|
|
|
|
তৃণমূলের মিছিল শহরে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পরপর মেদিনীপুরে বামেদের কয়েকটি কর্মসূচি হয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী-সমর্থকেরা এসে শহরে মিছিল করেছেন। মিছিল থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান তুলেছেন। পরিস্থিতি দেখে এ বার ‘পাল্টা’ মিছিল করল তৃণমূল।
বৃহস্পতিবার বিকেলে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে এই মিছিল হয়। নেতৃত্ব দেন দলের জেলা সভাপতি দীনেন রায়, কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ, শহর সভাপতি সুকুমার পড়্যা প্রমুখ। তৃণমূল নেতৃত্ব অবশ্য এই মিছিলকে বামেদের ‘পাল্টা’ বলতে নারাজ। তাঁদের বক্তব্য, এটা পূর্ব নির্দিষ্ট দলীয় কর্মসূচি। এ দিন বিকেলে শহরের বিদ্যাসাগর হল ময়দান থেকে মিছিল শুরু হয়। ২১ জুলাই কলকাতায় শহিদ সমাবেশ রয়েছে। তারই প্রস্তুতিতে এই কর্মসূচি। মিছিল থেকে যে সব সিপিএম নেতা-কর্মী দীর্ঘদিন ধরে মানুষের উপর অত্যাচার করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। পঞ্চায়েতের দুর্নীতির তদন্তের দাবি তোলা হয়। প্রদ্যোৎ ঘোষ বলেন, “অনেক পঞ্চায়েতে দুর্নীতি হয়েছে। সরকারি অর্থ নয়ছয় হয়েছে। আমরা তদন্ত দাবি করেছি।” |
|
বৃহস্পতিবার বিকেলে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে মেদিনীপুর শহরে
মিছিল করল তৃণমূল। ছবি তুলেছেন সৌমেশ্বর মণ্ডল। ছবি: সৌমেশ্বর মণ্ডল। |
পরপর বামেদের কয়েকটি কর্মসূচি ঘিরেই সরগরম ছিল শহর। প্রথমে মহিলা সংগঠনের আইন অমান্য হয়। তারপর শ্রমিক সংগঠনের মিছিল হয়। গত মঙ্গলবার জেলা বামফ্রন্টের উদ্যোগে আইন অমান্য কর্মসূচি পালিত হয়। নেতৃত্বে ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য দীপক সরকার। সোমবার ২১ জুলাইকে সামনে রেখে মেদিনীপুরেই এক সমাবেশ করেছে যুব তৃণমূল। আর এ দিন মিছিল হয়। জেলা তৃণমূল সভাপতি দীনেন রায় বলেন, “জঙ্গলমহলে শান্তি ফিরে এসেছে। উন্নয়নমূলক কাজকর্ম শুরু হয়েছে। এই পরিস্থিতিতে সিপিএম নতুন করে অশান্তি তৈরির চেষ্টা করলে মানুষই প্রতিবাদ করবেন।” এই জেলা থেকেও কয়েক হাজার দলীয় কর্মী-সমর্থক শহিদ সমাবেশে যাবেন বলে জেলা তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন। |
|
|
|
|
|