন না বলে অভিযোগ। রাজ্য বিদ্যুৎ বণ্টন দফতরের বরাকর সাব স্টেশনের স্টেশন ম্যানেজার সমীর চট্টোপাধ্যায় জানান, স্পট বিলিংয়ের সমস্যা বুঝতে গ্রাহকদের সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদ কর্মীদের। এছাড়া লোডশেডিং কম করারও আশ্বাস দিয়েছেন তিনি।
|
প্রার্থী দিতে পারল না সিটু
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
কর্মচারী সমবায়ের পরিচালন সমিতির নির্বাচনে এক তরফা মনোনয়ন দাখিল করলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বেলবাঁধ কোলিয়ারি এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচনের মনোননপত্র দাখিলের শেষ দিন ছিল শুক্রবার। এ দিন ৯টি আসনেই তৃণমূল একা মনোনয়ন দাখিল করেছে। যদিও এত দিন পরিচালন সমিতি সিটুর দখলেই ছিল। সিপিএমের অজয় জোনাল কমিটির সম্পাদক তথা সিটু নেতা মনোজ দত্তের অভিযোগ, “যে ভাবে তৃণমূল সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে তাতে আমাদের দাঁড়ানো নিরর্থক। তাই কোনও প্রার্থী দিইনি।” তৃণমূলের প্রদেশ কমিটির সদস্য তথা আইএনটিটিইউসি নেতা প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের পাল্টা বক্তব্য, “এক বছর আগেও এই কো-অপারেটিভ কার্যালয় চত্বরের ধারেকাছেই বিরোধীরা ঘেঁষতে পারত না।”
|
লরি আটক
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
নির্দিষ্ট গন্তব্যে না গিয়ে ঝাড়খন্ডে ডেহেরিয়অনসনে চলে যাওয়ায় দুটি কয়লা বোঝাই লরিকে আটক করে নিয়ে এল আসানসোল উত্তর থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে লরির দুই চালক মনোজ যাদব ও রামবরণ নুনিয়াকেও। পুলিশ সূত্রে খবর, কোলিয়ারির বৈধ কাগজপত্র মোতাবেক এই কয়লাগুলি উত্তর দিনাজপুরে যাওয়ার কথা। কিন্তু গাড়ির চালকেরা সেগুলি ঝাড়খন্ডে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ সেগুলি আটক করে।
|
রেড রিবন যাত্রা
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
শুক্রবার থেকে দু’দিন ব্যাপী রেড রিবন যাত্রা শুরু হল আসানসোলে। শুক্রবার আসানসোল স্টেশনে রেড রিবন এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের আইন ও বিচার মন্ত্রী তথা আসানসোলের বিধায়ক মলয় ঘটক। ছিলেন মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় ও জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা। এড্স সংক্রান্ত বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যেই এই যাত্রা শুরু হয়েছে। ট্রেনে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে।
|
ভুয়ো পরিচয় দিয়ে তোলা আদায়, ধৃত
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ভুয়ো পুলিশকর্মী পরিচয় দিয়ে রেলের ভেন্ডারদের কাছ থেকে তোলা আদায়ের অভিযোগে বৃহস্পতিবার দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের আরপিএফ। ধৃতদের নাম মহম্মদ সাদিক ও রাজু প্রসাদ। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই তাঁদের কাছে গোপন খবর ছিল যে পুলিশের নাম করে একদল লোক ভেন্ডারদের কাছ থেকে জোর করে তোলা আদায় করছে। শুক্রবার ধৃত দু’জনকে আসানসোল আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হাজতের নির্দেশ দেন।
|
অস্ত্র-সহ ধৃত দুষ্কৃতী
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করল কোকওভেন থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম লোকমান মুখোপাধ্যায়। তার কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। স্থানীয় পিসিবিএল মোড় থেকে তাকে ধরা হয়। শুক্রবার আদালতে তোলা হলে বিচারক ধৃতের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশের দাবি, ধৃত ব্যাক্তি অবৈধ কয়লা কারবারে যুক্ত।
|
ছিনতাই, ধৃত
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
ভুয়ো কাস্টম অফিসার পরিচয়ে ট্রেন থেকে সোনা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মহম্মদ হুসেন নামে এক ব্যক্তিকে ধরল অন্ডাল জিআরপি। আসানসোল আদালত তার তিন দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
|
রানিগঞ্জে পথসভা |
অরণ্য সপ্তাহ উপলক্ষে রানিগঞ্জ টিডিবি কলেজ জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে একটি পথসভা আয়োজিত হল শুক্রবার। বক্তৃতা করেন অধ্যাপক জগন্নাথ চক্রবর্তী ও চন্দনা খান। কলেজের ছাত্রছাত্রীরা এই পথসভায় যোগ দিয়েছিলেন। |
|