মিডিয়া এবং বিনোদন দুনিয়ায় প্রশাসনিক কাজে আগ্রহী পড়ুয়াদের জন্য নতুন দু’টি পাঠ্যক্রম চালু করল একটি শিক্ষা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার কলেজ স্ট্রিটে আইআইএসডব্লিউবিএম ক্যাম্পাসে ওই বিষয়গুলিতে পঠনপাঠন শুরুর কথা ঘোষণা হয়। আইআইএসডব্লিউবিএম-এর সঙ্গে যৌথ ভাবে এই উদ্যোগে সামিল এবিপি পরিচালিত ‘ক্যালকাটা মিডিয়া ইনস্টিটিউট’ (সিএমআই)। অনুষ্ঠানে হাজির ছিলেন এবিপি-র এমডি ও সিইও ডি ডি পুরকায়স্থ, সিএমআই-এর ডিরেক্টর অমিতাভ দত্ত, আইআইএসডব্লিউবিএম-এর ডিরেক্টর ডি কে সান্যাল, সিদ্ধার্থ রায় প্রমুখ।
|
যাদবপুর স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে প্রাণ হারালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। ওই দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায়। জিআরপি জানায়, মৃত ছাত্রের নাম মৃণালকান্তি পাত্র। তাঁর বাড়ি সিঙ্গুরে। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, মেকানিক্যাল ইঞ্জিনিয়রিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র মৃণালকান্তি বিকেলে স্টেশনে ট্রেন ধরতে যান। ট্রেন ছেড়ে দেওয়ায় ছুটে উঠতে গিয়ে তাঁর পা পিছলে যায়। বৃষ্টির জন্য প্ল্যাটফর্ম ভিজে ছিল। তিনি লাইনে পড়ে যান। তাঁর মাথায় গুরুতর চোট লাগে। বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
|
এক অটোচালকের বিরুদ্ধে ভবানীপুর থানায় শ্লীলতাহানির অভিযোগ করেছেন একটি তরুণী। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই তরুণী গাড়িতে সঙ্গীকে নিয়ে ল্যান্সডাউন রোড দিয়ে যাচ্ছিলেন। তাঁদের গাড়ির সঙ্গে একটি অটোর ধাক্কা লাগে। এই নিয়ে বচসা বাধে। বচসা থেকে শুরু হয় ধাক্কাধাক্কি। অটোচালক তখনই তরুণীকে ধাক্কা মারে এবং শ্লীলতাহানি করে বলে অভিযোগ। রাতে অটোটি বাজেয়াপ্ত করা হলেও অভিযুক্ত ধরা পড়েনি।
|
এক প্রোমোটারকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগে এক যুবক গ্রেফতার হল। বৃহস্পতিবার, শরৎ বসু রোড ও হাজরা রোডের মোড় থেকে। ধৃতের নাম সন্তোষ রাউত। পুলিশ জানায়, ৮ জুলাই চক্রবেড়িয়া রোডে মনোজ সাউ নামে এক প্রোমোটারকে গুলি করে খুনের চেষ্টা হয়। ওই ঘটনায় অভিযুক্ত ছিল সন্তোষ ও ভূষণ নামে দুই দুষ্কৃতী। ভূষণের খোঁজ মেলেনি। |