পঞ্চায়েত কার্যালয় দেরিতে খোলায় ঠিকমতো পরিষেবা পাচ্ছেন না বাসিন্দারা। এই অভিযোগে বৃহস্পতিবার খয়রাশোলের লোকপুর পঞ্চায়েতে কর্মীদের ঢুকতে বাধা দেন ও বিক্ষোভ দেখান কিছু তৃণমূল সমর্থক এবং স্থানীয় বাসিন্দারা। খয়রাশোলের যুগ্ম বিডিও-র হস্তক্ষেপে এবং পঞ্চায়েত খোলার দায়িত্বে খাকা কর্মীরা ঘটনার পুনরাবৃত্তি হবে না, এই মর্মে মুচলেকা দিলে সমস্যা মেটে। যুগ্ম বিডিও বীরেন দাসও ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন। লোকপুর পঞ্চায়েত প্রধান শেখ বুদ্রাইল বলেন, “নিয়মিত দেরিতে খোলার অভিয়োগ ঠিক নয়। কাজে বেশ কয়েকজন কর্মী বাইরে আছেন। আমিও এ দিন কাজের জন্য সময় মতো আসতে পারিনি। কিন্তু যাঁদের উপর পঞ্চায়েত খোলার দায়িত্ব তাঁরা বৃহস্পতিবার দেরিতে এসেছেন এ কথা ঠিক। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেটা দেখব।”
|
জেলার ১০০ জন দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীকে বইপত্র, পড়াশোনার সামগ্রী ও নগদ আর্থিক সাহায্য দিল সিউড়ির ‘নতুন সকাল’। গত ১৫ জুলাই সিউড়ির সিধো কানহো মঞ্চে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক জগদীশপ্রদাস মিনা, সিউড়ির মহকুমাশাসক চন্দ্রনাথ রায়চৌধুরী, জেলা স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তথা সংস্থার উপদেষ্টামণ্ডলীর চেয়ারম্যান শিবনাথ চট্টোপাধ্যায়, শিক্ষাবিদ অধ্যাপক নারায়ণ ভট্টাচার্য প্রমুখ। কলকাতা মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষে পাঠরত জেলার দুই দুঃস্থ মেধাবী ছাত্র মহম্মদ সলমন ও মহম্মদ আজহারকে বইপত্র ও অন্যান্য উপহার তুলে দেন জেলাশাসক।
|
ময়ূরাক্ষী নদীর কজওয়ে দিয়ে যাতায়াতের পথে বৃহস্পতিবার দুর্ঘটনায় আহত হলেন এক যুবক। আহত যুবকের নাম পঙ্কজ কেশরী। তাঁর বাড়ি রামপুরহাটে। |