‘বাঁচো ও বাঁচাও’ এই শ্লোগান তুলে সোমবার অরণ্য সপ্তাহ পালন করল সাঁইথিয়া পুরসভা। ওই দিন দুপুরে সাঁইথিয়ার রবীন্দ্র সদনে ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন সাঁইথিয়ার পুরপ্রধান বীরেন্দ্রকুমার পারগ। উপস্থিত ছিলেন শহরের বাসিন্দা মুরারই কলেজের প্রাক্তন অধ্যক্ষ গঙ্গাধর ঘোষ-সহ বহু বিশিষ্ট জন। পুরপ্রধান বলেন, “আগামী রবিবার শহরে ১০০০ হাজার বৃক্ষরোপণ করা হবে। পাশাপাশি বিশ্ব ভারসাম্যরক্ষার্থে পুরসভার পক্ষ থেকে জীব বৈচিত্র্য নথি তৈরি করা হবে।” অনুষ্ঠানে উপস্থিত সকলের হাতে জুটের ব্যাগ তুলে পরিবেশ দূষণ রোধে ৪০ মাইক্রোনের নীচে প্লাস্টিক বর্জন করতে অনুরোধ করা হয়। পুরপ্রধান আগামী সপ্তাহে প্রত্যেক পুরবাসীর ঘরে অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধও জানিয়েছেন।
|
সাপের ছোবলে মৃত্যু হল ৫ বছরের এক শিশুর। পুলিশ জানায়, মৃত শিশুর নাম খুশি হাজরা। বাড়ি নানুরের আলিগ্রাম বড়পুকুরেরপাড়ে। বুধবার সকালে হাঁসের ঘর থেকে ডিম বের করতে যায় খুশি। সেই সময় একটি সাপ তাকে ছোবল মারে। বোলপুর মহকুমা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে জানিয়ে দেন।
|
গঙ্গা পাড়ের গাছ ও পাখি গণনা এবং তা নিয়ে তথ্য সংগ্রহ শুরু হল। পাশাপাশি, গাছ লাগানো এবং সংরক্ষণের উদ্যোগও শুরু হয়েছে। উত্তর কলকাতায় গঙ্গার কয়েকটি ঘাটও সংরক্ষণ ও পরিচ্ছন্ন রাখার কাজ শুরু হল ‘পিপল্স গ্রিন সোসাইটি’ এবং ‘বাগবাজার গঙ্গাতীর ভাগবত সভার’ যৌথ উদ্যোগে। বুধবার এর সূচনা করে ভারতীয় জাদুঘরের অধিকর্তা অনুপ মতিলাল বলেন, “ঘাটগুলি পরিচ্ছন্ন রাখলে তা গঙ্গার দূষণ নিয়ন্ত্রণেও সহায়ক হবে।” এই উদ্যোগে আর্থিক সহায়তার আশ্বাস দেন বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্সের প্রাক্তন সভাপতি সন্তোষরঞ্জন সাহা। |