টুকরো খবর
প্রেস স্টিকার সাঁটা গাড়ির বিরুদ্ধে কড়া অভিযান
বেআইনি ভাবে গাড়িতে ‘প্রেস স্টিকার’ লাগিয়ে নানা দুষ্কর্ম চলছে। এর মোকাবিলায় এই ধরনের স্টিকার লাগানো গাড়ির বিরুদ্ধে পুলিশকে জোরদার অভিযান চালানোর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কেন্দ্র ও রাজ্য সরকারের স্টিকার লাগিয়ে যে-সব গাড়ি চলছে, সেগুলিতেও তল্লাশি চালাতে বলা হয়েছে বলে পরিবহণমন্ত্রী মদন মিত্র মঙ্গলবার মহাকরণে জানান। পরিবহণমন্ত্রী বলেন, প্রেস ও সরকারি দফতরের স্টিকার লাগিয়ে কিছু গাড়ি বেআইনি ভাবে ভাড়া খাটছে। কিছু ক্ষেত্রে ওই সব স্টিকার লাগানো গাড়িতে দুষ্কর্মও চলছে। তাই পুলিশকে বলা হয়েছে, ওই সব গাড়ির বিরুদ্ধে তারা যে-কোনও সময়েই অভিযান চালাতে পারবে। মন্ত্রী জানান, যে-সব বাস বেআইনি ভাবে যাত্রী বহন করছে, তাদের বিরুদ্ধেও অভিযান তীব্র করতে বলা হয়েছে পুলিশকে। মদনবাবু এ দিনই ট্যাক্সির মালিক-চালকদের কয়েকটি সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন। বিলাসবহুল ট্যাক্সি ইউনিয়নও বৈঠকে ছিল। মন্ত্রী পরে বলেন, ট্যাক্সি-মালিক ও চালকেরা ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছেন। কিন্তু তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে, এই মুহূর্তে তা সম্ভব নয়। বিকল্প পথে আয় বাড়ানোর চেষ্টা করতে হবে ট্যাক্সির মালিক-চালকদের। মদনবাবুর দাবি, যে-সব ইউনিয়ন বৈঠকে ছিল, তাদের প্রতিনিধিরা জানিয়ে দিয়েছেন, ২৫-২৬ জুলাইয়ের ট্যাক্সি ধর্মঘটে তাঁরা যোগ দিচ্ছেন না। মন্ত্রী জানান, অটো নিয়ে আজ, বুধবার রিপোর্ট দেবে সরকার। তা থেকে পরিবহণ-মালিকেরা জানতে পারবেন, সরকারের নীতি ও ব্যবস্থা কী হতে চলেছে।

বেহাত হয়নি পিঙ্কির জমি
জাতীয় স্তরের অ্যাথলিট পিঙ্কি প্রামাণিককে রাজ্য সরকারের দেওয়া জমির হাতবদল হয়নি। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম মঙ্গলবার মহাকরণে এ কথা জানান। তিনি বলেন, “সরকারি নথি দেখেছি। আমাদের কাছে যে-নথি আছে, তাতে ওই জমির হাতবদলের প্রমাণ নেই।’’ মন্ত্রী জানান, পিঙ্কি অভিযোগ করেছেন, তাঁর জমিতে বহুতল তৈরির জন্য প্রাক্তন অ্যাথলিট অবতার সিংহ তাঁকে দিয়ে জোর করে নকশায় স্বাক্ষর করিয়ে নেন। সেই অভিযোগ তদন্তের বিষয়। তবু পিঙ্কির প্রস্তাবিত বাড়ির নকশা নিয়ে পুরসভার কাছে সবিস্তার তথ্য চাইবে রাজ্য।

যুব কল্যাণে ওয়েবসাইট
রাজ্যের যুব কল্যাণ বিভাগ ওয়েবসাইট চালু করল। মঙ্গলবার মহাকরণে ওই সাইটের উদ্বোধন করেন অর্থমন্ত্রী অমিত মিত্র। যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, এই ওয়েবসাইটের মাধ্যমে যুব কল্যাণ বিভাগের বিভিন্ন পাঠ্যক্রমের কথা জানতে পারবেন রাজ্যের মানুষ। বিভাগের সচিব আরিজ আফতাব বলেন, “এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন যুব আবাসে দ্রুত বুকিংয়ের ব্যবস্থাও চালু করব আমরা।” পরে মন্ত্রী বলেন, “বাম আমলে যুব কল্যাণ বিভাগে কার্যত কাজই হত না। নতুন সরকার এর বাজেট পাঁচ গুণ বাড়িয়ে দিয়েছে। আমরা যুব সমাজের উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছি।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.