ফুটবল, কবাডি ও খো খো খেলায় জেলাদল পাঠানোর জন্য জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় গত ১৬ জুলাই বোলপুর স্টেডিয়ামে বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। জেলার ৭০টি স্কুলের ছাত্রছাত্রীরা যোগ দিয়েছিল। ৩টি খেলায় অনূর্ধ্ব ১২, ১৪, ১৭ ও ১৯ বিভাগের জন্য বাছাই প্রতিযোগিতা হয়। অনূর্ধ্ব ১২ বিভাগের জন্য কোনও প্রতিযোগী মেলেনি। বাকি তিনটি বিভাগে ৩টি খেলায় মোট ১৮৫ জন ছাত্রছাত্রীকে নির্বাচিত করা হয়। জেলা স্কুল ক্রীড়া সংস্থার সম্পাদক প্রলয় নায়েক বলেন, “বাছাই করা ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিটি বিভাগের জন্য ৩ দিনের আবাসিক শিবিরে প্রশিক্ষণ দিয়ে রাজ্যস্তরের বিভিন্ন প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করতে পাঠানো হবে।”
|
জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এবং বোলপুর মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন, ‘এ’ ডিভিশন ও ‘বি’ ডিভিশন ফুটবল কাপ শুরু হবে আগামী ৪ অগস্ট বোলপুর স্টেডিয়ামে। মহকুমার ২৫টি দল যোগ দেবে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হতে চলেছে পারুলডাঙা পল্লি উন্নয়ন সমিতি ও কাছারি পট্টি সুরজিৎ স্মৃতি সঙ্ঘ। বোলপুর মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক তাপস দে বলেন, “সুপার ডিভিশনের খেলায় উইনার্স ও রানার্স দল জেলা আন্তঃ ক্লাব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় যোগ দেওয়ার সুযোগ পাবে।”
|
পুরুলিয়া সৈনিক স্কুলের মাঠে। ছবি: সুজিত মাহাতো। |
পুরুলিয়ার সৈনিক স্কুলে শুরু হয়েছে পূর্বাঞ্চলের সৈনিক স্কুলগুলির আন্তঃসৈনিক স্কুল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। সোমবার থেকে শুরু হওয়া ওই প্রতিযোগিতা চলবে শুক্রবার পর্যন্ত। পূর্বাঞ্চলের চারটি রাজ্য অসমের গোয়ালপাড়া, মনিপুরের ইম্ফল, নাগাল্যান্ডের পঙ্গলওয়া এবং পুরুলিয়ার সৈনিক স্কুলের ২৭০ জন প্রতিযোগী আন্তঃস্কুল প্রতিযোগিতায় যোগ দিয়েছে। রয়েছে হকি, ফুটবল, ভলিবল, বাস্কেটবল। এর পরে জাতীয় স্তরের প্রতিযোগিতা হবে মধ্যপ্রদেশে। সোমবার হকিতে পুরুলিয়া ৮-০ গোলে হারিয়েছে গোয়ালপাড়াকে। হকিতে দু’টি দল রয়েছে। তাই এই খেলায় জিতে জাতীয় স্তরে খেলবে পুরুলিয়ার সৈনিক স্কুল। |