টুকরো খবর |
পুলিশকর্তা পরিচয় দিয়ে ‘প্রতারণা’, ধৃত
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
আইপিএস এবং সিআইডি-র আধিকারিক পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযাগে দুই যুবককে গ্রেফতার করেছে দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম ইমরান খান ও ওয়াসিম আক্রম খান। তারা দুই ভাই। বাড়ি দুর্গাপুরের কাদা রোড নেপালি পাড়ায়। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হলে বিচারক ৪ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, বিভাস রায় নামে বেনাচিতি ভারতী হিন্দি হাইস্কুলের এক শিক্ষাকর্মী তাঁর ছেলের চাকরির প্রত্যাশায় ওই দু’জনকে ৩ লক্ষ টাকা দিয়েছিলেন। পরে তারা আরও এক লক্ষ টাকা চায়। কিন্তু বিভাসবাবুর আর টাকা দেওয়ার সঙ্গতি ছিল না। বুধবার তিনি স্কুল শিক্ষকদের কাছে আর্থিক সাহায্য চান। শিক্ষকেরা তার কারণ জিজ্ঞাসা করলে তিনি ঘটনার কথা জানান। |
|
—নিজস্ব চিত্র। |
স্কুলের প্রধান শিক্ষক ধর্মেন্দ্র প্রসাদ বিভাসবাবুকে ওই দু’জনকে স্কুলে ডেকে পাঠানোর পরামর্শ দেন। তারা এসে এক জন নিজেকে আইপিএস অফিসার ও অন্য জন সিআইডি-র আধিকারিক হিসেবে পরিচয় দেয়। স্কুলের শিক্ষকেরা তার আগেই পুলিশে খবর দিয়ে দিয়েছিলেন। পুলিশ এসে দু’জনকে আটক করে নিয়ে যায়। পুলিশ জানায়, দুই যুবককে জেরা করে বোঝা যায়, তারা ভুয়ো পরিচয় দিচ্ছে। এর পরেই তাদের গ্রেফতার করা হয়। এডিসিপি (পূর্ব) সুনীল যাদব জানান, তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ভুয়ো পরিচয়পত্র ও চারটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
|
রাস্তা সংস্কারের দাবি, অনশন
নিজস্ব সংবাদদাতা • বুদবুদ |
রাস্তা সংস্কার-সহ সাত দফা দাবিতে বৃহস্পতিবার সকালে গলসি ১ ব্লক অফিসের সামনে অনশন শুরু করেন কংগ্রেসের মানকর অঞ্চল কমিটির প্রায় ৭০ জন সদস্য। তার মধ্যে অধিকাংশই মহিলা। প্রায় পৌনে এক ঘণ্টা বুদবুদ-গুসকরা রাস্তা অবরোধও করেন তাঁরা। পরে বিডিও নিরঞ্জন করের আশ্বাসে অবরোধ ওঠে। কংগ্রেসের সাত জনের একটি প্রতিনিধি দল বিডিও-র সঙ্গে আলোচনার করার পরে বিকেলের দিকে অনশন তুলে নেন সদস্যেরা। ব্লক মহিলা কংগ্রেস সভানেত্রী শম্পা শিকদার, অঞ্চল কংগ্রেস নেতা জয়গোপাল দে, তপন কুমার বিশ্বাসরা অভিযোগ করেন, বহু দিন ধরে বুদবুদ-গুসকরা রাস্তাটি বেহাল। অবিলম্বে সেটি সংস্কার করতে হবে। |
|
রাস্তা সংস্কার-সহ বিভিন্ন দাবিতে গলসি ১ ব্লক অফিসের সামনে অনশন করল কংগ্রেস। |
এছাড়া সারের কালোবাজারি বন্ধ, বিধবাভাতা, বার্ধক্যভাতা চালু, সব জায়গায় জনস্বাস্থ্য কারিগরি দফতরের জলের পাইপলাইন বসানো-সহ বিভিন্ন দাবি জানান তাঁরা। বিডিও নিরঞ্জন কর জানান, এই মুহূর্তে রাস্তার পুরোপুরি সংস্কার সম্ভব নয়। তবে গর্তগুলি বুজিয়ে ফেলা হবে। দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
|
বিএলএলআরও অফিসে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর |
|
—নিজস্ব চিত্র। |
বিভিন্ন দাবিতে পাণ্ডবেশ্বরের ভূমি ও ভূমি রাজস্ব দফতরে (বিএলএলআরও) সিপিআই (এমএল)-এর নেতৃত্বে বিক্ষোভ দেখান বাসিন্দারা। বৃহস্পতিবার এই বিক্ষোভ শেষে ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক জুলফিকার আলির হাতে একটি দাবিপত্রও তুলে দেন তাঁরা। বাসিন্দাদের অভিযোগ, শোনপুর বাজারি প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করা হচ্ছে। কিন্তু নথিভুক্ত নন এমন বর্গাদারেরা নথিভুক্তকরণের আবেদনপত্র পাচ্ছে না। দফতরে এসে হয়রানির শিকার হচ্ছেন। সিপিআই (এমএল) নেতা কীর্তন কোটালে দাবি, অবিলম্বে বর্গা শংসাপত্র দান ও ভূমিহীন খেতমজুরদের জমির পাট্টা বিলি করতে হবে। জুলফিকার আলি জানান, বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।
|
প্রার্থী দিল না আইএনটিটিইউসি
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মহিলা সমবায় ব্যাঙ্কের পরিচালন পর্ষদের নির্বাচনে দুর্গাপুরে ৪৬টি আসনের মধ্যে মাত্র ৯টি আসনে প্রার্থী দিল আইএনটিটিইউসি। বৃহস্পতিবার মনোনয়নপত্র পরীক্ষা শেষে দেখা যায়, ৩৬টি আসনে শুধু প্রার্থী দিয়েছে সিটু। ৯টি আসনে প্রার্থী দিয়েছে সিটু এবং আইএনটিটিইউসি। এর মধ্যে একটি আসনে সিটু প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গিয়েছে। তৃণমূলের দাবি, ঠিক সময়ে খবর না পাওয়ায় তারা সব আসনে প্রার্থী দিতে পারেনি। সিটু শিবির স্বাভাবিক ভাবেই উল্লসিত। এই সমবায়ে ৫ অগস্ট ভোট গণনা হবে।
|
খান্দরা পঞ্চায়েত কার্যালয়ে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
ত্রুটিমুক্ত বিপিএল তালিকা তৈরি-সহ বিভিন্ন দাবিতে তৃণমূলের খান্দরা অঞ্চল কমিটির নেতৃত্বে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। বৃহস্পতিবার অন্ডালের খান্দরা পঞ্চায়েত অফিসের ঘটনা। অঞ্চল সম্পাদক গণেশ বাদ্যকর জানান, বিপিএল তালিকায় সম্পন্ন পরিবারের নাম আছে। ওই নাম কেটে প্রকৃত নাম নথিভুক্ত করতে হবে। এছাড়া প্রধান ও উপ-প্রধান প্রায়ই কার্যালয়ে অনুপস্থিত থাকেন। তাঁদের দাবি, প্রধান ও উপ-প্রধানকে নিয়ম মেনে কার্যালয়ে আসতে হবে। এছাড়া ইন্দিরা আবাস যোজনা এবং একশো দিনের প্রকল্পে সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক রঙ দেখে কাজ দেওয়া যাবে না। তাঁদের অভিযোগ, অনেক জবকার্ডে ইসিএল কর্মীদের নাম আছে। তা বাদ দিতে হবে। রাস্তাঘাট ও নলকূপ সংস্কারেরও দাবি জানান তাঁরা। প্রধান পুকিয়া মেঝান জানান, রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ ঠিক নয়। তবে বাকি দাবিগুলি খতিয়ে দেখা হবে। |
|