টুকরো খবর
জামিন হয়নি, কোর্ট চত্বরে মার মুহুরিকে
জামিন মঞ্জুর না-হওয়ায় আদালত-চত্বরেই এক মুহুরিকে মারধরের অভিযোগ উঠল ‘অভিযুক্তদের ঘনিষ্ঠ’ কিছু লোকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে হাওড়া আদালতে। পুলিশ জানায়, বুধবার এক প্রোমোটারকে হেনস্থা করা ও হুমকি দেওয়ার অভিযোগে বালির ছ’জন তৃণমূলকর্মীকে গ্রেফতার করা হয়েছিল। এ দিন হাওড়া আদালত অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করে সোমবার পর্যন্ত তাদের জেল-হাজতে রাখার নির্দেশ দেয়। অভিযোগ, তার পরে ওই অভিযুক্তদের ঘনিষ্ঠ ৫ যুবক আদালত-চত্বরে মুহুরি তথা বালি কেন্দ্রের তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক আখতার আলিকে বেধড়ক মারে করে। আখতার ৫ যুবকের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

বিদ্যুতের তার চুরি, গ্রেফতার ৪ দুষ্কৃতী
বিদ্যুতের তার চুরির সময়ে চার জনকে হাতেনাতে ধরে ফেলল পুলিশ। আরামবাগ-তারকেশ্বর নবনির্মিত রেলপথে বিদ্যুৎ সংযোগের জন্য যে তার টাঙানো হচ্ছে, তা কাটা হচ্ছে দেখতে পেয়ে বুধবার রাতে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার নৈশপ্রহরী খবর দেন পুলিশকে। গাড়ি নিয়ে টহলদার পুলিশ বাহিনী তৎক্ষণাৎ উপস্থিত হয় আরামবাগের পূর্বকৃষ্ণপুরে। রাত তখন প্রায় আড়াইটে। পুলিশ আসছে বুঝে পালিয়ে যায় কয়েক জন তার-চোর। ধরা পড়ে যায় ৪ জন। পুলিশ জানায়, ধৃতদের নাম লক্ষ্মীকান্ত সরেন, হারাধন সর্দার, শেখ মনজুর আলি ও লাল্টু পাল। প্রথম তিন জনের বাড়ি বাঁকুড়ার রানিবাঁধে। অন্য জন পুড়শুড়ার মসিনান গ্রামের বাসিন্দা। ওই দুষ্কৃতীদের কাছ থেকে কিছু বিদ্যুতের তার, তার কাটার সরঞ্জাম এবং একটি গাড়ি উদ্ধার করেছে পুলিশ। এই দলটি রেলপথের বিভিন্ন অংশে তার চুরিতে জড়িত বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। বৃহস্পতিবার সকলকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক সকলকে চার দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

ভুয়ো শংসাপত্র দিয়ে সাসপেন্ড ১৩ কর্মী
ভুয়ো শংসাপত্র দাখিল করে চাকরি করার অভিযোগে গোটা জেলায় দফতরের ১৩ জন কর্মীকে সাসপেন্ড করলেন হুগলির ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক (ডিএলএলআরও)। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার এই মর্মে নোটিস দেওয়া হয় অভিযুক্ত কর্মীদের। যাঁদের নোটিস দেওয়া হল, তাঁরা সকলেই চতুর্থ শ্রেণির কর্মী। সকলেই জেলার বিভিন্ন ব্লকে কাজ করছিলেন। জেলার ভূমি ও ভূমি রাজস্ব দফতর সূত্রের খবর, সম্প্রতি জেলার বিভিন্ন ব্লকে দফতরের বেশ কিছু কর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠে ভুয়ো শংসাপত্র জমা দিয়ে তাঁরা চাকরি পেয়েছেন। এ ধরনের অভিযোগ পেয়ে ওই দফতর তদন্তে নামে। জেলাশাসক শ্রীপ্রিয়া রঙ্গরাজন বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, “অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ডিএলএলআরও ওই ১৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন।”

ডানলপ নিয়ে রায় বহাল ডিভিশন বেঞ্চে
ডানলপ নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তী যে রায় দিয়েছিলেন, তা বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত ও বিচারপতি অসীম মণ্ডলের ডিভিশন বেঞ্চ এ দিন ডানলপ কর্তৃপক্ষের দায়ের করা আপিল মামলার রায় দিয়ে বলেন, ডানলপ কর্তৃপক্ষ স্পেশাল অফিসারের অনুমতি ছাড়া কোনও সিদ্ধান্ত কার্যকর করতে পারবেন না। ডানলপের সম্পত্তি রক্ষা ও উদ্ধারের কাজ করবেন স্পেশাল অফিসার। মূল মামলাটির বিচার চলবে সিঙ্গল বেঞ্চে।

আদালতের নির্দেশ
পরিচয়পত্র তৈরি না হওয়া পর্যন্ত প্রাতর্ভ্রমণকারীরা অবাধে বটানিক্যালে ঢুকতে পারবেন। কিন্তু বাইরে বা ভিতরে আন্দোলন করা যাবে না। গার্ডেন কর্তৃপক্ষকে এক মাসের মধ্যে পরিচয়পত্র তৈরি শেষ করতে হবে। বৃহস্পতিবার বটানিক্যাল সংক্রান্ত মামলায় এমনই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বটানিক্যাল কর্তৃপক্ষের সমালোচনা করে হাইকোর্ট বলেছে, প্রাতর্ভ্রমণকারীদের কার্ড চালু নিয়ে আদালতের নির্দেশ সঠিক ভাবে মানা হয়নি। শুনানির সময়ে পরিবেশকর্মী সুভাষ দত্ত জানান, মানুষের স্বাস্থ্যের কথা ভেবে পরিচয়পত্র দেওয়ার প্রক্রিয়া সারা বছর চালু রাখা হোক।

বিদ্যুৎস্পৃষ্টের মৃত্যু
নিজের বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার ঘটনাটি ঘটেছে আরামবাগের ব্লকপাড়ায়। পুলিশ জানায়, মৃত শঙ্কর কর্মকার (৫২)।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.