এক যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার সাঁইপালার ঘিপুকুর এলাকায়। তবে গুলিতে ওই যুবকের আঘাত গুরুতর নয়। গুলি তাঁর প্যান্ট ছুঁয়ে চলে যায় বলে পুলিশ জানিয়েছে। বস্রহাট থানার আইসি বুধো দাস নামে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে মার্টিন বার্ন রোডের একটি বাড়ি থেকে শোভন জয়ধর ওরফে টুটু, অভিষেক হালদার ও বিশ্বজিৎ দাস ওরফে ট্যারা ভীষ্ম নামে তিনজনকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে তিনটি রিভলভার ও ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।” |
এ দিকে, রবিবার রাতে অভিযোগ পাওয়ার পরে পুলিশ যখন ওই যুবকদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল সেই সময় ওই এলাকায় হেঁটে বাড়ি ফিরছিলেন পেশায় মাংস ব্যবসায়ী নিরঞ্জন বিশ্বাস (৩৫) ওরফে বাপ্পা। কিন্তু সেদিন আর তিনি বাড়িতে ফেরেননি। বাড়ির লোকজন খোঁজাখুজির পরে সোমবার বিকেলে ওই এলাকাতেই একটি পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ দেহ উদ্ধার করতে গেলে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ে। তাঁদের দাবি, একই নামে এলাকায় নানা সমাজবিরোধী কাজকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে এক যুবকের বিরুদ্ধে। রবিবার রাতে পুলিশ যখন গুলি ছোড়ার ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেই সময় ‘সমাজবিরোধী’ বাপ্পা ভেবে তাঁকেই ধরতে আসছে পুলিশ এই ভেবে নিরঞ্জন পুকুরে ঝাঁপ দেন। যদিও নিরঞ্জনবাবু বাবা ননী বিশ্বাস পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন, “পরিকল্পনা করে ছেলেকে মেরে পুকুরে ফেলে দেওয়া হয়েছে।”এক ঠিকাদারের সঙ্গে জমি নিয়ে বিবাদের জেরেই এই কাণ্ড ঘটানো হয়েছে তাঁর দাবি। কারণ, তিনি জানিয়েছেন তাঁক ছেলে সাঁতার জানত। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। |