যাদবপুরে ভর্তি পুরনো নিয়মেই |
চলতি শিক্ষাবর্ষে স্নাতকোত্তরে ছাত্র ভর্তির নিয়ম বদলাচ্ছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়। আগামী বছর কোন পদ্ধতিতে ভর্তি হবে, সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ। বুধবার বিশ্ববিদ্যালয়ের এগ্জিকিউটিভ কাউন্সিল (ইসি)-এর বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। স্নাতকোত্তরে এত দিন মোট আসনের ৯৫ শতাংশে বিশ্ববিদ্যালয় বা তার অধীন কলেজের ছাত্রছাত্রীদের এবং বাকি পাঁচ শতাংশে অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ভর্তি করা হত। কিন্তু উচ্চশিক্ষা সংসদের সুপারিশ অনুযায়ী সম্প্রতি উচ্চশিক্ষা দফতর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিঠি পাঠিয়ে বলে, স্নাতকোত্তরের ৬০ শতাংশ আসনে নিজের বিশ্ববিদ্যালয়ের এবং বাকি আসনে অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভর্তি করা হোক। কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই সেই অনুযায়ী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক কর্তা বলেন, “সরকারের চিঠি পাওয়ার আগেই কলা শাখায় ভর্তির প্রক্রিয়া প্রায় শেষ এবং বিজ্ঞানে তা শুরু হয়ে গিয়েছিল। তাই এ বছর স্নাতকোত্তরে ভর্তির নিয়ম পাল্টানো সম্ভব হচ্ছে না।” উচ্চশিক্ষা দফতরকে এ কথা জানিয়ে চিঠি দেবে বিশ্ববিদ্যালয়।
|
হাইকোর্ট ক্লাবে কল্যাণের হার |
কলকাতা হাইকোর্ট ক্লাবের সভাপতি-পদের নির্বাচনে হেরে গেলেন তৃণমূল প্রার্থী, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি কংগ্রেস প্রার্থী, আইনজীবী দিলীপ চট্টোপাধ্যায়ের কাছে ১৫৬ ভোটে হেরে যান। দিলীপবাবু পেয়েছেন ৪২৫টি ভোট, কল্যাণবাবু ২৬৯টি। সম্পাদক-পদেও কংগ্রেস প্রার্থী, আইনজীবী অমরেশ বাগ ৪৬ ভোটে হারিয়ে দেন তৃণমূলের জহর দত্তকে। ক্লাবের ১০টি পদের মধ্যে সাতটিতেই জিতেছেন কংগ্রেস প্রার্থীরা। দু’টি পদে জেতে তৃণমূল, একটি নির্দল প্রার্থী। ভোটগ্রহণ শুরু হয় গত শুক্রবার। গণনা নিয়ে বুধবার বিকেল থেকেই হাইকোর্টে উত্তেজনা ছিল। উত্তেজনার প্রধান কারণ এই প্রথম সভাপতি-পদে তৃণমূলের পক্ষে দাঁড়ান সাংসদ কল্যাণবাবু। ওই পদে তিন জন প্রার্থী হলেও কংগ্রেসের দিলীপবাবুর সঙ্গেই ছিল তাঁর মূল লড়াই।
|
তরুণীর শ্লীলতাহানির চেষ্টা, ধৃত ১ |
আমহার্স্ট স্ট্রিট থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে রাস্তায় বছর কুড়ির এক তরুণীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠল। বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটে সিটি কলেজের সামনে। পুলিশ জানায়, এলাকারই এক তরুণী কলেজের সামনে দিয়ে যাচ্ছিলেন। সন্দীপ সিংহ নামে কলেজের সান্ধ্য বিভাগের বিকম তৃতীয় বর্ষের এক ছাত্র তাঁকে কটূক্তি করে, হাত ধরে টানে ও শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। অন্য ছাত্রছাত্রীরা বাধা দেননি বলে অভিযোগ। থানার ঠিক উল্টো দিকে ওই ঘটনাকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। ওই তরুণীর চেঁচামেচি শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্দীপকে গ্রেফতার করে। সন্দীপের সঙ্গে অন্য একটি ছাত্র প্রত্যক্ষ ভাবে জড়িত ছিল বলে অভিযোগ করেছেন তরুণীটি।
|
মিথ্যা অভিযোগ করে মঙ্গলবার গ্রেফতার হলেন এক ব্যক্তি। বুধবার যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পল্লবকান্তি ঘোষ জানান, ধৃত অংশুমান মুখোপাধ্যায় তিলজলার একটি চামড়ার কারখানার কর্মী। ১০ জুলাই তিনি অভিযোগ করেন, তাঁর মালিক ১৩ লক্ষ ২০ হাজার টাকা তুলতে বলেন। ফেরার সময়ে তিনি ট্যাক্সিতে উঠলে তিন জন ট্যাক্সিতে উঠে তাঁকে মারধর করে টাকা নিয়ে পালায়। পুলিশের দাবি, জেরায় অংশুমান জানান, অভিযোগ মিথ্যা। এক বন্ধুর বাড়িতে টাকা রেখেছিলেন তিনি। ওই টাকাও উদ্ধার হয়েছে।
|
লেনিন সরণির উপরে গায়ে আগুন লাগা অবস্থায় দৌড়তে থাকা সালাউদ্দিন ওরফে সোনুকে রবিবার রাতে উদ্ধার করে মেডিক্যালে নিয়ে গিয়েছিলেন কর্তব্যরত পুলিশকর্মীরা। বুধবার, একবালপুরের নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়। অভিযোগ, রবিবার নিউ মার্কেটের এক পানশালা থেকে বেরোনোর পরে সোনুর স্ত্রী শবনম তাঁর দেহে পেট্রোল ঢেলে আগুন জ্বালান। ঘটনার রাতেই শবনম গ্রেফতার হন। সোনুর মৃত্যুতে তাঁর বিরুদ্ধে খুনের মামলা শুরু হয়েছে। |