টুকরো খবর
প্রয়াত কথাকার হুমায়ূন আহমেদ
ক্যানসার কেড়ে নিল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদকে (৬৪)। বৃহস্পতিবার রাতে নিউ ইয়র্কের একটি হাসপাতালে মৃত্যু হয় রসায়নের প্রাক্তন শিক্ষক এবং পরবর্তী কালে শীর্ষস্থানীয় কথাকার হুমায়ূনের। শেষ সময়ে পাশে ছিলেন স্ত্রী মেহের আফরোজ। ‘নন্দিত নরকে’ দিয়ে যাত্রা শুরু। হুমায়ূনের উপন্যাসের সংখ্যা দু’শোরও বেশি। নাট্যকার হিসেবেও জনপ্রিয় ছিলেন তিনি। পরিচালনা করেন কয়েকটি ছবিরও। তবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন ‘বেস্টসেলার’ উপন্যাসের নিপুণ শিল্পী হিসেবেই। এ ক্ষেত্রে বাংলাদেশে জুড়ি নেই তাঁর।

রাষ্ট্রপুঞ্জে আসাদের বিরুদ্ধে ভোট ভারতের
বিস্ফোরণে সরকারের তিন শীর্ষ কর্তা নিহত হওয়ার পর সংঘাত আরও তীব্র হল সিরিয়ায়। গত কাল সারা রাত ধরে সিরিয়ার বিভিন্ন প্রান্তে আসাদের সেনাবাহিনী ও বিরোধী পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। যদিও প্রেসিডেন্ট বাশার আল আসাদ এখন কোথায় রয়েছেন, তা জানা যায়নি। আসাদ সরকারের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার হুমকি দিতে উদ্যোগী হয়েছিল আমেরিকা, ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন। ওই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল ভারত-সহ ১১টি দেশ। কিন্তু, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে রাশিয়া ও চিনের ভেটো প্রয়োগে ওই প্রস্তাব পাশের চেষ্টাও বানচাল হয়ে গিয়েছে। সিরিয়া নিয়ে গতকালই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাতে অবশ্য আসাদকে নিয়ে রাশিয়ার অবস্থান বদলায়নি। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি হরদীপ সিংহ পুরি বলেছেন, “রাষ্ট্রপুঞ্জ যৌথ ভাবে কোনও বার্তা দিতে পারল না। এটা দুর্ভাগ্যজনক।” তাঁর মতে, নিরাপত্তা পরিষদের সদস্যদের আরও নমনীয় মনোভাব দেখানো উচিত ছিল। কূটনৈতিক শিবিরের একাংশের বক্তব্য, সিরিয়া নিয়ে রাশিয়া ও চিনের অবস্থানের কার্যত সমালোচনাই করেছে নয়াদিল্লি। সিরিয়ার এক মানবাধিকার সংগঠনের দাবি, সে দেশে শুধুমাত্র কালই নিহত হয়েছেন দু’শোরও বেশি মানুষ। হামলার আশঙ্কায় ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছেন অনেকেই। দামাস্কাসের উত্তর-পূর্ব ও দক্ষিণ শহরতলির পরিস্থিতি সবচেয়ে খারাপ। এ ছাড়াও মেজ, কোয়াবুন, কফর সোউসা শহরে সেনাবাহিনীর বোমাবর্ষণ অব্যাহত।

ইজরায়েলি পর্যটকদের বাসে বিস্ফোরণ, হত ৬
বুলগেরিয়ায় আত্মঘাতী জঙ্গি হানায় নিহত হলেন ছ’জন। গত কাল, বুরগাস বিমানবন্দরের সামনে একটি বাসে এই ঘটনা ঘটে। বাসটিতে প্রায় জনা পঞ্চাশেক ইজরায়েলি পর্যটক ছিলেন। গোটা ঘটনার পিছনে ইরান-সমর্থিত হেজবুল্লা জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে বলে অভিযোগ জানিয়েছে ইজরায়েল। ইরান অবশ্য এ অভিযোগ অস্বীকার করে জানায়, তারা সব ধরনের সন্ত্রাসের বিরোধী। এ দিন, বিমানবন্দরের তরফে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। সাক্ষীদের বর্ণনা থেকে সন্দেহভাজন জঙ্গির একটি অবয়বও আঁকানো হয়েছে। ওই আঁকা ও ভিডিও ফুটেজ মিলিয়ে বছর ছত্রিশের একটি লোককে চিহ্নিত করা হয়েছে। মাথায় লম্বা সোনালি চুল, পরনে নীল জামা, চোখে সানগ্লাস এবং মাথায় টুপি। বিমানবন্দরের সামনেই ঘুরে বেড়াতে দেখা যায় তাকে। বুলগেরিয়ার অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী শ্বেতান শ্বেতানভ বলেন, “পর্যটকদের ভিড়ে যে এক আত্মঘাতী জঙ্গি ছিল, তার প্রমাণ পেয়েছি। তাঁর কাছে মিশিগানের নকল ড্রাইভিং লাইসেন্স ছিল।” ভিডিও ফুটেজের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, “খুব সাধারণ একটা লোক। দেখলে বোঝার উপায় নেই।”

সমুদ্রে হিমশৈল, আতঙ্ক
গ্রিনল্যান্ডের পিটারম্যান হিমবাহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সুবিশাল একটি হিমশৈল। আকারে এটি ম্যানহাটানের থেকেও বড়। আর নাসার এই খবরে কপালে ভাঁজ পড়েছে কানাডা ও আশপাশের দেশগুলোতে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.