চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে এই অভিযোগে এক কিশোরীর মৃতদেহ হাসপাতালের সামনে ফেলে রেখে জনতা বিক্ষোভ দেখাতে থাকলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। যদিও এই ঘটনায় জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে কয়েকজন পুলিশকর্মী-সহ ১০ জন জখম হন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার হাসনাবাদের রামপুর গ্রামের বাসিন্দা সপ্তম শ্রেণির ছাত্রী কণিকা পরামাণিক (১৪) সোমবার সকালে কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়ে। দুপুর ১২টা নাগাদ তাকে খুলনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ সেই সময় সেখানে জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক নিজের চেম্বারে ব্যস্ত ছিলেন। খবর দেওয়া হলেও তিনি আসেননি। এই অবস্থায় কিছুক্ষণ পরহে কণিকা মারা যায়। পরে চিকিৎসক এলে জনতা ক্ষোভে ফেটে পড়ে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে চিকিৎসকের শাস্তির দাবিতে হাসপাতালের সামনে দেহ রেখে বিক্ষোভ দেখাতে থাকে। পরে পুলিশ গিয়ে লাঠি উঁচিয়ে জনতাকে হটিয়ে দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট মহকুমা হাসপাতালে পাঠায়। জনতার ছোড়া ইটে কয়েকজন পুলিশকর্মী জখম হয়। যদিও হাসপাতাল সূত্রে জানানো হয়েছে সময়মতোই ওই কিশোরীর চিকিৎসা শুরু হয়েছিল। কিন্তু তাকে বাঁচানো যায়নি।
|
বারাবনিতে ডায়েরিয়ায় আক্রান্ত আরও সাত জন
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ডায়েরিয়া আক্রান্তের সংখ্যা আরও বাড়ল মঙ্গলবার। বারাবনির মনোহরবহাল গ্রামে আরও সাত জন ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছে বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার সকাল থেকেই গ্রামে একটি অস্থায়ী চিকিৎসা শিবির বসানো হয়েছে। পর্যাপ্ত চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, প্রচুর ওষুধ এবং ওআরএস মজুত রাখা হয়েছে। চব্বিশ ঘন্টার জন্য গ্রামে ছিল একটি অ্যাম্বুল্যান্সও। বারাবনির বিডিও জানান, মঙ্গলবার থেকে ব্লকের উদ্যোগে এক ট্যাঙ্ক করে পরিস্রুত পানীয় জল ওই গ্রামে পাঠানো হচ্ছে। একশো দিনের প্রকল্পে কাঁচা নদর্মাগুলি ও ডোবাগুলি পরিস্কার পরিছন্ন করারও উদ্যোগ করা হয়েছে। জন স্বাস্থ্য কারিগরি দফতরের জলের লাইনটি চালু করার প্রাথমিক প্রক্রিয়াও চালু হয়েছে। বারাবনির বিডিও ও ব্লক স্বাস্থ্য আধিকারিক যৌথভাবে এটি দেখভাল করছেন বলে জানা গিয়েছে।
|
চন্দ্রকোনায় অসুস্থ ৭০
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা |
আন্ত্রিকের প্রকোপ শুরু হয়েছে চন্দ্রকোনা-১ ব্লকের পুড়শুড়ি ও সাটিতেঁতুল গ্রামে। এখনও পর্যন্ত ৭০ জন অসুস্থ হয়েছেন। বিএমওএইচ সুনীল রায়ের নেতৃত্বে গ্রামে চলছে মেডিক্যাল-ক্যাম্প। পশ্চিম মেদিনীপুরের মুখ্য-স্বাস্থ্য আধিকারিক সবিতেন্দ্র পাত্রের বক্তব্য, “প্রাথমিক ভাবে অনুমান জল থেকেই দূষণ ছড়িয়েছে। তবে কিছুটা হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।” তিনি জানান, জেলার বিভিন্ন এলাকা থেকে ডায়েরিয়ার প্রকোপের খবর আসছে। তাই, চিকিৎসক-সহ সমস্ত-স্তরের স্বাস্থ্য-কর্মীদের ছুটি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার বিকেলে প্রথম চন্দ্রকোনার সাটিতেঁতুল গ্রামে বেশ কয়েক জন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের ক্ষীরপাই ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই আবার পুড়শুড়ি গ্রামেও একে-একে অনেকে অসুস্থ হতে শুরু করেন। বিডিও আসেক রহমান বলেন, “পানীয় জলের দূষণ থেকেই আন্ত্রিকের প্রকোপ শুরু হয়েছে বলে অনুমান।”
|
‘ওষুধ-দুর্নীতি’, ধৃত আরও ১
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
নিয়ম বহির্ভূত ভাবে টেন্ডার ছাড়াই কোটি টাকার ওষুধ কেনার মামলায় হুগলি জেলা পরিষদের প্রাক্তন হিসাবরক্ষক অভিজিৎ বসুকে গ্রেফতার করল সিআইডি। মঙ্গলবার বরাহনগর থেকে তাঁকে ধরা হয়। ২০০৯-এ হুগলির তৎকালীন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভূষণ চক্রবর্তী চুঁচুড়া থানায় ওই দুর্নীতির অভিযোগ করেন। ওই মামলায় মূল অভিযুক্ত হুগলি জেলা পরিষদের তৎকালীন সভাধিপতি তথা সিপিএম নেতা অসিত পাত্রকে গত ১৭ এপ্রিল ধরে সিআইডি। শুক্রবার তারা চুঁচুড়া আদালতে চার্জশিট দেয়। অভিজিৎবাবুর নামও আছে চার্জশিটে। |